নোয়াখালীর সুবর্ণচরে জসিম উদ্দিন হোরন (৩৯) নামে এক জলদস্যুকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, রোহিঙ্গা পাচারসহ ১৬টি মামলা রয়েছে।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে সোমবার রাতে মোহাম্মদপুর ইউনিয়নের বাতেন মার্কেটে অভিযান চালিয়ে হোরনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জসিম উদ্দিন হোরন মোহাম্মদপুর ইউনিয়নের চর আলাউদ্দিন গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। তার কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক ও দুটি কার্তুজ জব্দ করা হয়েছে।
নোয়াখালী পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম গ্রেপ্তার ও অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, পুলিশ ছদ্মবেশে ২৪ ঘণ্টার বিশেষ অভিযান চালিয়ে আসামি জসিম উদ্দিন হোরনকে গ্রেপ্তার করে। পরে তার দেওয়া তথ্যমতে অস্ত্র ও গুলি জব্দ করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র, ডাকাতির প্রস্তুতি, চাঁদাবাজি, রোহিঙ্গা পাচারসহ ১৬টি মামলা রয়েছে।
চরজব্বর থানার ওসি দেবপ্রিয় দাস বলেন, আসামি জসিম উদ্দিন হোরনের বিরুদ্ধে নতুন আরও একটি অস্ত্র মামলা করে মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন