প্রাথমিক ও গণশিক্ষা সচিব ফরিদ আহাম্মদ বলেছেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের আর প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে বৃত্তি দেওয়া হবে না। তবে ক্ষুদ্র গণিত অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড, বিজ্ঞান অলিম্পিয়াড—এ ধরনের কার্যক্রমের মাধ্যমে অনুপ্রেরণামূলক আর্থিক সহায়তা ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব তথ্য জানান। সে সময় উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।
প্রাথমিক ও গণশিক্ষা সচিব বলেন, জাতীয় শিক্ষাক্রম রূপরেখা ২০২১-এ প্রতিযোগিতামূলক পরীক্ষার পরিবর্তে ধারাবাহিক মূল্যায়নকে উৎসাহিত করা হয়েছে। এটির আলোকে গত বছর পরীক্ষামূলকভাবে বৃত্তি পরীক্ষা নিয়েছি। এরপর আন্তঃমন্ত্রণালয়ের সভায় বৃত্তি পরীক্ষা না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। পাশাপাশি শিশুদের উৎসাহিত করতে করণীয় নির্ধারণে কারিগরি কমিটি গঠন করেছি।
তিনি বলেন, সেখান থেকে প্রস্তাবনা এসেছে, খুদে গণিত অলিম্পিয়াড, বাংলা অলিম্পিয়াড ও বিজ্ঞান অলিম্পিয়াডের মতো কার্যক্রম করার। এ ছাড়া এক্সট্রা কো-কারিকুলাম কার্যক্রমকে উৎসাহিত করার জন্য দেশব্যাপী প্রতিযোগিতা করার। এরই মধ্যে জাতীয় শিক্ষা সপ্তাহের মধ্যে এটি যুক্ত করেছি। এর পাশাপাশি বৃত্তির পরিবর্তে আরও কী কার্যকর পদ্ধতি অবলম্বন করে শিশুদের উৎসাহিত করা যায়, সাব-কমিটি আমাদের সুপারিশ করেছে। আমরা তাদের আরও একমাস সময় দিয়েছি, সেটি দিলে পরবর্তী সিদ্ধান্ত নেব।
বিভিন্ন অলিম্পিয়াডের মাধ্যমে শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে কি না—সাংবাদিকের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে বৃত্তি নয়, তাদের উৎসাহিত করার জন্য অনুপ্রেরণামূলক আর্থিক সহায়তা ও অন্যান্য সহায়তা দেওয়া হবে।
নিজ গ্রামে পিটিআই করতে গিয়ে লোকসান: প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
এদিকে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন দাবি করেছেন, কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলায় নিজ গ্রামে পিটিআই স্থাপন হওয়ায় লোকসান হচ্ছে।
তিনি বলেন, চরাঞ্চলের শিক্ষকদের সুবিধার্থে এই পিটিআই করা হয়েছিল। সেখানে আমার পরিবারের কোনো জমি। সেখানকার জমির বর্তমান দাম সরকারি দামের (অধিগ্রহণের হার) চেয়ে তিনগুণ বেশি। প্রতিমন্ত্রী আরও বলেন, সেখানে এক শতক জমির দাম ৫ লাখ টাকা। বেশি দামের কারণে লোকজনের কাছ থেকে সেই জায়গা নিতে পারছি না (পিটিআইর জন্য)।
মন্তব্য করুন