প্রদীপ মোহন্ত, বগুড়া
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:০০ এএম
আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৪৯ এএম
প্রিন্ট সংস্করণ
ইতিহাস

ভালোবাসার নিদর্শন রূপজান বিবির সমাধি

ভালোবাসার নিদর্শন রূপজান বিবির সমাধি

সম্রাট শাহজাহান তার প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে গড়েছেন বিশ্বের অন্যতম সেরা স্থাপত্য তাজমহল। সামান্য এক ইংরেজ কর্মচারী মোগল সম্রাটের মতো মহাপ্রতাপশালী না হলেও স্ত্রীর প্রতি তার ভালোবাসা শাহজাহানের চেয়ে কম নয়। বগুড়ায় রেলস্টেশন মাস্টার সেই যুবক স্ত্রী রূপজান বিবির সমাধি সৌধ তৈরি করে তার ভালোবাসার অনন্য নিদর্শন রেখে গেছেন।

কথিত আছে, সেই সমাধি স্মৃতিসৌধে ইংরেজ যুবক রেখে গেছেন রূপজান বিবির ব্যবহার করা হীরা-জহরত আর সোনার গহনা। আর এ কারণে প্রতিদিন অসংখ্য মানুষ আসেন এই সমাধি দেখতে। ইংরেজ যুবক একটি দিঘিও খনন করেন, যা রূপজান বিবির নামে নামকরণ করেন।

শতবছর ধরে কবরে শুয়ে থাকা অনিন্দ্য সুন্দরী রূপজান বিবি এ প্রজন্মের মানুষের কাছে ভালোবাসার নিদর্শন। বগুড়া শহরের আঞ্জুমান-ই-গোরস্তানের প্রথম গেট ধরে কয়েক কদম যাওয়ার পর পূর্বে প্রাচীর ঘেঁষে শুয়ে আছেন রূপজান বিবি। কবরে শ্বেতপাথরে লেখা রয়েছে, ‘সংসারের প্রান্ত ভাগে লভিয়া জনম/দীনবেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে। প্রেমিকের অশ্রুজলে গাথা এ সমাধি;/হে পথিক কৃপানেত্রে হেরিলে বারেক/ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে।’

ইতিহাসবিদদের মতে, ব্রিটিশ শাসনামলে বগুড়া রেলস্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিষ্টান ইংরেজ যুবক। কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার সুন্দরী রূপজান বিবিকে। প্রায় ১১০ বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব। কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সব কিছু হার মানে। অনেক দেনদরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে খ্রিষ্টান যুবকের সঙ্গে বাঙালি তরুণীর বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সে সময় বগুড়ার নবাব, জমিদার ও অনেক গণ্যমান্য ব্যক্তি অংশ নেন বলে জানা যায়।

ভালোই চলছিল তাদের দাম্পত্য জীবন। কালোমেঘ ঢেকে যায় ১৯১৫ সালের ১০ মার্চ। বগুড়ায় সে সময় ভালো হাসপাতাল না থাকায় সন্তানসম্ভবা রূপজান বিবিকে বগুড়া থেকে নেওয়া হয় কলকাতায়। ১৯১৫ সালের ১০ মার্চ কলকাতায় বেদনাদায়ক মৃত্যু হয় রূপজান বিবির।

মৃত্যুর পর তার লাশ বগুড়ায় শহরের আঞ্জুমান-ই-গোরস্তানের পূর্বপাশে একখণ্ড জমি কিনে কবর দেওয়া হয়। এ সময় রূপজান বিবির ব্যবহৃত সোনার গহনা, হীরা-জহরত সব কবরে রেখে দাফন করা হয়। সে সময় পাশেই একটি দিঘি খনন করে রূপজান বিবির নামে নামকরণ করা হয়। এরপর স্টেশন মাস্টারের আর দেখা পাওয়া যায়নি।

লোক মুখে জানা যায়, রূপজান বিবির সমাধি সৌধে হীরা-জহরত সোনার গহনা রয়েছে এটা জানার পর তৎকালীন সময়ের প্রভাবশালী কাবেজ ডাকাত তার সমাধি ভেঙে অলংকার লুটের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। কারণ, সমাধিস্থল এতটাই শক্ত কংক্রিটের দ্বারা তৈরি যে, ডাকাতরা তা শত চেষ্টা করেও ভাঙতে পারেনি। এখনো অক্ষত অবস্থায় রয়েছে রূপজান বিবির সেই কবর। কিন্তু রূপজান বিবির ভালোবাসার হীরা-জহরত ভরা কবরটি থাকলেও তার নামের সেই দিঘিটি আর নেই।

বগুড়ার নিশিন্দারা এলাকার বাসিন্দা মমিনুল ইসলাম জানান, তিনি প্রায় শুক্রবার এ গোরস্তানে আসেন তার বাবার কবর জিয়ারত করতে। সে সময় তিনি একবার হলেও রূপজান বিবির কবরস্থান দেখে যান। কারণ, ভালোবাসার জন্য মানুষ কী না করতে পারে। তার প্রকৃত উদাহরণ এই কবরটি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ইতিহাস সমৃদ্ধ এ করবটি অবহেলায় পড়ে থাকতে দেখে কষ্ট লাগে।

বগুড়া নামাজগড় আঞ্জুমান-ই গোরস্তান কমিটির সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শফিকুল ইসলাম নয়ন বলেন, বাপ-দাদার মুখে শুনেছি প্রায় ১১০ বছর আগের পুরোনো কবর রূপজান বিবির। রূপজান বিবির স্বামী ইংরেজ বাবু বগুড়া রেলস্টেশন মাস্টার ছিলেন। ভিনদেশি এক যুবকের ভালোবাসার আমানত কবরটি নতুন করে সংস্কারের উদ্যোগ নিয়েছি আমরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যাটারিচালিত রিকশা নিয়ে দ্বন্দ্ব, থমথমে সিলেট নগরী

হজের খরচ কমছে, প্যাকেজ ঘোষণা আজ

সমাবেশে প্রাণহানির ঘটনায় থালাপতি বিজয়ের প্রতিক্রিয়া

আজ থেকে নির্বাচনী সংলাপ শুরু

২৮ সেপ্টেম্বর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

নির্বাচন প্রলম্বিত করলে স্বৈরাচার ফেরার রাস্তা তৈরি হবে : ডা. জাহিদ 

রাজধানীতে আজ কোথায় কী

২৮ সেপ্টেম্বর : আজকের নামাজের সময়সূচি

বিজয়ের জনসভায় পদদলিত হয়ে ৩৬ মৃত্যু, নেপথ্যে যত কারণ

চট্টগ্রামকে সম্প্রীতির শহর হিসেবে গড়ে তুলতে চাই : সিটি মেয়র

১০

দুর্নীতির অভিযোগে চবির ২ সহকারী রেজিস্ট্রার বরখাস্ত

১১

দুর্গাপূজার নিরাপত্তায় পুলিশের সর্বাত্মক প্রস্তুতি রয়েছে : ডিআইজি রেজাউল

১২

সোমবার দেশে ফিরছেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি মালিক

১৩

মৌলভীবাজারের ৩২৩ পূজামণ্ডপে তারেক রহমানের উপহার 

১৪

থালাপতি বিজয়ের সভায় মৃত্যুমিছিল, মোদি-রাহুলের শোকপ্রকাশ

১৫

জাতিসংঘে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাকে ‘বাথরুমে’ লাঞ্ছিতের অভিযোগ

১৬

ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে নেপালের নতুন ইতিহাস

১৭

তরুণ ভোটারদের সঙ্গে মতবিনিময় বিএনপি নেতা আনোয়ারুজ্জামানের

১৮

দেবীর বোধনে দুর্গাপূজার আনুষ্ঠানিকতা শুরু

১৯

কলেজ ছাত্রীর মৃত্যুর ঘটনায় ছাত্রশিবিরকে জড়িয়ে মিথ্যাচারের প্রতিবাদ

২০
X