কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ০৬:১০ পিএম
অনলাইন সংস্করণ

রাজধানীর বাজারে নিত্যপণ্যের দামে ভোক্তার অস্বস্তি

পুরোনো ছবি
পুরোনো ছবি

গত কয়েকদিন ধরে বাজারে বেশকিছু সবজির দাম ওঠানামা করছে। তবে অধিকাংশ সবজি আগের দামেই বিক্রি হচ্ছে। এতে সবজির বাজারে স্বস্তি পাচ্ছে না ভোক্তারা। তবে মাছ, মুরগি ও ডিমের দাম কিছুটা কম। অপরদিকে এখনো চড়া দামে বাজারে চাল পেঁয়াজ ও আলু বিক্রি হচ্ছে।

রোববার (২৫ আগস্ট) রাজধানীর শ্যামবাজার, নিউমার্কেট কাঁচাবাজার, হাতিরপুল, কারওয়ান বাজারসহ অন্যান্য বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

নিউমার্কেট কাঁচাবাজারের ব্যবসায়ী জাকির হোসেন বলেন, সবজির দাম যেগুলো বাড়ার, স্বাভাবিকভাবেই সেগুলো বেড়েছে। বৃষ্টি ও বন্যার কারণে সবজির দাম কিছুটা বেশিই থাকে। ইতোমধ্যে একদিনের ব্যবধানে কাঁচামরিচের দাম কমেছে ৮০ টাকা। আজ কেজি প্রতি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২২০ টাকায়।

রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বেগুন মান ভেদে ৭০ টাকা থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ ২০০ টাকা, করলা ৬০ টাকা, ঢেঁড়শ, চিচিঙ্গা, পটোল, ধুন্দল, পেঁপে বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে। পাকা টমেটোর কেজি প্রকারভেদে ১৪০ থেকে ১৫০ টাকা এবং গাজরের কেজি ৯০ টাকা। লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ৬০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা।

হাতিরপুল বাজারে বাজার করতে আসা মো. মহিউদ্দিন বলল, বাজারে আগের দামেই সবজি বিক্রি হচ্ছে। কিন্তু এ দাম আমাদের ক্রয় ক্ষমতার বাইরে। বাজারের প্রতিদিনই কোনো না কোন জিনিসের দাম বাড়ছে । ফলে আমাদের মতো নিম্ন আয়ের মানুষেরা বিপাকে পড়েছে। এদিন ব্রয়লার মুরগির প্রতি কেজি ১৬০ থেকে ১৭০ টাকা, সোনালি মুরগি ২৬০ থেকে ২৮০ টাকা এবং দেশি মুরগি ৫৪০ টাকা থেকে ৫৭০ টাকায় বিক্রি করা হচ্ছে। ডিম ডজন প্রতি ১৫০ থেকে ১৬০ টাকা বিক্রি হচ্ছে। তবে বাজার ভেদে রয়েছে দামের পার্থক্য।

নিউমার্কেট কাঁচাবাজারের মুরগি ব্যবসায়ী মো.কামাল বলেন, দেশের বিভিন্ন স্থানে বন্যার কারণে চাহিদার তুলনায় সরবরাহ কম থাকলেও রাস্তা-ঘাটে চাঁদাবাজি নেই। তাছাড়া পাইকারি বাজারে শিক্ষার্থীদের নিয়মিত মনিটরিং এর ফলে পাইকারি ও খুচরা বাজারে আগের দামেই মুরগী বিক্রি হচ্ছে। রাজধানীর নিত্যপণ্যের বিভিন্ন বাজারে গরুর মাংসের কেজি প্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংসের কেজি প্রতি ১ হাজার টাকা এবং খাসির থেকে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এদিন মাছের বাজার ঘুরে দেখা যায়, দেড় কেজি ওজনের রুই মাছ প্রতিকেজি ৩৪০ থেকে ৩৫০ টাকায়, আড়াই কেজি ওজনের রুই মাছ প্রতিকেজি ৪০০ থেকে ৪২০ টাকায় বিক্রি হচ্ছে। দাম কমে প্রতিকেজি পাঙ্গাশ সাইজভেদে ১৮০ থেকে ২০০ টাকায় এবং তেলাপিয়া মাছ প্রতিকেজি ২২০ থেকে ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। আগের মতো উচ্চ দরেই বিক্রি হচ্ছে চাল পেঁয়াজ আলু। চালের বাজার ঘুরে দেখা যায় বাজারে মিনিকেট ৭২ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, মোটা চাল ৫২ টাকায়, লাল বোরোধানের চাল ৯০ টাকা, সুগন্ধি চিনিগুঁড়া পোলার চাল ১৪০ টাকায় বিক্রি করা হচ্ছে। বাজারে পেঁয়াজের দাম অপরিবর্তিত থাকলেও আলুর দাম কিছুটা কমেছে। প্রতিকেজি ৫ টাকা কমে মান ভেদে ৫৫ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে। কেজি প্রতি দেশি পেঁয়াজ এখন ১১০-১২০ টাকা, রসুন ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোটের অধিকার পুনরুদ্ধারই জাতির একমাত্র লক্ষ্য : গয়েশ্বর

ঘুষি মেরে বিমানের মনিটর ভেঙে ফেললেন লন্ডন প্রবাসী

ইসরায়েলের যে কারাগারে বন্দি শহিদুল আলম

আফগানিস্তানে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, টিটিপি প্রধান নিহতের গুঞ্জন

বিকট বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল

এককভাবে সরকার গঠন করবে বিএনপি : এমরান চৌধুরী

‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন না হলে রংপুর অচল করে দিতে বাধ্য হবো’

নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র সহ্য করা হবে না : লায়ন ফারুক

ট্রেনে কাটা পড়ে যুবকের পা বিচ্ছিন্ন

বৃহত্তর মিরপুরে সম্মিলিত খতমে নবুওয়ত ওলামা সম্মেলন অনুষ্ঠিত

১০

দেশ বাঁচাতে হলে বিএনপির বিকল্প নেই : টুকু

১১

গোলটেবিল বৈঠকে বক্তারা / বস্তিবাসী ও শহীদ পরিবারের ন্যায্য দাবি মেনে নিন

১২

মা-মেয়েকে গলা কেটে হত্যা

১৩

রাজধানীতে ১৭ ছাত্র সংগঠনের সঙ্গে জাগপা ছাত্রলীগের বৈঠক

১৪

হাত-মুখ বেঁধে শিশুকে ধর্ষণ, যুবককে খুঁজছে পুলিশ

১৫

এনসিটিবির নামে ‘নকল’ ছাপাখানা, আটক ৫ 

১৬

পচা চাল ক্রয়, বাচ্চু মিয়াকে বাধ্যতামূলক অবসর

১৭

শহিদুল আলমসহ নৌবহর থেকে আটক ব্যক্তিদের কারাগারে বন্দি

১৮

পা হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন আইসক্রিম বিক্রেতা রফিকুল

১৯

গুণগত শিক্ষা ও স্বাস্থ্যসেবা তারেক রহমানের অঙ্গীকার : সাঈদ

২০
X