কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ জুন ২০২৫, ০৪:৪৬ পিএম
আপডেট : ২৯ জুন ২০২৫, ০৪:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

এনবিআরের আন্দোলনকারীদের সঙ্গে আজ বৈঠক হবে না : অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত
অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। ছবি : সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আন্দোলনরত কর্মকর্তাদের সঙ্গে আজ কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, যদি কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চান, তাহলে তারা তা করতে পারেন।

রোববার (২৯ জুন) অর্থ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

অর্থ উপদেষ্টা জানান, এনবিআরের চলমান আন্দোলন নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা হয়েছে। এ বিষয়ে একটি প্রেস রিলিজের মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

এর আগে এনবিআরের একটি সূত্র জানিয়েছিল, অচলাবস্থা নিরসনে রোববার বিকেল ৪টায় অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তা-কর্মচারীরা। অর্থ উপদেষ্টার কার্যালয়ে এই বৈঠক হবে।

এদিকে চলমান আন্দোলনের অংশ হিসেবে আজ রোববারও ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালিত হয়েছে। এনবিআর সংস্কার রোধ এবং চেয়ারম্যানের অপসারণের দাবিতে ‘এনবিআর সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের প্রধান কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। এতে সরকারের রাজস্ব আদায়ের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

আন্দোলনের কারণে বন্ধ রয়েছে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম। স্থবির হয়ে পড়েছে বন্দরের কনটেইনার ডেলিভারি, মূল্যায়ন ও কাস্টমস ক্লিয়ারেন্স। এতে ব্যাহত হচ্ছে রাজস্ব আদায় এবং বাণিজ্যিক কার্যক্রম।

গত শনিবার দেশের শীর্ষ ব্যবসায়ী সংগঠনগুলো এক যৌথ সংবাদ সম্মেলনে জানায়, চলমান আন্দোলনের কারণে শুধু তৈরি পোশাক খাতেই প্রতিদিন প্রায় আড়াই হাজার কোটি টাকার ক্ষতি হচ্ছে। তারা অর্থনীতি ও ব্যবসার স্বার্থে পরিস্থিতির দ্রুত সমাধানে সরকার এবং আন্দোলনকারীদের কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

উল্লেখ্য, গত ১২ মে অর্থ মন্ত্রণালয় একটি অধ্যাদেশ জারি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্ত করে রাজস্বনীতি এবং ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি নতুন বিভাগে বিভক্ত করার সিদ্ধান্ত নেয়। এরপর থেকেই এনবিআর বিলুপ্তি প্রতিরোধসহ কয়েকটি দাবিতে কর্মকর্তা-কর্মচারীরা ‘সংস্কার ঐক্য পরিষদ’-এর ব্যানারে আন্দোলনে নামেন। গত ২৫ মে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৩১ জুলাইয়ের মধ্যে অধ্যাদেশ সংশোধনের আশ্বাস দেওয়া হলে তারা আন্দোলন সাময়িকভাবে স্থগিত করেন।

তবে ২২ জুন থেকে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে ফের আন্দোলন শুরু হয়। এরই ধারাবাহিকতায় পূর্বঘোষণা অনুযায়ী শনিবার দেশব্যাপী এনবিআরের কর, মূসক ও শুল্ক দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর’ কর্মসূচি পালন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে বিদ্যুতায়িত হয়ে তিন নির্মাণ শ্রমিক নিহত 

প্রাথমিকে বড় নিয়োগ দিতে যাচ্ছে সরকার 

জবিতে জন্মাষ্টমী উদযাপন

শেখ মুজিবকে নিয়ে স্ট্যাটাস, ঢাবিতে তারকাদের ছবিতে জুতা নিক্ষেপ

জরুরি সভা ডেকেছে ছাত্রদল

ছাত্রদলের ৭ নেতাকে কারণ দর্শানোর নোটিশ, একজনকে অব্যাহতি

স্বপ্নে নিজের মৃত্যু দেখলে কী হয়? যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

বিভিন্ন প্রকল্পে এক বছরে সাশ্রয় ৪৫ হাজার কোটি টাকা : জ্বালানি উপদেষ্টা

প্রাথমিক শিক্ষা অফিসারদের নবম গ্রেডে উন্নীত করার দাবি 

রাশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১১, আহত ১৩০

১০

বাল্কহেডে ডাকাতি, হাতে ককটেল বিস্ফোরণে ডাকাত নিহত

১১

বিশ্লেষণ / কেন আফগানিস্তানেই নজর চীন, ভারত ও পাকিস্তানের?

১২

বাংলার ইতিহাস সহাবস্থানের ইতিহাস, সম্প্রীতির ইতিহাস : নাহিদ

১৩

ধর্ষণে ১৩ বছরের কিশোরী নিহত, কিশোর গ্রেপ্তার

১৪

স্বাধীনতাকে রক্ষা করা সবার পবিত্র দায়িত্ব : বিমানবাহিনী প্রধান 

১৫

নির্বাচন ভণ্ডুল করতে পরাজিত আ.লীগ ষড়যন্ত্র করছে : গয়েশ্বর

১৬

২১০ জনকে নিয়োগ দেবে সিভিল সার্জনের কার্যালয়, এসএসসি পাসেই আবেদন

১৭

মার্কিন সাম্রাজ্যবাদ যত দুর্বল হবে, বিশ্ব তত নিরাপদ হবে : আনু মুহাম্মদ

১৮

অসুস্থ হাতির চিকিৎসায় গিয়ে আহত দুই চিকিৎসক

১৯

সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার, আটক ৩

২০
X