রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
কুমিল্লা, নোয়াখালী ব্যুরো ও ফেনী প্রতিনিধি
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:২৬ এএম
প্রিন্ট সংস্করণ

রাজার ছেলে রাজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী—এ সংস্কৃতি পাল্টাতে চাই

ফেনীতে জামায়াত আমির
রাজার ছেলে রাজা, মন্ত্রীর ছেলে মন্ত্রী—এ সংস্কৃতি পাল্টাতে চাই

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে, সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই।

তিনি বলেন, অতীতের বস্তাপচা রাজনীতি ফ্যাসিবাদ উপহার দিয়েছে, একনায়কতন্ত্র উপহার দিয়েছে, দুর্নীতিতে দেশকে চ্যাম্পিয়ন করেছে। ওই রাজনীতিকে আমরা লাল কার্ড দেখাতে চাই। আমাদের কাছে হিন্দু-মুসলমান, বৌদ্ধ-খ্রিষ্টান সবাই সমান। আমরা তাদের সবার অধিকার নিশ্চিত করতে বদ্ধপরিকর। ইনশাআল্লাহ এ কাজে কেউ বাধা দিয়ে আমাদের আটকাতে পারবে না।

গতকাল শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, একটি স্বার্থান্বেষী মহল জামায়াতের বিরুদ্ধে অপপ্রচার করছে যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে। এটি একটি জঘন্য মিথ্যাচার। আপনারা এসব মিথ্যার বিরুদ্ধে সতর্ক থাকবেন। কওমি মাদ্রাসা হলো আমাদের কলিজা। তারা দ্বীনকে ধরে রেখেছে। যারা আলেমদের ভয় দেখায়, তারা মূলত মতলববাজ। জামায়াতের বিরুদ্ধে চলমান অপপ্রচারের বিরুদ্ধে সজাগ থেকে তিনি একটি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার ডাক দেন।

বক্তব্যের শুরুতে তিনি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্মরণ করেন। জামায়াত আমির বলেন, ফেনীর মাটির গর্বিত সন্তান খালেদা জিয়া। তিনি কখনো আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। মহান আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে দিন। জামায়াত আমির এ সময় ফেনীর উন্নয়নের প্রতিশ্রুতি দেন।

সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির আবদুল হান্নান। এতে আরও বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান ও ১১ দলীয় জোটের ফেনী-২ আসনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মাসুম প্রমুখ।

গতকাল কুমিল্লাতেও ১১ দলের সমাবেশে অংশ নেন জামায়াত আমির। রাত ৯টায় কুমিল্লা টাউন হল মাঠে এ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হলেও জামায়াত চাঁদাবাজিতে জড়াবে না। তিনি বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করি না, প্রতিশোধ আমাদের নীতি নয়। আমরা সুনীতির রাজনীতি করি, রাজার নীতি নয়।

ভোটের আগে ভয়ভীতি দেখানোর অভিযোগ করে তিনি বলেন, আমরা অন্যায়ের কাছে মাথানত করব না। মা-বোনদের সম্মান নিয়ে কেউ ছিনিমিনি খেললে যুব সমাজ চুপ থাকবে না। অন্যায়ের বিরুদ্ধে চোখে চোখ রেখে দাঁড়াতে হবে।

বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় এক বৃদ্ধা মা তাকে জড়িয়ে ধরেছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা হচ্ছে। একজন মাকে জড়িয়ে ধরলে এত আপত্তি কেন? তাদের কি মা নেই?

ডা. শফিকুর রহমান আরও বলেন, বিভাগ গঠনের আগে কুমিল্লা বিমানবন্দর পূর্ণাঙ্গভাবে সচল করতে হবে। কুমিল্লা ইপিজেডকে আন্তর্জাতিক মানে উন্নীত করা গেলে বিদেশি বিনিয়োগকারীরা এখানে বিনিয়োগে আগ্রহী হবেন।

কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, জাগপার সভাপতি রাশেদ প্রধান প্রমুখ।

এদিন সন্ধ্যায় কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন জামায়াত আমির। সেখানে তিনি বলেন, মনে রাখবেন যে মায়ের দামাল সন্তান চব্বিশে জগদ্দল পাথর, হিমালয়ের সমান ফ্যাসিবাদকে তাড়িয়েছে, সেই সন্তান ঘুমিয়ে পড়েনি। তারা এখনো জেগে আছে। আগামীতে জনগণের ভোট নিয়ে কেউ যদি অন্য কোনো চিন্তা করেন এই যুবকরা সিংহ হয়ে গর্জন করবে। সিংহের থাবা সামাল দিতে পারবেন না। সুতরাং নিজের ছাড়া অন্য কারও ভোটের দিকে হাত বাড়াবেন না।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের পর থেকে যারা জুলাইয়ের চেতনা ও সংস্কারকে মানে না, তাদের দিয়ে কখনো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়া সম্ভব নয়। ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গড়তে হলে ফ্যাসিবাদবিরোধী দলকে বেছে নিতে হবে। তিনি বলেন, আমাদের কোনো মামা-খালুর দেশ নেই, কোনো বেগমপাড়া নেই। আমাদের আছে একটাই পরিচয়, গর্বের বাংলাদেশ।

জামায়াত আমির বলেন, ঘরে ঘরে এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে মায়ের গায়ে হাত। এই দ্বিচারিতা জনগণ আর মেনে নেবে না। আপনারা মা-বোনদের গায়ে চাবুক মারতে পারেন; কিন্তু মানুষের মনের ওপর কোনো চাবুক চলে না।

তিনি বলেন, বেকার ভাতা দিয়ে যুবকদের আমরা অসম্মান করতে চাই না। আমাদের যুবকরা যারা লড়াই করে জীবন দিতে জানে অধিকারের জন্য, তারা বেকার ভাতার জন্য লড়াই করেনি। তারা লড়াই করেছে তাদের মেধা ও যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়ার জন্য। আমরা তোমাদের কথা দিচ্ছি, তোমাদের হাতকে আমরা এই দেশ গড়ার কারিগরের হাত হিসেবে গড়ে তুলব ইনশাআল্লাহ।

সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াতের প্রার্থী ড. সৈয়দ এ কে এম সরোয়ার উদ্দীন সিদ্দিকী। বক্তব্য দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এনসিপির প্রার্থী হাসনাত আব্দুল্লাহ, ডাকসুর ভিপি সাদিক কায়েম প্রমুখ।

এ ছাড়া জামায়াত আমির গতকাল দুপুরে নোয়াখালীর মাইজদীতে জেলা স্কুল মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী সমাবেশে যোগ দেন। সেখানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, তারা ক্ষমতায় গেলে জনগণ আরও বেশি ঝুঁকিতে পড়বেন।

শফিকুর রহমান বলেন, ৫ আগস্টের আগে যারা সরকারের বিরুদ্ধে ছিলেন, আমরা সবাই মজলুম হয়েছি। কাউকে খুন করা হয়েছে, কাউকে গুম করা হয়েছে, কাউকে আয়নাঘরে আটকে জুলুম করা হয়েছে। কারও ব্যবসাপ্রতিষ্ঠান লুট করা হয়েছে। কাউকে দফায় দফায় জেলে পাঠানো হয়েছে; কিন্তু ৫ আগস্টের পর আমরা ভালোবেসে দেশকে পাহারা দিয়েছি।

তিনি বলেন, জামায়াতে ইসলামের ওপর যে জুলুম করা হয়েছে, তা অন্য কারও ওপর করা হয়নি। আমাদের গুম করা হয়েছে, খুন করা হয়েছে। মিথ্যা মামলা দিয়ে, হামলা করে নাজেহাল করা হয়েছে। ৫ তারিখের মুক্তির পর আমরা জানিয়ে দিলাম কারও ওপর কোনো প্রতিশোধ নেব না। আমরা সেই কথা রেখেছি।

এদিকে, জামায়াত আমির আজ শনিবার কুমিল্লার চৌদ্দগ্রামে আসছেন। সকালে চৌদ্দগ্রাম পাইলট হাইস্কুল মাঠে নির্বাচনী জনসভায় তিনি যোগ দেবেন। উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন এ তথ্য জানিয়েছেন। জনসভায় লক্ষাধিক মানুষের সমাগম হবে বলে আশা প্রকাশ করেছেন উপজেলা জামায়াতের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির : ডা. রফিক 

মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেল ছেলে

নরসিংদী-৩ আসনে ধানের শীষের উঠান বৈঠকে নারী-পুরুষের ঢল

মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

যারা বছরের পর বছর গুপ্ত ছিলো তারা আমাদের গুপ্ত বলছে : জামায়াত আমির

ভোটারই গণতন্ত্রের প্রকৃত শক্তি

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

তরুণদের সঙ্গে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়ব : সাঈদ আল নোমান

১০

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন ‘গুপ্ত’ : আসিফ মাহমুদ

১১

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই : ড. জালাল

১২

বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে : তারেক রহমান

১৩

গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান : বুলু

১৪

দেড় বছরে ঢাবিতে ৪১টি কার্যক্রমের উদ্বোধন

১৫

লিচুবাগান থেকে গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১৬

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখল বন্ধ করা হবে : রবিউল বাশার

১৭

জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি 

১৮

প্রচারণায় যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা

১৯

আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

২০
X