

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনে দলের সংসদ সদস্য প্রার্থী বরকত উল্লা বুলু বলেছেন, গণতন্ত্রের রূপকার ছিলেন সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া। আর তার সন্তান তারেক রহমান গণতন্ত্রের ধারক-বাহক। তাকে প্রধানমন্ত্রী করতে এবার সবাইকে ধানের শীষে ভোট দিতে হবে।
শনিবার (৩১ জানুয়ারি) বেগমগঞ্জের চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ডে ধানের শীষের পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এ কথা বলেন।
বরকত উল্লা বুলু বলেন, ধানের শীষ উন্নয়নের প্রতীক। বিএনপি যতবারই ক্ষমতায় গেছে দেশের অভূতপূর্ব উন্নয়ন হয়েছে।
তিনি বলেন, বিএনপি ক্ষমতায় এলে দেশের জনগণ শান্তিতে থাকে। এবার তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় এলে দেশ আধুনিক বাংলায় রূপান্তর হবে।
উঠান বৈঠকে চৌমুহনী পৌরসভা ১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম বাবুলের সভাপতিত্বে আরও বক্তব্য দেন- জেলা বিএনপির সদস্য শামীমা বরকত লাকি, বেগমগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কামাখ্যা চন্দ্ৰ দাস, যুগ্ম আহ্বায়ক মো. ফয়সাল, চৌমুহনী পৌর বিএনপির আহ্বায়ক জহির উদ্দিন হারুন, সদস্য সচিব মো. মহসিন, জেলা যুবদলের সভাপতি মঞ্জুরুল আজিম সুমন প্রমুখ।
মন্তব্য করুন