চট্টগ্রাম নগরে নালায় পড়ে নিখোঁজের প্রায় ১৬ ঘণ্টা পর শিশু ইয়াছিন আরাফাতের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (২৮ আগস্ট) সকাল ৯টার দিকে নগরের হালিশহর রঙ্গিপাড়া এলাকার নালা থেকে মরদেহটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নতাকর্মীরা।
এর আগে রোববার (২৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে নগরের উত্তর আগ্রাবাদের রঙ্গিপাড়ায় নালায় পড়ে দেড় বছর বয়সী শিশুটির নিখোঁজের খবর পাওয়া যায়।
শিশু ইয়াছিনের মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে আগ্রাবাদ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন বলেন, ‘গতকাল নালায় পড়ে নিখোঁজ শিশুর মরদেহ পাওয়া গেছে। সকাল ৯টার দিকে ঘরের সামনের নালা থেকে একটু দূরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও চসিকের পরিচ্ছন্নতাকর্মীদের অভিযানে মরদেহটি উদ্ধার করা হয়।’
এর আগে ৭ আগস্ট সকালে দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের ইসলামিয়া হাট বাদামতল এলাকায় নালায় পড়ে নিপা পালিত (১৯) নামের হাটহাজারী সরকারি কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়।
মন্তব্য করুন