

বনানী সোসাইটির ২০২৬-২০২৭ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়েছে ‘দিলন-ইরফান প্যানেল’। কার্যনির্বাহী কমিটির মোট ২১টি পদের সবকটিতেই এই প্যানেলের প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন।
শনিবার (৮ নভেম্বর) বনানী মডেল স্কুল মাঠে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় ভোটগ্রহণ। এদিন সকাল ১০টা থেকে শুরু হয় দ্বিবার্ষিক সাধারণ সভা, আর দুপুর ১২টা ৩০ মিনিট থেকে বিকেল ৫টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় ফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে বিজয়ী হয়েছেন শওকত আলী ভূঁইয়া (দিলন) এবং সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেছেন ইরফান ইসলাম। সহসভাপতি নির্বাচিত হয়েছেন মো. আছাদ উল্লাহ শিকদার, এস. এম. সামছুউদ্দিন বাহার ও তানভীর আহম্মেদ খান। সহসাধারণ সম্পাদক হিসেবে বিজয়ী হয়েছেন মামুন আকবর ও রেজাউর রহমান ফাহিম। এ ছাড়া কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন শফিকুজ্জামান রতন এবং স-কোষাধ্যক্ষ ডা. শাহেদ হায়দার চৌধুরী। কার্যনির্বাহী কমিটির মোট ২১টি পদেই জয় পেয়েছে দিলন-ইরফান প্যানেল।
বিজয়ের পর নবনির্বাচিত সভাপতি শওকত আলী ভূঁইয়া (দিলন) বলেন, ‘বনানী সোসাইটির সম্মানিত সদস্যরা আমাদের ওপর যে আস্থা রেখেছেন, তার প্রতিদান আমরা কাজের মাধ্যমে দেব। আমাদের লক্ষ্য হবে, বনানীকে একটি অত্যাধুনিক, সবুজ ও নিরাপদ আবাসিক এলাকা হিসেবে গড়ে তোলা। আমরা দ্রুতই উন্নয়নমূলক কার্যক্রম শুরু করব।’
সাধারণ সম্পাদক ইরফান ইসলাম বলেন, ‘এই বিজয় কেবল একটি প্যানেলের নয়, এটি বনানীর সকল বাসিন্দার ঐক্য ও সহযোগিতার ফল। আমরা সবাই মিলে সোসাইটির সেবার মান আরও উন্নত করতে কাজ করব।’
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ১,৫৮২ জন। এর মধ্যে ৪০ দশমিক ৮৩ শতাংশ ভোট কাস্ট হয়েছে। পুরো নির্বাচন প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বচ্ছভাবে সম্পন্ন হওয়ায় নির্বাচন কমিশন সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে।
বনানীর বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, নতুন কমিটি তাদের প্রতিশ্রুতি অনুযায়ী সোসাইটির নিরাপত্তা, পরিচ্ছন্নতা ও নাগরিক সুবিধা উন্নয়নে দ্রুত পদক্ষেপ নেবে।
মন্তব্য করুন