আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ্ (মা.জি.আ) বলেছেন, জামেয়ার আওয়াজ শুধু বাংলাদেশে নয়, পুরো বিশ্বে ছড়িয়ে পড়বে। আনজুমান আগামীতে বিশ্বে শিক্ষাক্ষেত্রে নেতৃত্ব দেবে-ইনশাআল্লাহ। আনজুমান নতুন শতকে নবতর যাত্রা শুরু করবে। আনজুমান কর্তৃক পরিচালিত সব শিক্ষাপ্রতিষ্ঠানকে এক ছাতার নিচে আসতে হবে। আজ আনজুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ড যাত্রা শুরু করেছে। এ বোর্ডের অধীনে সব মাদ্রাসা পরিচালিত হবে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আনজুমানের খেদমত সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে জানিয়ে সাবির শাহ বলেন, আমাদের জন্যই আজকের দিন। আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করছি- আনজুমানের শতবর্ষ পূর্ণ হয়েছে। আনজুমানের খেদমত এশিয়া থেকে আফ্রিকা নয়, বরং সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে।
তিনি বলেন, সময়ের পরিবর্তন, ইংরেজদের শাসনকাল, ইসলামের শত্রুদের শক্তি প্রদর্শনের এ তুফানের যুগে দ্বীনি মিশনকে আঁকড়ে ধরে ছিলেন। আজ আনজুমান শুধু একটি প্রতিষ্ঠান নয়, এর অধীনে বহুসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠান হয়েছে, যা বৈপ্লবিক পরিবর্তন সৃষ্টি করেছে। ৩০০-এর অধিক এ প্রতিষ্ঠানগুলো সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটির (রহ.) ফয়েজের অধীনে চলছে। শতবর্ষ উপলক্ষে প্রস্তুতকৃত ডকুমেন্টারিতে ধারাবাহিক অগ্রগতি তুলে ধরা হয়েছে।
জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত আনজুমানের শতবর্ষ পূর্তির সঙ্গে আরও যুক্ত ছিল মাসিক তরজুমানের সুবর্ণজয়ন্তী উৎস ও গাউসিয়া কমিটি বাংলাদেশ, চট্টগ্রামের থানা পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)।
বক্তব্য দেন আনজুমান ট্রাস্টের মুখপাত্র অ্যাডভোকেট মোছাহেব উদ্দীন বখতিয়ার, আনজুমান রিসার্চ সেন্টারের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ আবদুল মান্নান, মাসিক তরজুমানের নির্বাহী সম্পাদক অভীক ওসমান। অনুষ্ঠানটি সঞ্চালন করেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার আরবি প্রভাষক হাফেজ মুহাম্মদ আনিসুজ্জামান আলকাদেরী, আনজুমান রিসার্চ সেন্টারের গবেষক মাওলানা মুহাম্মদ আবুল হাশেম।
মন্তব্য করুন