

নরসিংদী-৩ আসনে বিএনপির প্রার্থী মনজুর এলাহীকে বিজয়ী করার লক্ষ্যে শিবপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে উঠান বৈঠক ও নির্বাচনী পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌরসভার বাজনাব,বান্দারদিয়া, আশ্রাফপুর, চক্রধা, নগরসহ মোট ৭টি ওয়ার্ডে পৃথক পৃথক উঠান বৈঠক ও পথসভা অনুষ্ঠিত হয়। এসব বৈঠকের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী মনজুর এলাহী।
বৈঠকে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন মাস্টার, সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মৃধা, সদস্যসচিব আপেল মাহমুদ সুমন মুন্সি, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুম মোল্লা সদস্যসচিব আবেদ হাসান জজ মিয়াসহ উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
পৌর বিএনপির সভাপতি মাহমুদুল হাসান বাবুল মৈশান ও সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকারের নেতৃত্বে আয়োজিত এসব উঠান বৈঠক ও পথসভায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও তরুণ, নবীন-প্রবীন, নারী-পুরুষসহ সাধারণ মানুষ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন। এসময় স্থানীয় জনগণের নানা সমস্যা সমাধান ও এলাকার সার্বিক উন্নয়ন বাস্তবায়নের আশ্বাস দিয়ে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন বিএনপির নেতৃবৃন্দরা।
বৈঠকে তারেক রহমান ঘোষিত কৃষক ও ফ্যামিলি কার্ড এবং ইমাম-মুয়াজ্জিনদের জন্য সরকারি ব্যবস্থাপনায় বেতন-ভাতার ব্যবস্থা এবং শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উন্নত চিকিৎসার নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে প্রতিশ্রুতি দেন।
মন্তব্য করুন