নোয়াখালীর সোনাইমুড়ীতে পূর্বশত্রুতার জের ধরে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা।
সোমবার (১৫ জুলাই) বিকেল পৌনে ৪টার দিকে উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. জসিম (৩৫) উপজেলার আমিশাপাড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাতঘরিয়া গ্রামের সর্দার বাড়ির মনু মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন। তিনি জানান, বিকেল পৌনে ৪টার দিকে ঘরে ঢুকে দুর্বৃত্তরা জসিমকে গুলি করে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা তাকে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় বজরা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
অপর এক প্রশ্নের জবাবে ওসি জানান, কয়েক দিন আগে এলাকা থেকে এক লোকের মোটরসাইকেল চুরি হয়। এটা নিয়ে নিহত জসিমের সঙ্গে অপর একটি পক্ষের বিরোধ দেখা দেয়। যে ছেলে গুলি করেছে গতকাল রোববার সে ছেলে নিহত জসিমকে তার বাড়িতে গিয়ে হুমকি-ধামকি দিয়ে আসে। স্থানীয়দের ভাষ্য মতে, মোটরসাইকেল চুরির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জানিয়ে তিনি বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনায় জড়িতদের নাম-ঠিকানা জানা গেছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারে চেষ্টা চালাচ্ছে।
মন্তব্য করুন