কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ অক্টোবর ২০২৪, ০২:৫৪ এএম
আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ০৮:৩২ এএম
অনলাইন সংস্করণ

অটোমেটেড মেশিনের দিকে ঝুঁকছে পোশাক কারখানার মালিকরা

পুরোনো ছবি
পুরোনো ছবি

আগামী দুই বছরের মধ্যে দেশের ৮০ শতাংশ পোশাক কারখানার মালিকরা অটোমেটেড বা স্বয়ংক্রিয় মেশিন ক্রয় করার পরিকল্পনা করছে। এই সময়ে বিগত সময়ের তুলনায় অটোমেশন ১৩ শতাংশর অধিক বৃদ্ধি পাবে। এতে প্রতি মেশিনে ১ থেকে ৬ জন শ্রমিক যুক্ত হতে পারে। বর্তমানে গড়ে কর্মরত দুই হাজার ২৫০ শ্রমিকদের মধ্যে মাত্র ৫০০ জন শ্রমিক এই অটোমেশন প্রক্রিয়ায় যুক্ত হতে পারে।

অটোমেশনের অধিক দক্ষতা ও তুলনামূলক কম উৎপাদন খরচের কারণে আগের চেয়ে ২২ শতাংশ উৎপাদন বাড়তে পারে। তবে উৎপাদন বাড়লেও বিপুল সংখ্যক শ্রমিক অটোমেশনে যুক্ত হতে না পারার সম্ভাবনা থাকায় এই শিল্পে বেকারত্বের সংখ্যা বাড়বে।

সোমবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানের একটি হোটেলে সংলাপ অনুষ্ঠানে এই তথ্য তুলে ধরা হয়। এতে ’ভবিষ্যতমূখী পোশাক শিল্প: টেকসই বৃদ্ধির জন্য অটোমেশন ও শ্রমিকদের সুরক্ষা নিশ্চিতকরণ’ শীর্ষক মূল উপস্থাপনা তুলে ধরেন লাইটক্যাসল পাটনার্স এর সহ-প্রতিষ্ঠাতা ও পরিচালক জাহেদুল আমিন।

উপস্থাপনায় বলা হয়, দেশের পোশাক কারখানার ২৬৭ জন কারখানার মালিক, বিদেশী ক্রেতা ও পোশাক শ্রমিকদের সাক্ষাতকারের ভিত্তিতে সম্প্রতি একটি জরিপ পরিচালনা করা হয়। ২০২৩ সালের ৫ ফেব্রুয়ারি থেকে ২০২৩ সালের ৮ এপ্রিল সময়কালীন ঢাকা ভিত্তিক ২০ টি পোশাক কারখানার উপর জরিপ করা হয়। জরিপে এই বিষয়গুলো উঠে আসে। শিমি টেকনোলজি (Shimmy Technology) নামে একটি দক্ষতা উন্নয়ন প্রতিষ্ঠানের তথ্য সূত্রে এই চিত্র পাওয়া গেছে।

পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ ও ইন্টারন্যাশনাল বিজনেস কনসালট্যান্ট প্রতিষ্ঠান লাইটক্যাসল পার্টনার্স যৌথভাবে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের অংশগ্রহণে এই সংলাপের আয়োজন করে। টেকসই প্রবৃদ্ধি অর্জন ও শ্রমিকদের সুরক্ষায় অটোমেশনের প্রভাব ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় ও সুপারিশসমূহ তুলে ধরতে এই সংলাপের আয়োজন করা হয়।

সংলাপটি সঞ্চালনা করেন পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান ড. এম. মাসরুর রিয়াজ। স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশস্থ এশিয়া ফাউন্ডেনের কান্ট্রি রিপ্রেজেনেন্টেটিভ কাজী ফয়সাল বিন সিরাজ।

অনুষ্ঠানে জানানো হয়, এশিয়ান প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এপিও) এর ২০২০ সালের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি শ্রমিকদের উৎপাদনশীলতার গড় লেভেল ৯.২ শতাংশ। ২০১৫ সাল থেকে ২০২০ সাল পর্যন্ত বাংলাদেশী শ্রমিকদের উৎপাদনশীলতার গড় হার ৫.১ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে। কিন্তু ২০১৯ থেকে ২০২০ সাল পর্যন্ত -এই এক বছরে এই হার কমে ২.২ শতাংশে এসে দাঁড়িয়েছে। যেখানে একই সময়ে ভিয়েতনামে ৪.৪ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে। অতিদক্ষতা ও অটোমেশিনের সমন্বয়ের কারণেই ভিয়েতনামে এটা সম্ভব হয়েছে।

উপস্থাপনায় উল্লিখিত জরিপের সূত্র উল্লেখ করে বলা হয়, সাক্ষাতপ্রদানকারীদের মধ্যে দেশের ৯৩ শতাংশ অপারেটর অটোমেটেড মেশিনে যুক্ত হয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। একই সঙ্গে ৭০ শতাংশ নারী অপারেটর আধুনিক মেশিনের মাধ্যমে নতুনভাবে দক্ষ হতে আগ্রহী।

এই বিবেচনায় অনুষ্ঠানে মূল উপস্থাপনায় এই শিল্পে আশংকার পাশাপাশি সম্ভাবনার দিকটিও তুলে ধরা হয়। এতে জানানো হয়, প্রথাগতভাবে কাজ করলে বেকারত্ব বাড়লেও মেশিনগুলি প্রকৌশল, প্রোগ্রামিং এবং রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে কর্মীদের দক্ষ করে তুললে নতুন সুযোগ ও সম্ভাবনা তৈরি হতে পারে।

এতে বক্তব্য রাখেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি এর উপ-উপাচার্য প্রফেসর ড. ইঞ্জিনিয়ার আইয়ূব নবী খান, প্রাইস ওয়াটার হাউজ কুপারস (পিডব্লিওসি)-বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামস জামান, টেকনোহেভেন কোম্পানি লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ এন করিম, বাংলাদেশ ইনভেস্টমেন্ট ডেভলপমেন্ট অথরিটি (বিডা) এর সাবেক নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিন ও সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।

আলোচনায় বক্তারা এই শিল্পকে এগিয়ে নিতে শিল্প নেতৃবৃন্দের প্রতি কিছু সুপারিশ তুলে ধরেন। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে: কর্মপরিবেশের নিরাপত্তাজনিত ঝুঁকি বিবেচনায় ও শ্রমিকদের দক্ষতা আনয়নে আপডেটেড বা অগ্রসর প্রযুক্তি ক্রয় করা, শ্রমিকদের আপস্কেলিং ও রিস্কেলিং করা, শ্রমিক সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে পোশাক কারখানায় কার্বন নির্গমন কমিয়ে আনতে সার্কুলারিটির উপর গুরুত্ব দেওয়া ইত্যাদি।

প্রসঙ্গত রপ্তানি উন্নয়ন ব্যুরোর ২০২৩ সালের তথ্য অনুযায়ী- বর্তমানে তৈরি পোশাক রপ্তানিতে বিশ্বে একক দেশ হিসেবে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। একই সূত্র অনুযায়ী, বাংলাদেশ ২০২৩-২০২৪ অর্থবছরের ফেব্রুয়ারি পর্যন্ত ৪৭ বিলিয়ন মার্কিন ডলার মূল্যের পোশাক রপ্তানি করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য সূত্রে ২০২৩ অর্থবছরে এই খাতে জিডিপির অবদান ১০. ৩৫ শতাংশ।এই শিল্পে কর্মরত রয়েছেন ৪ মিলিয়নের বেশি বা ৪০ লাখের অধিক পোশাক শ্রমিক। যাদের ৬০ শতাংশই নারী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাকসু ভবনকে ‘ভাতের হোটেল’ ঘোষণা আন্দোলনরত শিক্ষার্থীদের

৭ দিন ধরে খোঁজ মিলছে না এসএসসি ফলপ্রার্থী রিয়ামনির

আট মামলার আসামিকে গুলির পর কুপিয়ে হত্যা

রাসিকের ৮০৬ কোটি টাকার বাজেট অনুমোদন

চাল না পেয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ভুক্তভোগীরা

চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক হতে হবে : আব্দুল হালিম

গণসংহতি আন্দোলনের কার্যালয়ের পাশে ককটেল বিস্ফোরণ, তাৎক্ষণিক বিক্ষোভ

আগামী বছরের শুরুতেই নির্বাচন, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীকে ড. ইউনূস

স্ত্রী-সন্তানসহ প্রবাসীর মৃত্যু, কেয়ারটেকারকে ঘিরে সন্দেহ

৪৪তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

১০

শাহজালাল বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তায় ৬ নির্দেশনা

১১

খালসহ ১০টি জলমহাল উন্মুক্ত করলেন খুলনার জেলা প্রশাসক

১২

৩০ আগস্ট ইতালির প্রধানমন্ত্রী ঢাকায় আসছেন

১৩

জুলাই শহীদদের স্মৃতি স্মরণে ছাত্রদলের মোমবাতি প্রজ্বলন

১৪

বছর ঘুরে ফিরল সেই জুলাই 

১৫

৩৬ জুলাই বিপ্লব ও নির্মম নির্যাতনের মধ্যেও বেঁচে ফেরার গল্প

১৬

৫০ কোটি টাকা আত্মসাৎ / এস আলম পরিবারের তিন সদস্যসহ ২৬ জনের বিরুদ্ধে দুই মামলা

১৭

খুবির দুই শিক্ষার্থীর বিরুদ্ধে জুলাই আন্দোলনকে কটাক্ষের অভিযোগ

১৮

রাজশাহীতে ঐতিহাসিক ‘সান্তাল হুল’ দিবস উদযাপন

১৯

২৯৫ জন অস্থায়ী কর্মীকে স্থায়ী করল চসিক

২০
X