কালবেলা প্রতিবেদক, গাজীপুর
প্রকাশ : ১৮ জুলাই ২০২৪, ০২:১০ পিএম
আপডেট : ১৮ জুলাই ২০২৪, ০২:১৬ পিএম
অনলাইন সংস্করণ

গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ, বিক্ষোভ

গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা
গাজীপুরে কোটা আন্দোলনকারীদের সড়ক অবরোধ। ছবি : কালবেলা

কোটা ইস্যুতে শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশ ও ছাত্রলীগের হামলা, খুনের প্রতিবাদ, খুনিদের বিচার, সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস নিশ্চিত ও কোটা সংস্কারের একদফা দাবিতে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ত্রিমোড় ও কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এ সময় অবরোধের কারণে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে চন্দ্রা ত্রিমোড় বাসস্ট্যান্ড এলাকায় ৩-৪ শতাধিক কোটা আন্দোলনকারীরা লাঠি-জাতীয় পতাকাসহ মিছিল নিয়ে মহাসড়কে ওঠে পড়েন। এ সময় তারা কোটা সংস্কার ও আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় বিচার দাবি করে বিভিন্ন স্লোগান দেন।

একই দাবিতে মহাসড়কের কোনাবাড়ি এলাকায় সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আন্দোলনকারীরা। অপ্রীতিকর ঘটনা এড়াতে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়া ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মাওনা এলাকায় সড়ক অবরোধ করে রাখা হয়েছে।

এদিকে কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে সড়ক মহাসড়কে অপেক্ষাকৃত কম যানবাহন চলাচল করছে। লোকসমাগম এলাকায় মানুষের উপস্থিতিও কম রয়েছে। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিভিন্ন রুটের যানবাহন সীমিত আকারে চলাচল করলেও স্থানীয় রুটের গাড়ি চলাচল স্বাভাবিক রয়েছে। তবে অন্যান্য দিনের তুলনায় তা অনেক কম। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন জরুরি প্রয়োজনে বিভিন্ন স্থানে যাতায়াতকারীরা।

নাওজোড় হাইওয়ে থানার ওসি শাহাদাত হোসেন বলেন, আন্দোলনকারীদের মহাসড়কে অবস্থানের কারণে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনাস্থলে সতর্ক অবস্থায় রয়েছে। তবে এখনো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

গাজীপুরে দুই প্লাটুন বিজিবি গুরুত্বপূর্ণ পয়েন্টে টহল দিচ্ছে বলে নিশ্চিত করে গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, উদ্ভূত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি প্রস্তুত রাখা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

ঘটনাপ্রবাহ: কোটা সংস্কার আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের ব্যবধানে দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

সুস্থ থাকতে খেলাধুলার বিকল্প নেই : মেয়র ডা. শাহাদাত

ভুল বুঝিয়ে স্বাক্ষর নেওয়ায় প্রতিবন্ধীর প্রতিবাদ

হোয়াইটওয়াশ এড়াতে মিরাজদের সামনে বিশাল লক্ষ্য

চাকসুতে শিবির সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে নারী শিক্ষার্থীকে হেনস্তার অভিযোগ

গুমের শিকার পরিবারগুলোর মানববন্ধন / স্বজনদের ফেরত দিন, না পারলে জড়িতদের বিচার করুন

অগ্নিকাণ্ডে মৃত ব্যক্তিদের পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষা লাগবে : ফায়ার সার্ভিস

গণভোট মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জামায়াতের

গাজার ফুটবল পুনর্গঠনে সহায়তার অঙ্গীকার ফিফা সভাপতির

বিশ্ববাজারে স্বর্ণের দামে আবার রেকর্ড

১০

কুমিল্লা বিভাগের দাবিতে শিক্ষার্থীদের মিছিল ও সমাবেশ

১১

চাকসু নির্বাচন / ছাত্রদলের এজিএস প্রার্থীকে সমর্থনে সরে দাঁড়ালেন এক প্রার্থী

১২

মিরপুরে অগ্নিকাণ্ডে মৃত্যুর ঘটনায় প্রধান উপদেষ্টার শোক

১৩

বিয়েতে বন্ধু না আসায় কবুল বলেনি বর

১৪

চাটুকারিতাকে যেভাবে পররাষ্ট্রনীতিতে রূপ দিলেন শেহবাজ শরিফ

১৫

ব্যাংক কর্মকর্তাদের জন্য শরিয়াভিত্তিক হাউস-কার লোন চালুর পরামর্শ আহমাদুল্লাহর

১৬

আগামীর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষার্থীদের এগিয়ে আসার আহ্বান ধর্ম উপদেষ্টার

১৭

জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৩ কর্মকর্তার-কর্মচারীর বিরুদ্ধে মামলা

১৮

৪৯তম বিশেষ বিসিএসে অংশ নেননি ৪১ শতাংশ পরীক্ষার্থী 

১৯

মাদাগাস্কারের ক্ষমতা দখল করল সেনাবাহিনী

২০
X