কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

কোটা ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারের একদফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় ৩-৪ শতাধিক কোটা আন্দোলনকারীরা লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে মহাসড়কে ওঠে পড়েন। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

একই দাবিতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়ক মহাসড়কে অপেক্ষাকৃত কম যানবাহন চলাচল করছে। লোকসমাগম এলাকায় মানুষের উপস্থিতিও কম রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন রুটের যানবাহন সীমিত আকারে চলাচল করলেও স্থানীয় রুটের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় তা অনেক কম। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আন্দোলনকারীদের মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছে। তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুরে দুই প্লাটুন বিজিবি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে বলে নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ৮টার মধ্যে যেসব জেলায় হতে পারে ঝড়

সাবেক এমপি ফারুক চৌধুরীর ‘বডিগার্ড’ গ্রেপ্তার

পাকিস্তানকে পানি ও ভাতে মারবে ভারত

কুয়াকাটায় জমি নিয়ে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

দাবি আদায় না হওয়া পর্যন্ত লড়াই চলবে : হাসনাত আব্দুল্লাহ

ভারত-পাকিস্তান সংঘাত, ফেনী সীমান্তে বিজিবির টহল জোরদার

জুলাইয়ের নতুন সংগঠন ‘আপ বাংলাদেশ’-এর আত্মপ্রকাশ

রাজধানীর ৫ হাজার শিক্ষার্থীকে পুরস্কার দিল বিশ্বসাহিত্য কেন্দ্র

আ.লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ অবরোধ

আ.লীগ নিষিদ্ধে কী আইন আছে, জানালেন আসিফ নজরুল

১০

মেগা প্রকল্পের নামে লুটপাট হয়েছে : উপদেষ্টা ফাওজুল কবির

১১

সরকারি আদেশে ভারতে বন্ধ ‘দ্য ওয়ার’ নিউজ সাইট

১২

রাতে ৬০ কিমি বেগে বজ্রবৃষ্টির পূর্বাভাস

১৩

চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা, গরমে হাঁসফাঁস

১৪

পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার ভিডিও প্রকাশ

১৫

আ.লীগ নিষিদ্ধের সমাবেশে স্প্রে ক্যানন দিয়ে ছিটানো হচ্ছে পানি

১৬

কলা বাগান থেকে ২২ ককটেল উদ্ধার

১৭

বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নতুন দাবি

১৮

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষার তারিখ পরিবর্তন

১৯

মানবতার শত্রু আ.লীগকে দ্রুত নিষিদ্ধ ও বিচার করতে হবে : হেফাজতে ইসলাম

২০
X