মাহমুদ দারবিশ
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৩, ০৬:১১ পিএম
আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১১:১৪ এএম
অনলাইন সংস্করণ

মাহমুদ দারবিশের কবিতা ‘পরিচয়পত্র’

ইসরায়েলিদের অত্যাধুনিক অস্ত্রের সামনে পাথর ছুঁড়ছেন ফিলিস্তিনিরা। পুরনো ছবি
ইসরায়েলিদের অত্যাধুনিক অস্ত্রের সামনে পাথর ছুঁড়ছেন ফিলিস্তিনিরা। পুরনো ছবি

লিখে রাখুন আমি আরব একজন আর আমার কার্ডের সংখ্যা পঞ্চাশ হাজার আট ছেলেমেয়ে আমার আর নবম শিশুটি আসছে গ্রীষ্মের পরেই। তা নিয়ে রাগ দেখানোর কী আছে?

আরও লিখে রাখুন। আমি আরব একজন কঠোরশ্রমী কমরেডদের সঙ্গে কোয়ারিতে পাথর কাটি। আমার আট ছেলেমেয়ে তাদের জন্য যেভাবেই পারি রুটির টুকরো বাঁচিয়ে রাখি, পাথর কুঁদে জামাকাপড় আর বইখাতা কিনি তবু আপনার দরজায় এসে ভিক্ষে করি না, আপনার দরজার চৌকাঠে এসে মাথা নোয়াই না। তা নিয়ে রাগ দেখানোর কী আছে?

আরও লিখে রাখুন। আমি আরব একজন । আমার নামের সামনে কোনো খেতাব নেই, যেখানে সবকিছু ক্ষোভের ঘূর্ণিস্রোতে পাক খায় সেখানে আমি বড় ধৈর্য্যশীল মানুষ। আমার শেকড় শক্ত করে গেঁথে গেছে সময়েরও জন্মের আগে যুগটা পুঁজিবাদী হওয়ার আগেই সাইপ্রেস আর জলপাই গাছগুলোরও আগে, আগাছা বাড়বাড়ন্ত হওয়ারও আগে। আমার বাবা চাষাপরিবারেরই একজন অভিজাত বা ডাকসাইটে কেউ নয়। আর আমার বাবার বাবা ছিলেন চাষা কোনো যোগসূত্র বা বংশপঞ্জি নেই। অক্ষরজ্ঞানের আগেই আমাকে ধারণা দিয়েছেন ওই দাম্ভিক সূর্যটা সম্পর্কে আর আমার বাড়িটা আসলে দরোয়ানেরই একটি ঘর। নলখাগড়া ও বেতের বেড়া-দেওয়া। আমার কুলজি কি তুষ্ট করলো আপনাকে? আমি একটা নাম যার কোনো খেতাব নেই।

লিখে রাখুন। আমি আরব একজন। চুলের রং: ঘন কালো। চোখের রং: বাদামি।

শনাক্তকারী চিহ্ন: মাথার উপর কেফিয়ের ঠিক উপরে যে ’ইকাল শিরাটি যেই ছুঁতে যায় তাকেই খামচে দেয়।

ঠিকানা: এক গ্রাম থেকে এসেছি, প্রত্যন্ত এলাকা, ভুলে গেছি গ্রামের অলিগলির কোন নাম নেই আর সব মানুষই মাঠেময়দানে আর পাথরের কোয়ারিতে। তা নিয়ে রাগ দেখানোর কী আছে, বলুন?

লিখে রাখুন। একজন আরব আমি। আপনি আমার পিতৃপুরুষের আঙুর বাগান ছিনিয়ে নিয়েছেন আর কেড়ে নিয়েছেন জমিজমা ছেলেমেয়েদের নিয়ে যাতে আবাদ করতাম আমি আর আপনি আমাদের জন্য আমাদের নাতিপুতিদের জন্য কিছুই রাখেননি, এইসব পাথুরে পাহাড় ছাড়া। আপনার সরকার তাও কি ছিনিয়ে নেবে আপনার সরকার যেমনটা বলে থাকে?

তাহলে! প্রথম পৃষ্ঠার একেবারে ওপরে লিখে রাখুন: মানুষকে আমি ঘেন্না করি না, কারো সম্পত্তিতে আমি নাকও গলাই না। আর তারপরও যদি আমাকে উপোষই করতে হয় দখলদারদের মাংস চিবিয়ে খাব আমি। আমার ক্ষুধা আর আমার ক্রোধের হাত থেকে সাবধান, খুব সাবধান!

[ ফিলিস্তিনের বিখ্যাত কবি মাহমুদ দারবিশ ১৯৪৮ সালে ইসলায়েলি দখলদারিত্বে উদ্বাস্তু হয়ে পরিবারের সঙ্গে লেবাননে আশ্রয় নেন। পরবর্তীতে ফিলিস্তিনি নেতা ইয়াসিন আরাফাতের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি আন্দোলনে যোগ দেন। কিন্তু ১৯৯৩ সালে অসলো চুক্তির পর দারবিশ দল থেকে বের হয়ে যান। তারমতে, ওই চুক্তিতে ফিলিস্তিনিদের পক্ষে কোনো ন্যায়বিচার ছিল না।

রাজনৈতিক তৎপরতার কারণে ১৯৬১, ১৯৬৫ এবং ১৯৬৭ সালে জেলে গিয়েছিলেন। এ ছাড়া ১৯৯৪ সালে দারবিশ ফিলিস্তিনের রামল্লায় ফিরে গেলে ইসরায়েলি সৈন্যরা তাকে গৃহবন্দি করে রাখে।

২০০৮ সালে মৃত্যু পর্যন্ত দারবিশ ফিলিস্তিনি মুক্তিযোদ্ধাদের সঙ্গে মাঠে ছিলেন। তবে শেষ জীবনে তিনি লড়েছেন সাহিত্যের মাধ্যমে, কবিতা দিয়ে। ]

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরাও এক আসন থেকে সরে দাঁড়ালেন জামায়াত প্রার্থী

গভীর রাতে বিসিবি সভাপতি বুলবুলের দেশ ছাড়ার গুঞ্জন!

ডাকসু নিয়ে বিতর্কিত বক্তব্য : দুঃখ প্রকাশ সেই জামায়াত নেতার

আর্সেনালকে হারিয়ে প্রিমিয়ার লিগ জমিয়ে তুলল ম্যানইউ

তৌহিদ হোসেন ও ইসহাক দারের ফোনালাপ

ইয়ামালের অসাধারণ গোলে আবারও লা লিগার শীর্ষে বার্সা

ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রীকে হত্যা করা হয়েছে, দাবি তার ভাইয়ের

কিশোরদের কানে ধরে ওঠবস বিতর্ক, ব্যাখ্যা দিলেন ডাকসুর সর্বমিত্র

বাগেরহাটের ডিসি-এসপিকে ফোন করে হুমকি

বিএনপির জনসভার ১৮টি মাইক, ৫ কয়েল তার চুরি

১০

দুস্থ মানুষের পাশে দাঁড়ানোই বিএনপির রাজনীতি : রিজভী

১১

সিরাজগঞ্জে বুদ্ধিস্ট ফেডারেশনের শীতবস্ত্র বিতরণ

১২

তারেক রহমানই বাংলাদেশকে সামনে এগিয়ে নিতে পারবেন :  সালাম

১৩

খালেদা জিয়ার মৃত্যুতে ঢামেকে শোক বই, উদ্বোধন করলেন ড্যাব সভাপতি 

১৪

শাকিবের গ্রিন কার্ড পাওয়ার ‘গোপন’ খবর ফাঁস করলেন অমিত হাসান

১৫

ইসিকে নিরপেক্ষতা ও স্বচ্ছ ভোট গণনা নিশ্চিত করতে হবে : রবিউল

১৬

ঢাবির মাঠে খেলতে আসায় কানে ধরালেন ডাকসুর সর্বমিত্র

১৭

সোমবার গ্যাস থাকবে না যেসব এলাকায়

১৮

তারেক রহমানের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই : মঈন খান

১৯

মাদুরোকে গ্রেপ্তারে মার্কিন অভিযানের চাঞ্চল্যকর তথ্য ফাঁস

২০
X