রবিবার, ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৭ মাঘ ১৪৩২
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০০ এএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১১:১৭ এএম
প্রিন্ট সংস্করণ

পাচারের জন্য অপহরণ করা হয় শিশু হিসানকে

চক্রের ৪ সদস্য গ্রেপ্তার
পাচারের জন্য অপহরণ করা হয় শিশু হিসানকে

রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেরার পথে মায়ের কাছে পানি পান করতে চাওয়াই কাল হয়ে দাঁড়ায় তিন বছরের হিসান রহমানের। সন্তানকে রিকশায় রেখে পানি আনতে গেলে চালক কৌশলে শিশুটিকে নিয়ে পালিয়ে যায়। র‌্যাবের ধারণা, পাচারের উদ্দেশ্যেই হিসানকে অপহরণ করা হয় এবং ঘটনার পরপরই তাকে এক আত্মীয়ের মাধ্যমে গ্রামের বাড়িতে পাঠিয়ে দেন রিকশাচালক। আলোড়ন তৈরি করা এই ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে অপহরণকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী।

গ্রেপ্তাররা হলো রিকশাচালক চাঁন মিয়া, তার বাবা নূর মোহাম্মদ, মা চাঁন মালা ও স্ত্রী কুলসুম বেগম।

উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী জানান, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে হিসানকে নিয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে যান মা সুমাইয়া আক্তার। চিকিৎসা শেষে মৌচাক মার্কেটের উদ্দেশে একটি ব্যাটারিচালিত অটোরিকশায় ওঠেন তারা। কিছুদূর যাওয়ার পর হিসান পানি পান করতে চাইলে মা তাকে রিকশায় রেখে পানি আনতে যান। তখন রিকশাচালক চাঁন মিয়া শিশুটিকে নিয়ে দ্রুত পালিয়ে যায়।

র‌্যাব জানায়, অপহরণের পর চাঁন মিয়া শিশুটিকে পাচারের জন্য ঢাকার বাইরে পাঠানোর পরিকল্পনা করে। নিকট আত্মীয় আজাদের মাধ্যমে তাকে পাঠায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাড়িতে। তদন্তকারীদের ধারণা, পার্শ্ববর্তী দেশে পাচারের উদ্দেশ্যেই এই অপহরণ।

সংবাদ সম্মেলনে র‌্যাবের মুখপাত্র বলেন, ‘ভুক্তভোগী মা দীর্ঘ সময় খোঁজাখুঁজি করেও শিশু সন্তানকে না পেয়ে মুগদা থানায় অপহরণ মামলা করেন। এরপর র‌্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখা, র‌্যাব-৩ ও র‌্যাব-১৩ যৌথভাবে অভিযান শুরু করে। বৃহস্পতিবার রাতে ঢাকার ওয়্যারলেস গেট গ্র্যান্ড প্লাজা এলাকা থেকে চাঁন মিয়াকে এবং গাইবান্ধার পলাশবাড়ী বাসস্ট্যান্ড এলাকা থেকে তার বাবা-মা ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।’

র্যাবের এক কর্মকর্তা জানান, গ্রেপ্তার চাঁন মিয়ার বিরুদ্ধে আগেও একাধিক অপরাধের তথ্য রয়েছে। তার বিরুদ্ধে গাইবান্ধা থানায় নিজের সন্তান হত্যার অভিযোগে মামলা ছিল, যার কারণে তিনি কিছুদিন কারাগারেও ছিলেন। জামিনে মুক্ত হয়ে ঢাকায় এসে বসবাস শুরু করেন এবং এর আগে মাদকসহ গ্রেপ্তার হন।

তদন্ত সংশ্লিষ্ট এক র্যাব কর্মকর্তা বলেন, ‘গ্রেপ্তার চার আসামি জিজ্ঞাসাবাদে অপহরণের বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য দিয়েছে। তবে অর্থের লোভে অপহরণ হলে শিশুর পরিবারকে খুঁজে বের করে মুক্তিপণ দাবি করা হতো। সেই আলামত না থাকায় পাচারের উদ্দেশ্যই তদন্তে বেশি গুরুত্ব পাচ্ছে।’

জানা গেছে, হিসানের বাবা সুইজারল্যান্ড প্রবাসী। পরিবারটি আগে সেখানেই বসবাস করত। প্রায় এক বছর আগে মা ও সন্তানরা দেশে ফিরে রাজধানীর সবুজবাগ দক্ষিণগাঁও এলাকায় ভাড়া বাসায় বসবাস শুরু করে। সুমাইয়া আক্তার পেশায় একজন ফিজিওথেরাপিস্ট।

ঘটনার বর্ণনায় শিশুটির মা সুমাইয়া আক্তার মিলি বলেন, ‘আমি রিকশা থেকে নেমে একটু দূরে পানি কিনছিলাম। রিকশাওয়ালা আমাকে বলেছিল, বাচ্চাটা নামতে চাচ্ছে না, আপনি বিল দিয়ে আসেন। কয়েক সেকেন্ডের মধ্যেই দেখি রিকশা আর আমার ছেলে নাই।’

মুগদা থানার ওসি শরিফুল ইসলাম জানান, শিশু হিসান অপহরণের ঘটনায় গ্রেপ্তার চার আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে। আজ শনিবার তাদের আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হবে। এই চক্রের অন্য সদস্য ও অপহরণের প্রকৃত উদ্দেশ্য জানতে নিবিড় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে সর্বোচ্চ চেষ্টা থাকবে বিএনপির : ডা. রফিক 

মাকে কুপিয়ে হত্যার পর রাস্তায় ফেলে গেল ছেলে

নরসিংদী-৩ আসনে ধানের শীষের উঠান বৈঠকে নারী-পুরুষের ঢল

মুফতি মনির কাসেমীকে দেড় লাখ টাকা জরিমানা

যারা বছরের পর বছর গুপ্ত ছিলো তারা আমাদের গুপ্ত বলছে : জামায়াত আমির

ভোটারই গণতন্ত্রের প্রকৃত শক্তি

আরও কমিয়ে জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ

মার্কিন দূতাবাসের নতুন নির্দেশনা

সৌদি-পাকিস্তান প্রতিরক্ষা চুক্তিতে যোগ দিচ্ছে না তুরস্ক

তরুণদের সঙ্গে নিয়ে বিশ্বমানের চট্টগ্রাম গড়ব : সাঈদ আল নোমান

১০

নেতা হ্যাঁ ভোট চেয়েছে, কর্মীরা না ভোট চাইলে তাদের বলবেন ‘গুপ্ত’ : আসিফ মাহমুদ

১১

বিএনপি ছাড়া বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কেউ নাই : ড. জালাল

১২

বাংলাদেশের মানুষ ধানের শীষের পক্ষে থাকবে : তারেক রহমান

১৩

গণতন্ত্রের রূপকার খালেদা জিয়া, বাহক তারেক রহমান : বুলু

১৪

দেড় বছরে ঢাবিতে ৪১টি কার্যক্রমের উদ্বোধন

১৫

লিচুবাগান থেকে গানপাউডার ও ককটেল তৈরির সরঞ্জাম উদ্ধার

১৬

নির্বাচিত হলে চাঁদাবাজি ও দখল বন্ধ করা হবে : রবিউল বাশার

১৭

জিম্বাবুয়েকে ধসিয়ে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান সমাপ্তি 

১৮

প্রচারণায় যাওয়ার সময় জামায়াতের ১৫ নেতাকর্মী নিয়ে ডুবে গেল নৌকা

১৯

আ.লীগ নেতা আব্দুর রাজ্জাক গ্রেপ্তার

২০
X