পদ্মা ব্যাংক পিএলসির অর্থ পাচার ও সন্ত্রসী কার্যে অর্থায়ন প্রতিরোধ বিষয়ক দিনব্যাপী এক কর্মশালা অনষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ আগস্ট) গুলশানে প্রধান কার্যালয়ে ব্যাংকটির এএমএল অ্যান্ড সিএফটি বিভাগের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর পরিচালক মো. মোস্তাকুর রহমান কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আর ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মো. তালহা (চলতি দায়িত্বে) সভাপতিত্ব করেন। এই সময় মূল বক্তব্য উপস্থাপন করেন পদ্মা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো ড. মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন। আর বিএফআইইউর যুগ্ম পরিচালক ইবনে আহসান কবির কর্মশালা পরিচালনা করেন।
হেড অব রিটেইল ব্যাংকিং ও করপোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড কমিউনিকেশন ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মীর শফিকুল ইসলাম, হেড অব সিআরএমডি মো. রিয়াজুল ইসলাম, চিফ লিগ্যাল অফিসার হোসনে আরা আক্তার এবং চিফ অপারেটিং অফিসার মো. ফারুকুজ্জামানসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, ব্যাংকের সব শাখার প্রধান ও ব্যামেলকোসহ মোট ৯০ কর্মকর্তা কর্মশালায় অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বিদ্যমান আইন ও বিধিমালা, বাংলাদেশ ব্যাংক ও বিএফআইইউর সব নির্দেশনা এবং পদ্মা ব্যাংকের অভ্যন্তরীণ নীতিমালার আলোকে কর্মকর্তাদের ওপর অর্পিত দায়িত্ব পালনে সর্বদা সজাগ ও সক্রিয় থাকার আহ্বান জানান বক্তারা।
মন্তব্য করুন