লক্ষ্মীপুরের কমলনগরে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় মাকে অপহরণ ও শারীরিক নির্যাতনের মামলায় ভাষাসৈনিকের নাতি আরিফুল ইসলাম সুমনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। রোববার রাতে উপজেলার হাজিরহাট ইউনিয়নের নানা ভাষাসৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
এর আগে কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা বেগম চিনুর স্বামী অ্যাডভোকেট আবুল খায়ের ঢাকার মুগদা থানায় তার বিরুদ্ধে অপহরণের মামলা করেন। ওই মামলায় সুমন ওয়ারেন্টভুক্ত হয়ে হাজিরহাট গ্রামের কমরেড মোহাম্মদ তোয়াহার বাড়িতে পলাতক ছিলেন।
মামলা সূত্রে জানা যায়, ভাষাসৈনিক কমরেড মোহাম্মদ তোয়াহার মেয়ে শাহানা আক্তার দীর্ঘদিন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ঢাকার বাসায় অবস্থান করছেন। এ সুযোগে তার আগের সংসারের মাদকাসক্ত সন্তান আরিফুল ইসলাম সুমন মায়ের কাছ থেকে সম্পত্তি লিখে নেওয়ার চেষ্টা করেন। ব্যর্থ হয়ে সুমন ঢাকার মানিকনগরে নিজ বাসায় সম্পত্তির জন্য আটক রেখে তার মাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন।
আরও জানা যায়, পরে শাহানার স্বামী অ্যাডভোকেট আবুল খায়ের গত ২৪ মে মুগদা থানায় বাদী হয়ে মামলা করলে শাহানাকে হাসপাতাল থেকে উদ্ধার করলেও পুলিশ সুমনকে গ্রেপ্তার করতে পারেনি। পুলিশের হয়রানি থেকে বাঁচতে সুমন কমলনগর উপজেলার হাজিরহাট ইউনিয়নের নানা কমরেড তোয়াহার বাড়িতে অবস্থান করেন। গোপন সংবাদে রোববার রাতে কমলনগর থানা পুলিশ ওই বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।
কমলনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, ঢাকার মুগদা থানায় করা মামলায় ওয়ারেন্ট থাকায় সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে ঢাকায় পাঠানোর চেষ্টা চলছে।
মন্তব্য করুন