চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৮ পিএম
অনলাইন সংস্করণ
চাকসু ও হল সংসদ নির্বাচন

২৩২ পদে মনোনয়নপত্র নিলেন ১১৬২ প্রার্থী

কথা বলছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। ছবি : কালবেলা
কথা বলছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মোট ২৩২ পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১ হাজার ১৬২ প্রার্থী। এর মধ্যে কেন্দ্রীয় সংসদের ২৬টি পদের জন্য মনোনয়ন সংগ্রহ করেছেন ৫২৮ প্রার্থী। আর ১৪টি হল ও একটি হোস্টেলের ২০৬টি পদে মনোনয়ন নিয়েছেন ৬৩৪ জন। এ ছাড়া মনোনয়ন ফরম জমা দিয়েছেন ৩৭১ জন প্রার্থী।

বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় এই তথ্য জানিয়েছেন চাকসু নির্বাচন কমিশনের সদস্যসচিব অধ্যাপক একেএম আরিফুল হক সিদ্দিকী।

নির্বাচন কমিশনের দেওয়া তথ্য মতে, বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য ৯টি হল ও ছাত্রীদের জন্য পাঁচটি হলসহ একটি হোস্টেল মিলিয়ে ১৫টি হল সংসদে ২০৬টি আসনের বিপরীতে ৬৩৪ প্রার্থী মনোনয়ন নিয়েছেন। ছাত্রদের হলগুলোর মধ্যে সবচেয়ে বেশি মনোনয়ন নিয়েছেন সোহরাওয়ার্দী হলের শিক্ষার্থীরা। আর ছাত্রীদের হলগুলোর মধ্যে বিজয় ২৪ হলের শিক্ষার্থীরা।

ছাত্র হলে কতজন : এএফ রহমান হলে ৪২ জন, আলাওল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৫০ জন, অতীশ দিপংকর হলে ৫৩ জন, শহীদ ফারহাদ হলে ৬১ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৪১ জন, শহীদ আবদুর রব হলে ৩৮ জন, শাহজালাল হলে ৪৫ জন, সোহরাওয়ার্দী হলে ৮৩ জন ও শিল্পাচার্য রশিদ চৌধুরী হোস্টেলে ২৬ শিক্ষার্থী মনোনয়ন নিয়েছেন।

ছাত্রী হলে কতজন : বিজয় ২৪ হলে ৪০ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, নবাব ফয়জুন্নেসা হলে ১৫ জন, প্রীতিলতা হলে ৩৭ জন এবং শামসুন্নাহার হলে ২৫ শিক্ষার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ছাত্রী হলগুলোতে মোট মনোনয়ন নিয়েছেন ১৫৪ প্রার্থী।

এদিকে মনোনয়ন সংগ্রহের সময়সীমা মঙ্গলবার শেষ হলেও ছাত্রদলের আবেদনের প্রেক্ষিতে তা একদিন বাড়ানো হয়েছে। একইভাবে মনোনয়ন জমাদানের সময়ও বেড়েছে বৃহস্পতিবার পর্যন্ত।

বুধবার বেলা ১১টার দিকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেওয়ার সময় দুই দিন বাড়ানোর দাবিতে নির্বাচন কমিশনের কাছে আবেদন করে ছাত্রদল। সংগঠনটির পক্ষে শাখা সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এই আবেদন করেন। এ ছাড়া একই দিন দুপুর সাড়ে ১২টার দিকে করা এক আবেদনে ইসলামী ছাত্র মজলিসের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় আগামী রোববার পর্যন্ত বাড়ানোর দাবি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়ন যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর। প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশিত হবে ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে তিনটা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। ভোট গ্রহণ শেষে শুরু হবে গণনা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রেমিকাকে সঙ্গে নিয়ে প্রাক্তন স্ত্রীর পাশে দাঁড়ালেন হৃতিক

ফেসবুকে লাইভ দিয়ে ফেঁসে গেলেন যুবক

ক্লাসে মোবাইল ব্যবহারে হাতিয়া দ্বীপ সরকারি কলেজের নির্দেশনা

বরিশালে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে ৪৫, নতুন আক্রান্ত ১৭৯

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নির্মূলে ডাকসুর কর্মসূচি ঘোষণা

বিশ্লেষণ / পাকিস্তানের নিরাপত্তা সংকট এবং এর আঞ্চলিক অভিঘাত

কোরআন তেলাওয়াত চালিয়ে রেখে অন্য কাজ করলে কী হয়, জেনে নিন

প্রবাসী ভোটার নিবন্ধনে লাগবে যেসব দলিল

নিষিদ্ধ দলের কর্মসূচি প্রচার করছে দু-একটি মিডিয়া : রিজভী

সাবেক মন্ত্রী নওফেলের বাসায় পুলিশের অভিযান, আটক ৬

১০

ক্যারিয়ার সেরা ইনিংস জয়ের, শতকের অপেক্ষায় মুমিনুল

১১

‘আমি খুব করে বাঁচতে চেয়েছি বিশ্বাস করো’

১২

পায়রা নদীতে ধরা পড়ল ১৮ কেজির বিশাল পাঙ্গাশ

১৩

কেরোসিন তেল কি নাপাক, জেনে নিন এখনই

১৪

টেইলরের পাশে সেলেনা

১৫

পে স্কেল বাস্তবায়ন নিয়ে যে তথ্য দিলেন অর্থ উপদেষ্টা

১৬

আন্দোলনরত ৮ দলের নতুন কর্মসূচি ঘোষণা

১৭

নিলামের আগে বিপিএলে এখন পর্যন্ত দল পেলেন যারা

১৮

বঙ্গোপসাগরে বড়শিতে ধরা পড়ল ৩৭ কেজির ‘কালো পোয়া’

১৯

গাঁজা সেবনকালে রাবির ৭ শিক্ষার্থী আটক

২০
X