চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২২ মার্চ ২০২৫, ০৭:১৮ পিএম
অনলাইন সংস্করণ

লোৎসে জয়ের পর বাবরের গন্তব্য অন্নপূর্ণা-১

পর্বতারোহী বাবর আলী যাবেন অন্নপূর্ণা-১ অভিযানে। ছবি : কালবেলা
পর্বতারোহী বাবর আলী যাবেন অন্নপূর্ণা-১ অভিযানে। ছবি : কালবেলা

বিশ্বের অন্যতম বিপজ্জনক শৃঙ্গ অন্নপূর্ণা-১ এ হতে চলেছে বাংলাদেশ থেকে প্রথম অভিযান। এভারেস্ট আর লোৎসে জয়ের পর এবার পৃথিবীর দশম সর্বোচ্চ পর্বত অন্নপূর্ণা-১ অভিযানে যাচ্ছেন পর্বতারোহী বাবর আলী। এটি হবে- আট হাজার মিটারের বেশি তৃতীয় কোনো পর্বত আরোহণ।

সোমবার (২৪ মার্চ) বাবর আলী নেপালের উদ্দেশে দেশ ছাড়বেন। নেপালের গণ্ডকী প্রদেশে অবস্থিত অন্নপূর্ণা-১ এর উচ্চতা ২৬ হাজার ৫৪৫ ফুট বা ৮ হাজার ৯১ মিটার। পর্বতের গায়ে খাড়া ঢাল, তুষারধসের প্রবণতা এবং অনিশ্চিত আবহাওয়ার কারণে অন্নপূর্ণা-১ আরোহণ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে বিবেচিত হয় পর্বতারোহীদের কাছে।

অন্নপূর্ণা-১ অভিযানের জন্য বাবর আলী বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর নেপালের রাজধানী কাঠমাণ্ডু থেকে পোখারা হয়ে তাতোপানির উদ্দেশে যাবেন। চার দিনের ট্রেকিং শেষে পৌঁছাবেন অন্নপূর্ণা নর্থ বেস ক্যাম্পে। সেখান থেকেই মূল অভিযান শুরু হবে।

শনিবার (২২ মার্চ) চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন অভিযানের আয়োজক প্রতিষ্ঠান ‘ভার্টিক্যাল ড্রিমার্স’। এবারের অভিযানের অন্য দুই পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান হলো- ফ্লাইট এক্সপার্ট ও এভারেস্ট ফার্মাসিউটিক্যাল।

আয়োজক প্রতিষ্ঠান ভার্টিক্যাল ড্রিমার্সের সভাপতি ফরহান জামান বলেন, বেস ক্যাম্প থেকে উপরের ক্যাম্পগুলোতে ওঠানামা করে শরীরকে অতি উচ্চতার সঙ্গে খাপ খাইয়ে নেবেন বাবর আলী। পুরো অভিযানে প্রায় ৪০ দিন সময় লাগবে। আবহাওয়া অনুকূলে থাকলে এপ্রিলের তৃতীয় কিংবা শেষ সপ্তাহে অন্নপূর্ণা-১ চূড়ায় আরোহণ করবেন বাবর আলী।

বাবর আলী বলেন, এভারেস্ট ও লোৎসে অভিযানের পর থেকেই বিশ্বের ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের ইচ্ছা পোষণ করছি। অন্নপূর্ণা-১ সেই লক্ষ্যের দিকে আরেকটি পদক্ষেপ। ধীরে ধীরে বাকি পর্বতগুলোর চূড়া ছুঁতে চেষ্টা করব। আমাদের দেশ থেকে এরকম প্রচেষ্টা কখনো হয়নি। এমনকি ভারতে কেউ নেই- যিনি ১৪টি আট হাজার মিটার (পর্বত) আরোহণ করেছেন।

তিনি বলেন, অন্নপূর্ণা-১ অভিযান নিঃসন্দেহে চ্যালেঞ্জিং। এখানে সামিটের সঙ্গে পর্বতে প্রাণ হারানো আরোহীদের অনুপাত লক্ষ্য করলেই এই পর্বতারোহণের চ্যালেঞ্জ সম্পর্কে ধারণা করা যায়। আমি সবসময় নতুন চ্যালেঞ্জ নিতে পছন্দ করি বলেই অন্নপূর্ণা-১ এর মতো শৃঙ্গ বেছে নিয়েছি।

বাবর আলী বলেন, অন্নপূর্ণা আমার কাছে খুবই স্পেশাল। অন্নপূর্ণা বেস ক্যাম্প পৃথিবীর জনপ্রিয়তম বেস ক্যাম্প। অন্নপূর্ণা-১ এ সামিটের তুলনায় ডেথ রেট খুব হাই। কয়েকটি বিষয় একে খুব চ্যালেঞ্জিং করেছে। অন্নপূর্ণার গাত্রের ঢাল খুব বিপজ্জনক। একইসঙ্গে খুবই তুষারধস প্রবণ। এটা ৮ হাজার ৯১ মিটার। এই পাহাড়ে বাংলাদেশ থেকে কখনো অভিযানই হয়নি। অন্নপূর্ণা-৪ এ বাংলাদেশ থেকে একবার অভিযান হয়েছিল, সেটা আট হাজার মিটারের পর্বত নয়।

অন্নপূর্ণা-১ অভিযানের জন্য বছরের খুব অল্প সময় খোলা থাকে জানিয়ে বাবর আলী বলেন, মোটামুটি দুই দিনে ক্লাইম্ব হয়ে আবার সামিট উইনডো ক্লোজ হয়ে যায়। এখানে সাকসেস রেটও খুব কম। এটা লেস ক্লাইম্বড। যাদের অন্য আট হাজার মিটারে আরোহণের অভিজ্ঞতা আছে- তারাই এখানে আসে।

গত বছর বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ এভারেস্ট এবং চতুর্থ সর্বোচ্চ শৃঙ্গ লোৎসে আরোহণ করেন বাবর আলী। একই অভিযানে দুটি আট হাজার মিটারের বেশি উচ্চতার পর্বত আরোহণের কৃতিত্ব বাংলাদেশি পর্বতারোহীদের মধ্যে কেবল বাবর আলীরই আছে। এর আগে ২০২২ সালে প্রথম বাংলাদেশি হিসেবে আমা দাবালাম আরোহণ করেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘুম থেকে উঠেই কফি ডেকে আনছে যেসব বিপদ

কুয়াশা আর শিশিরে হেমন্তেই শীতের হাতছানি

আসছে একাধিক শৈত্যপ্রবাহ

ভিটামিন ট্যাবলেট কখন ও কীভাবে খাবেন

সুন্দরবনে ফুট ট্রেইলে ঘুরছে বাঘ

ফ্রান্সে নতুন সরকার গঠন করলেন লেকর্নু

ক্লাসের ফাঁকে ‘চা খেতে’ গিয়ে ধরা ইবি ছাত্রলীগ নেতা

টেরিটরি ম্যানেজার পদে নিয়োগ দিচ্ছে নিটল-নিলয় গ্রুপ

১৩ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

ওজন কমাতে সকালের শুরুটা হোক সঠিক খাবার দিয়ে

১০

১৩ অক্টোবর : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১১

অ্যাপ্লায়েন্স বিভাগে নিয়োগ দিচ্ছে ওয়ালটন

১২

সুলতান’স ডাইনে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৩

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৪

ধর্ষণচেষ্টার অভিযোগে কওমি মাদ্রাসা প্রধানকে আটকে মারধর

১৫

মধ্যরাতে ঢাবি ও ঢাকা কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

১৬

সৌদির সঙ্গে ঘেঁষতে চায় লেবাননের ইরানপন্থি গোষ্ঠী

১৭

মদ পানে মহাসর্বনাশ, ৬ জনের মৃত্যু

১৮

ফখরুলের মতোই কবিতা দিয়ে শুরু করলেন ছোট ভাই মির্জা ফয়সল

১৯

সোনারগাঁয়ে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন

২০
X