শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ : ১৩ জুলাই ২০২৪, ০৪:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

নিখোঁজের দুদিন পর হাসপাতালের টয়লেটে মিলল রোগীর মরদেহ

নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা।
নিহতের স্বজনদের আহাজারি। ছবি : কালবেলা।

শরীয়তপুর সদর হাসপাতাল থেকে বাবুল বেপারী নামে এক রোগীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১৩ জুলাই) সকালে সদর হাসপাতালের তৃতীয় তলার মেডিসিন ওয়ার্ডের টয়লেট থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বাবুল বেপারী বরিশাল জেলার মুলাদী উপজেলার পূর্ব তয়কা এলাকার আলী বেপারীর ছেলে।

জানা গেছে, বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি হন উপজেলার পূর্ব তয়কা এলাকার বাবুল বেপারী। এ সময় তার সঙ্গে ছিলেন তার বৃদ্ধা মা রোকেয়া বেগম। মধ্যরাতে মা রোকেয়া বেগম ঘুমিয়ে পড়লে ঘুম থেকে উঠে বিছানায় দেখতে পান ছেলে নেই। এরপর তিনি তার ছেলেকে হাসপাতালে খোঁজাখুঁজি করেন এবং একপর্যায়ে বিষয়টি নার্সদের জানান।

তবে এরপরও তার কোনো খোঁজ না পেলে শুক্রবার সকালে গ্রামের বাড়ি চলে যান রোকেয়া বেগম। পরে বিকেলে আবারও হাসপাতালে এসে ছেলের খোঁজ করেন। এরপর শনিবার সকালে অন্য রোগীরা টয়লেটে গেলে বাবু বেপারীকে মেঝেতে পড়ে থাকতে দেখলে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানান। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।

বাবু বেপারীর ভাতিজি হেনা আক্তার অভিযোগ করে বলেন, আমার চাচা বৃহস্পতিবার রাত থেকে নিখোঁজ ছিল। তিনি টয়লেটে গিয়ে যদি মারাও যান, তাহলে এ দুদিন বাথরুম পরিষ্কার করা হয়নি। বাথরুম পরিষ্কার করলে ঠিকই আমার চাচাকে খুঁজে পাওয়া যেত। তারা চাচাকে না খুঁজে উল্টো রোগীকে পাওয়া যায়নি বলে আমার দাদিকে বাড়ি পাঠিয়ে দেয়। আমরা এ ঘটনার বিচার চাই।

নিহত বাবুর মা রোকেয়া বেগম বলেন, আমার ছেলে অসুস্থ হওয়ায় তাকে নিয়ে হাসপাতালে আসছি। টয়লেটের কথা বলে বাহির হওয়ার পর আর খুঁজে পাইনি। তাকে না পেয়ে নার্সদের জানাই। অনেক খোঁজাখুঁজি করেও আমার ছেলেকে কোথাও খুঁজে পাইনি। আমি যখন হাসপাতাল কর্তৃপক্ষকে জানাই তখন তারা খুঁজলে হয়তো আমার ছেলে বেঁচে যেত। যখন ছেলেকে খুঁজে পেলাম তখন আমার ছেলে আর বেঁচে নেই।

সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হাবিবুর রহমান কালবেলাকে বলেন, ওই রোগী উচ্চ রক্তচাপ ও শ্বাসকষ্ট নিয়ে ভর্তি হয়েছিলেন। এ ছাড়াও তার হৃদরোগের সমস্যা ছিল। কেউ খেয়াল না করায় হয়তো হৃদরোগের কারণে টয়লেটে গিয়ে তার মৃত্যু হতে পারে।

অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব কালবেলাকে বিষয়টি নিশ্চিত করে বলেন, পুলিশ খবর পেয়ে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী পরিবারের কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ এড়াতে যেসব বিষয় খেয়াল রাখবেন

দিঘিতে ভেসে উঠল মরদেহ

এনসিপির প্রার্থী ঘোষণা / নির্বাচনে যে আসন থেকে লড়ছেন নাহিদ, সারজিস ও হাসনাত

বিপিএল কাঁপাতে আসছেন দুই সুন্দরী, কারা তারা

নখ কাটার ছোট পিনের তিনটি গুরুত্বপূর্ণ কাজ

এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা, কে কোন আসনে

আজ বাংলা একাডেমিতে শুরু হচ্ছে ‘বিজয় বইমেলা’

প্রতীক না ব্যক্তি, কী দেখে ভোট দেবেন মানুষ, জানা গেল জরিপে

নতুন ভোটার আইডি কার্ড ডাউনলোড করুন অনলাইনেই

আজ পদত্যাগ কর‍তে পারেন দুই ছাত্র উপদেষ্টা

১০

তৃতীয় অ্যাশেজের জন্য দল ঘোষণা ক্রিকেট অস্ট্রেলিয়ার

১১

শাকিব ছাড়া লগ্নি করতে চায় না কেউ, এটা সুসংবাদ নয়: অপু বিশ্বাস

১২

কিস্তির টাকা না পেয়ে হাঁস নিয়ে গেল এনজিও কর্মী

১৩

কত শতাংশ মানুষ নির্বাচনে আ.লীগকে চান না, জানা গেল জরিপে

১৪

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসছেন স্মিথ

১৫

দেশের বাজারে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

১৬

কড়া নিরাপত্তায় আল-আকসা মসজিদে ইসরায়েলিদের অনুপ্রবেশ

১৭

দামেস্কের সামরিক বিমানবন্দরের কাছে বিস্ফোরণ

১৮

বিগ ব্যাশ: রিশাদের ম্যাচ কবে কখন, সতীর্থ কারা

১৯

মেয়ের ভুয়া ফেসবুক প্রোফাইল নিয়ে কড়া বার্তা ঐশ্বরিয়ার

২০
X