

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি–বাংলাদেশ (এআইইউবি)-এর কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের আয়োজনে এআইইউবি ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন চ্যালেঞ্জেস অ্যান্ড ট্রেন্ডস ইন আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস (আইসিসিটিএএসএস–২০২৫)’।
“সাসটেইনেবিলিটি, ক্রিয়েটিভিটি অ্যান্ড এথিক্স : ইনসাইটস ইনটু ইন্টারডিসিপ্লিনারি পার্সপেকটিভস অ্যান্ড প্র্যাকটিসেস” প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে দেশ-বিদেশের খ্যাতনামা শিক্ষাবিদ, গবেষক ও পেশাজীবীরা অংশগ্রহণ করেন।
গত ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ফিলিপাইনের রাষ্ট্রদূত হিজ এক্সেলেন্সি নিনা পি. কাইংলেট। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির উপাচার্য প্রফেসর ড. সাইফুল ইসলাম এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সম্মেলনের পৃষ্ঠপোষক ড. কারমেন জেড. লামাগনা।
সম্মেলনের জেনারেল চেয়ার ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তাজুল ইসলাম সম্মেলনের সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন। স্বাগত বক্তব্য প্রদান করেন আইসিসিটিএএসএস–২০২৫-এর আয়োজক চেয়ার প্রফেসর ড. মো. আসিফ কামাল।
দুই দিনব্যাপী এ সম্মেলনে মোট ছয়টি কী-নোট সেশন অনুষ্ঠিত হয়। কী-নোট বক্তাদের মধ্যে ছিলেন লিলিয়ান ডব্লিউ. মিনা (ইউনিভার্সিটি অব আলাবামা অ্যাট বার্মিংহাম), প্রফেসর ড. ঝেন (পিটার) ইয়ে (জিয়ামেন ইউনিভার্সিটি/ইউসিএল), তাবেরেজ আহমেদ নেয়ারজি (ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর), প্রফেসর ড. হেওয়ার্ড ডেরিক হর্টন (ইউনিভার্সিটি অ্যাট অ্যালবানি, সানি) এবং প্রফেসর ড. শাইলা সুলতানা (ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেস)।
কী-নোট উপস্থাপনার পাশাপাশি সম্মেলনে অনসাইট ও অনলাইন মিলিয়ে মোট ২৯৪টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হয়। এছাড়া পোস্টার উপস্থাপনা অনুষ্ঠিত হয় এবং যুক্তরাষ্ট্র দূতাবাস, ঢাকার প্রতিনিধি মিস রাইহানা সুলতানা পরিচালিত ফুলব্রাইট ভিজিটিং স্কলার প্রোগ্রাম বিষয়ক একটি বিশেষ সেশন আয়োজন করা হয়।
সম্মেলনের প্রথম প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় “এআই, এথিক্স, এডুকেশন অ্যান্ড লিগ্যাল ফ্রেমওয়ার্কস: ইনসাইটস ইনটু সাসটেইনেবল ফিউচার” শীর্ষকে। এতে আলোচক হিসেবে অংশ নেন প্রফেসর মাশরুর শহীদ হোসেন, প্রফেসর ড. সাইফুল আলম চৌধুরী, প্রফেসর ড. আকাশ দীপ মুনি, ড. রবায়েত ফেরদৌস সৈয়দ, ড. প্রিয়দর্শিনী মুথুকৃষ্ণান এবং ড. আবু সালেহ মো. রাফি। প্যানেলটি সঞ্চালনা করেন মি. থিওটোনিয়াস গোমেজ।
দ্বিতীয় প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় “লেভারেজিং সাসটেইনেবল ডেভেলপমেন্ট অন দ্য সিনার্জিস অব হেলথ অ্যান্ড সোশিও-ইকোনমিক ডিসকোর্সেস” শীর্ষকে। এ প্যানেলটি সঞ্চালনা করেন ড. সাবুক্তাগিন রহমান।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার। এ সময় সম্মেলনে অবদান রাখা অংশগ্রহণকারীদের মাঝে ১০টি বিশেষ স্বীকৃতি প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষে আইসিসিটিএএসএস–২০২৫-এর আয়োজক সেক্রেটারি এবং অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফারিয়া সুলতানা ধন্যবাদ জ্ঞাপন করেন।
মন্তব্য করুন