চলমান এশিয়া কাপের সুপার ফোরে মুখোমুখি হয়েছিল ভারত-পাকিস্তান। সেই ম্যাচে ব্যাট হাতে দারুণ ফিফটি হাঁকিয়ে ‘গানশট’ উদযাপন করেন পাকিস্তানের সাহিবজাদা ফারহান। তার এই উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। তারা অভিযোগ জানায় আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে। পাক এই ক্রিকেটার দুই ভারতীয় ক্রিকেটারেরই উদাহরণ টেনে দাবি করেন, ‘গানশট’ উদযাপনের মধ্য দিয়ে তিনি কোনো রাজনৈতিক বার্তা দিতে চাননি।
ভারতের অভিযোগের প্রেক্ষিতে ফারহানের কাছে তার উদযাপনের ব্যাখ্যা চায় আইসিসি। শুনানিতে পাকিস্তানের ব্যাটার দাবি করেন, তার উদযাপন ক্রিকেটীয় রীতির মধ্যেই পড়ে। তার মধ্যে কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না। তিনি বলেন, ‘অতীতে মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলিও ‘গানশট’ উদযাপন করেছেন।’
ফারহান দাবি করেন, শুধু এবারই প্রথম নয় এর আগেও অনেক ক্রিকেটার এভাবে উদযাপন প্রকাশ করেছে। এই ধরনের উদযাপন ক্রিকেট সংস্কৃতিতে রয়েছে। তিনি আলাদা কোনও রাজনৈতিক বার্তা দিতে চাননি। ফারহানের এমন ব্যাখ্যায় অবশ্য আইসিসি তাকে আর শাস্তি দেয়নি। শুধুমাত্র সর্তক করা হয়েছে এই পাক ক্রিকেটারকে।
এর আগে, পাক দুই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ জানায় ভারত। পাকিস্তান ক্রিকেটারদের ‘ভারতবিদ্বেষী’ উদযাপন ভালো চোখে দেখেনি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। ভারত-পাকিস্তান ম্যাচে পাক ওপেনার সাহিবজাদা ফারহান এবং পেসার হারিস রউফের বিরুদ্ধে আইসিসির কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানায় ভারত।
সুপার ফোরে ভারত–পাক ম্যাচে রউফ ইশারা করেন, উড়তে উড়তে আচমকাই ভেঙে পড়ছে যুদ্ধবিমান। তারপর হাতের ছয় আঙুল দেখান। আসলে অপারেশন সিঁদুরের সময় ছটি ভারতীয় যুদ্ধবিমান ধ্বংস হয়েছিল বলে দাবি করা হয় পাকিস্তানের পক্ষ থেকে। রউফের এমন সেলিব্রেশন ‘ভারতবিদ্বেষী’ বলে মনে করে বিসিসিআই।
শুধু রউফ নন, পাক ওপেনার সাহিবজাদা ফারহানের সেলিব্রেশন নিয়েও বিতর্ক বাঁধে। সুপার ফোরের ম্যাচে ভারতের বিপক্ষে অর্ধশতক হাঁকিয়ে ব্যাট উঁচিয়ে গুলি চালানোর ভঙ্গি করেন পাক ব্যাটার। তার এই উদযাপনেও অসন্তোষ বিসিসিআই।
মন্তব্য করুন