শুক্রবার, ৩০ জানুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৪ মার্চ ২০২৪, ০৩:২৭ এএম
আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০২:০৯ পিএম
প্রিন্ট সংস্করণ

প্রশাসন ও সাংবাদিক ভুল পথে!

এ কে এম আবদুল আউয়াল মজুমদার
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার। সৌজন্য ছবি
সাবেক সচিব এ কে এম আবদুল আউয়াল মজুমদার। সৌজন্য ছবি

গত কয়েক দিনে এ বিষয়ে অনেক ফোন পেয়েছি। তারা কেউ কেউ এ বিষয়ে লিখতে অনুরোধ করেছেন। কেউ মন্তব্য চেয়েছেন। এসব অনুরোধে বিব্রত হই। কারণ বিষয়গুলো স্পর্শকাতর। আবার আনন্দও পাই। কারণ যারা অনুরোধ করেন, তারা আমার সুহৃদ। তাই তারা আমার কাছে শুনতে চান। ভালোমন্দ বুঝতে চান। প্রশাসন ও সাংবাদিক দুপক্ষই এ দেশের মানুষ। তারা গুরুত্বপূর্ণ মানুষ। উভয়পক্ষই মানুষের কল্যাণে কাজ করেন। কিন্তু জাতীয়ভাবে আমাদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ও আস্থা নেই। আমরা একে অন্যকে প্রতিপক্ষ মনে করি। মনস্তাত্ত্বিকভাবে আমরা একে অন্যের প্রতি ঈর্ষান্বিত। তাই অনেক সময় আমরা ধৈর্যচ্যুত হই। সমঝোতা ও সহযোগিতার বদলে আমরা পরস্পরকে হেয় করে তৃপ্তিবোধ করি। এমন মনোভাব জাতির জন্য কল্যাণকর নয়। এমনটি আমাদের কাম্য নয়। এতে আলোচনার ঝড় ওঠে। ফলে উভয়পক্ষ হেয়প্রতিপন্ন হন। কেউ বলেন, লোকাল সাংবাদিকরা নিজেদের নানারকম স্বার্থ হাসিলের জন্য বাড়াবাড়ি করেন। তারা হলুদ সাংবাদিকতা করেন। অন্যদিকে কেউ কেউ বলেন, প্রশাসন বাড়াবাড়ি করে। তারা ক্ষমতার অপব্যবহার করেন। তাদের এমনটি করা সমীচীন নয়। আবার কিছু লোক মনে করেন, উভয়পক্ষই ক্ষমতার অপব্যবহার করেন। সাংবাদিকরা তার কলমকে হাতিয়ার করে প্রশাসনকে জিম্মি করতে চায় এবং প্রশাসনের হাতে আইনের খড়গ থাকায় তারা উত্তপ্ত থাকেন এবং ধরাকে সরা জ্ঞান করেন। এতে প্রতীয়মান হয়, প্রশাসন এবং সাংবাদিক উভয়পক্ষই ভুল পথে আছেন। উভয়পক্ষেরই আত্মসমালোচনা করা ও সংশোধন হওয়া দরকার। এ প্রসঙ্গে কয়েকটি উদাহরণ দেওয়া যেতে পারে। ২০০৭-০৮ সালে আমি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব। তখন শিক্ষা বিটের সাংবাদিকদের কারও না কারও সঙ্গে আমার প্রতিদিনই দেখা হতো। তাদের একজন সরকারি কলেজের একজন অধ্যাপকের বদলির তদবির করেন। তিনি এটাও বলেন যে, তিনি মন্ত্রিপরিষদ সচিবের (তৎকালীন) কাজিন। মন্ত্রিপরিষদ সচিব বিদেশ যাওয়ার আগে বলে গেছেন আজকেই যাতে বদলি করে দেওয়া হয়। মন্ত্রিপরিষদ সচিবের রেফারেন্সটা আমার বিশ্বাস হয়নি। কারণ তিনি তখন আমাকে খুব স্নেহ করতেন (উল্লেখ্য, তিনি ড. সা’দত নন। ড. সা’দত তখন অবসরপ্রাপ্ত)। তিনি অন্য একজন। আমার মনে হয়েছে, মন্ত্রিপরিষদ সচিব, এ ধরনের কথা বলতে পারেন না। কিছু বলার থাকলে তিনি আমাকেই বলতেন। আর কেউ কোনো কাজের জন্য জোরজবরদস্তি করলে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি না। তাই আমি তাকে কয়েক দিন অপেক্ষা করতে বলি। বাজারে জোর গুজব ছিল যে, ওই সাংবাদিক সাহেব একটি গোয়েন্দা সংস্থার এজেন্ট। সাংবাদিক সাহেব ওইদিন রাতে আমাকে ফোন করে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করেন। আমি তার ফাঁদে পা দিলাম না। আমি অতি বিনয়ের সঙ্গে বললাম যে, ‘আজ কোনো কারণে আপনার মন খারাপ। আমরা

আরেক দিন কথা বলি।’ এ কথা বলে ফোন রেখে দিই। ফলে সাংবাদিক সাহেবের মিশন ব্যর্থ হয়।

ঘটনাটি আমি কাউকে বলিনি। আমার স্ত্রী, সহকর্মী, বস কাউকেই না। ওই সাংবাদিক সাহেব ২০১০ সালে এক অনুষ্ঠানে আমাকে গাড়ির দরজায় রিসিভ করেন। আমি আপ্লুত অথবা ব্যথিত কোনো মনোভাবই দেখালাম না। আমি স্বাভাবিক থাকলাম। তিনি আমাকে স্কট করে মঞ্চে পৌঁছে দিলেন। এজন্যই বলা হয়, সবুরে মেওয়া ফলে। ডিসি, ইউএনও এবং এসিল্যান্ড সাহেবদের বলব, উত্তেজিত হবেন না। উত্তেজিত হলেই হেরে গেলেন। দৃঢ় থাকুন, তবে আচরণে শোভনীয় থাকুন। আর সব জায়গায় আইন প্রয়োগ করবেন না। ধৈর্য ধরে পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।

লেখক: সাবেক সচিব ও গবেষক

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জনসভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএনপি প্রার্থী

বগুড়ার জনসভা মঞ্চে তারেক রহমান

বিটিভিতে শুরু হচ্ছে বিনোদনমূলক ম্যাগাজিন অনুষ্ঠান অভিনন্দন

হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ / ‘শঙ্কিত’ সংখ্যালঘুরা ভোটদানে নিরুৎসাহিত হতে পারেন

প্যারাডাইস ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড হাউজিং লিমিটেডের আবাসন প্রকল্প ‘আশুলিয়া আরবান সিটি’র শুভ উদ্বোধন

সড়কে ঝরল বিএনপি নেতার প্রাণ

অতীত ভুলে শরীয়তপুরকে আধুনিক জেলা গড়ার অঙ্গীকার নুরুদ্দিন অপুর

মেন্টরশিপ, তৃণমূল সংযোগ ও পারিবারিক বাধা : চ্যালেঞ্জের মুখে নারীর রাজনীতি

শিশির মনিরের প্রচার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

দলের ক্ষুদ্র স্বার্থে উত্তেজনা সৃষ্টি করা উচিত নয় : রবিউল

১০

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহে ধীরগতি, ক্ষেপলেন মেয়র

১১

সিলেটে সাবেক মেয়র গ্রেপ্তার

১২

৩ শতাধিক স্বেচ্ছা রক্তদাতা পেলেন কোয়ান্টামের সম্মাননা

১৩

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাজ্য

১৪

শুটিং দলকে ভারত পাঠানোর ব্যাখাসহ সাংবাদিকদের অ্যাক্রিডিটেশনের বিষয়ে যা জানা গেল

১৫

অধ্যক্ষ-প্রধান শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্তি, শূন্যপদ ১৩৫৯৯

১৬

তারেক রহমানের বরিশাল সফরের নতুন তারিখ ঘোষণা

১৭

একুশে বইমেলা পেছানোর প্রতিবাদে প্রতীকী মেলা হবে যেদিন

১৮

স্বতন্ত্র প্রার্থীর ব্যতিক্রমী প্রচারণা, নজর কাড়ছে ‘জোকার’

১৯

এই আলো কি সেই মেয়েটিই

২০
X