

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সম্পর্কে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাকে ‘ভুল’ ও ‘কূটনৈতিক শিষ্টাচারের প্রতি অসম্মানজনক’ বলে উল্লেখ করেছে ঢাকা।
একই সঙ্গে ঢাকা জানিয়েছে, ভারত সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি বাংলাদেশ অঙ্গীকারবদ্ধ।
এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস এম মাহবুবুল আলম বলেছেন, ‘আমরা মনে করি, রাজনাথ সিংয়ের মন্তব্য ভুল এবং সেটি (দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে) সহায়ক নয়; সেই সঙ্গে কূটনৈতিক শিষ্টাচার ও সৌজন্যের প্রতিও সম্মানজনক নয়।’
সম্প্রতি নেটওয়ার্ক-১৮ গ্রুপের প্রধান সম্পাদক রাহুল যোশীর সঙ্গে একান্ত আলাপনে ভারতের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন না চাইলে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে কথা বলার ক্ষেত্রে সংযত হওয়ার আহ্বান জানান দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।
গত শুক্রবার (৭ নভেম্বর) ওই গ্রুপের সংবাদমাধ্যম ফার্স্টপোস্টের প্রতিবেদনে এ কথা বলা হয়।
রাজনাথ সিং বলেন, ‘নয়াদিল্লি বাংলাদেশের সঙ্গে উত্তেজনাপূর্ণ সম্পর্ক চায় না। অধ্যাপক ইউনূসের উচিত, তিনি কী বলছেন, সে বিষয়ে সতর্ক থাকা।’
তিনি আরও বলেন, ‘ভারত যেকোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম, যদিও আমাদের লক্ষ্য প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা।’
এ বিষয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে এস এম মাহবুবুল আলম জানান, ভারতের প্রতিরক্ষামন্ত্রীর সাম্প্রতিক মন্তব্য অন্তর্বর্তী সরকারের নজরে এসেছে।
তিনি বলেন, ‘সার্বভৌম সমতা, একে অপরের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং পারস্পরিক সম্মান’— এই নীতির ভিত্তিতে বাংলাদেশ ভারতের সঙ্গে পারস্পরিক কল্যাণকর সম্পর্কের প্রতি অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বিশ্বাস করে, গঠনমূলক ও সম্মানজনক সংলাপের মাধ্যমেই মতপার্থক্য বা ভিন্ন দৃষ্টিভঙ্গির সর্বোত্তম সমাধান হয়।’
সূত্র : ইউএনবি
মন্তব্য করুন