দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাণিজ্য মন্ত্রণালয়কে আরও বেশি সজাগ হওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় পার্টির সংসদ সদস্য মাসুদ উদ্দীন চৌধুরী।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে তিনি এ আহ্বান জানান।
এ সময় মাসুদ উদ্দীন চৌধুরী বলেন, সব যায়গায় এখন দ্রব্যমূল্য নিয়ে আলোচনা হচ্ছে। কয়েকদিন আগেও বাণিজ্য প্রতিমন্ত্রী বলেছেন, মূল্য নিয়ন্ত্রণে অনেক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কিন্তু বাজারে এর প্রতিফলন দেখা যাচ্ছে না। রেজাল্ট না পেলে এসব পরিকল্পনার কি মূল্য আছে? সিন্ডিকেটের মাধ্যমে যে ক্ষতি হচ্ছে তা থেকে পরিত্রাণ পেতে হবে।
জাতীয় পার্টির সংসদ সদস্য বলেন, ‘হলমার্ক, বেসিক ব্যাংক কেলেঙ্কারির সুষ্ঠু তদন্ত হয়নি। হওয়ার কোনো লক্ষণও নেই। এ অবস্থা চলতে থাকলে সাধারণ মানুষ কীভাবে ব্যাংকিং খাতের ওপর আস্থা রাখবে। পিপলস লিজিংয়ে হাজার হাজার মানুষ সরকার ও বাংলাদেশ ব্যাংকে বিশ্বাস করে টাকা রেখেছে। গত কয়েক বছর ধরে তারা টাকা ফেরত দিতে পারছে না। মানুষ যদি সরকারি ব্যাংকে বিশ্বাস রাখতে না পারে তাহলে কোথায় যাবে? এখন অনেক ব্যাংক আছে চেক নিয়ে গেলে বলে দুই ঘণ্টা পর আসেন, কাল-পরশু আসেন। টাকা দিতে পারে না। এই অবস্থা কতদিন বিরাজ করবে? এ বিষয়ে অর্থমন্ত্রীর কাছ থেকে সুস্পষ্ট বক্তব্য আশা করছি।’
জাতীয় পার্টির আরেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহ বলেন, ব্যবসায়ীরা এলসি খুলতে পারছেন না। রমজানের আগে যদি এলসি খুলতে না পারেন তাহলে অসাধু ব্যবসায়ীরা বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যেতে পারে।
মন্তব্য করুন