টঙ্গী প্রতিনিধি
প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

টঙ্গীতে জিসিসির পানির পাম্প, জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা

টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের পানির পাম্প ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা
টঙ্গীতে গাজীপুর সিটি করপোরেশনের পানির পাম্প ও জমি দখলের প্রতিবাদে মানববন্ধন। ছবি : কালবেলা

গাজীপুর সিটি করপোরেশনের পানির পাম্প ও জমি দখলের প্রতিবাদে ৫৪ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণের উদ্যোগে বৃহস্পতিবার (০৫ সেপ্টেম্বর) টঙ্গী সরকারি কলেজ গেটে মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, টঙ্গী সরকারি কলেজ সংলগ্ন টঙ্গী পৌর অডিটোরিয়াম ও তার সামনে স্থাপিত গভীর নলকূপটি সাবেক টঙ্গী পৌরসভা ও সিটি কর্পোরেশনের অর্থায়নে নির্মিত ও পরিচালিত হয়ে আসছিলো। বিগত কয়েক বছর ধরে পৌর অডিটোরিয়ামটিতে শিল্প পুলিশের অস্থায়ী ক্যাম্প করা হয়। গত ৫ আগষ্ট সরকার পতনের পর শিল্প পুলিশ অডিটোরিয়ামটি অরক্ষিত অবস্থায় রেখে চলে যাওয়ার সুযোগে টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ তা রাতারাতি পাকা দেওয়াল তুলে নিজেদের দখলে নিয়ে নেয়।

বক্তারা আরও বলেন, টঙ্গী পৌর অডিটোরিয়ামের পাশেই ৫৪ নং ওয়ার্ডের আবাসিক এলাকার পানির চাহিদা মেটাতে সিটি করপোরেশনের অর্থায়নে একটি পানির পাম্প স্থাপন করা হয়েছিলো। টঙ্গী সরকারি কলেজ কর্তৃপক্ষ অডিটোরিয়াম দখলের পাশাপাশি সিটি করপোরেশনের পানির পাম্প ও তার জন্য বরাদ্দকৃত জমিও দখল করে নিয়েছে। এর ফলে এলাকাবাসীর স্থায়ীভাবে পানি সঙ্কটে পড়ার আশঙ্কা দেখা দেয়।

টঙ্গী সরকারি কলেজের এই দখলের বিরুদ্ধে প্রতিবাদকারী জনসাধারণের সাথে একাত্মতা প্রকাশ করে গাজীপুর সিটি করপোরেশনের সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড) কাউন্সিলর কেয়া শারমিন বলেন, সিটি করপোরেশনের এই পাম্প ও জমি দখলমুক্ত করে গভীর নলকূপটি চালু করলে এলাকাবাসীর দীর্ঘদিনের পানি সংকট দূর করা সম্ভব। তিনি বলেন, এটি সিটি করপোরেশনের সম্পদ। যারা এটি অন্যায়ভাবে দখলের চেষ্টা চালাচ্ছেন তা জনবিরোধী এবং সম্পূর্ণ স্বেচ্ছাচারী কাজ।

মানববন্ধন ও প্রতিবাদ সভার পর কাউন্সিলর কেয়া শারমিনের নেতৃত্বে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ টঙ্গী সরকারি কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সাথে সাক্ষাৎ করে জনসাধারণের অভিযোগের কথা তুলে ধরলে অধ্যক্ষ রফিকুল ইসলাম জানান, কলেজ সংলগ্ন জমিটি নিয়ে আদমজী জুট মিলের সাথে এক মামলায় আদালত কলেজের পক্ষে রায় দিয়েছে। সেই রায়ের ভিত্তিতে আমরা জমিটি দখলে নিয়েছি। তিনি উপস্থিত সবাইকে আশ্বস্ত করে বলেন, সিটি করপোরেশনের পানির পাম্প যদি জনস্বার্থে চালু রাখা হয় তাহলে জমিটি কলেজের দখলে থাকলেও পাম্প চালানো যাবে। সেই ক্ষেত্রে কলেজের কোনো আপত্তি থাকবে না।

মানববন্ধন ও প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশন সংরক্ষিত (৫২, ৫৩, ৫৪ নং ওয়ার্ড) কাউন্সিলর কেয়া শারমিন, বীর মুক্তিযোদ্ধা নাজির আহমেদ, সমাজ সেবক ইব্রাহিম খলিল, তালুকদার আবুল কালাম আজাদ, সাবেক কমিশনার ফিরোজা আক্তার, ফরহাদ হোসেন, নিশাত মাহমুদ জালাল, টুটুল, আমিনুল ইসলাম মধু, রফিজুল ইসলাম, সাইফুল ইসলাম লিটন, মোহাম্মদ আলী, মোতাহার হোসেন মোহন প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবিবির চেয়ারম্যান মাসরুর আরেফিন, সেক্রেটারি আহসান জামান

শীতে কাঁপছে সাতক্ষীরা, তাপমাত্রা নামল ১০ ডিগ্রিতে

ঘরের ভেতরে পড়ে অসুস্থ মাহাথির মোহাম্মদ

৪০ কোটি টাকার শেয়ার কিনবেন তপন চৌধুরী

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব দেশের অর্থনীতিতে পড়বে না : অর্থ উপদেষ্টা

দোকান থেকে ফেরার পথে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

খুব দ্রুতই ভেনেজুয়েলায় ফিরছেন মাচাদো

মুস্তাফিজের আইপিএল থেকে বাদ পড়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য ‘ফাঁস’

ভেনেজুয়েলা সংকট / যুক্তরাষ্ট্রের নিকটতম প্রতিবেশী মেক্সিকোর প্রেসিডেন্ট কী বলছেন

জকসুতে পছন্দের প্রার্থীদের ভোট দিচ্ছেন রসায়ন বিভাগের শিক্ষার্থীরা

১০

ব্যালট নম্বরের টোকেন নিয়ে বুথে প্রবেশের অভিযোগ ছাত্রদল সমর্থিত প্যানেলের

১১

বাঙ্গি ক্ষেতে পড়ে ছিল স্কুলছাত্রের গলাকাটা লাশ

১২

হাসনাত আব্দুল্লাহর ফেসবুক প্রোফাইল ডিসেবল

১৩

ফেসবুক প্রোফাইল ডিসেবলের কারণ জানালেন হাসনাত আব্দুল্লাহ

১৪

খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণা / বেসরকারি খাতনির্ভর অর্থনীতি গড়ে তুলতে উদ্যোগ নেন তিনি  

১৫

৩৫তম নিউইয়র্ক বইমেলার আহ্বায়ক নির্বাচিত হয়েছেন ড. নজরুল ইসলাম

১৬

তারেক রহমানের সঙ্গে যমুনা গ্রুপের চেয়ারম্যানসহ পরিচালকদের সৌজন্য সাক্ষাৎ

১৭

এক মাসের জন্য বাদ দিন চিনি

১৮

নদীজুড়ে কুয়াশা, স্থবির ঢাকা-কালাইয়া নৌরুট

১৯

মুস্তাফিজ ইস্যুতে ভারতকে তুলাধুনা করে বাংলাদেশের পাশে রমিজ রাজা

২০
X