টাঙ্গাইলের কালিহাতীতে বজ্রপাতে রমজান আলী (৫২) নামে এক আওয়ামী লীগ নেতার মৃত্যু হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার নারান্দিয়া ইউনিয়নের মালতী গ্রামের নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত রমজান আলী কালিহাতীর নারান্দিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নারান্দিয়া টিআরকেএন স্কুল অ্যান্ড কলেজ গভর্নিং বডির সাবেক সদস্য।
নারান্দিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে রমজান আলী বাড়ির পেছনে কাজ করছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাতে তিনি গুরুতর আহত হয়ে পড়েন। পরে খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
মন্তব্য করুন