মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মিনিবাস-সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলে দুজন এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আরও ৩ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
নিহতরা হলেন নাজমা বেগম (৩৫), হাসাইন আহমদ (১৭), ফাহাদ আলম (১২)।
বৃহস্পতিবার (৮ আগস্ট) দুপুরে মৌলভীবাজার-সিলেট আঞ্চলিক মহাসড়কের কালাপুর পেট্টল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে সিএনজি দুমড়েমুচড়ে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, অটোরিকশাটি যাত্রী নিয়ে মৌলভীবাজারের দিকে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক দিয়ে আসা একটি যাত্রীবাহী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ৬ যাত্রীর মধ্যে ঘটনাস্থলেই ২ জনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় চারজনের মধ্যে একজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
জানা যায়, নিহত এবং আহত হওয়া সবার বাড়ি শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়নের বরুণা ও মীরনগর এলাকায়।
মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) আহমদ ফয়সল জামান বলেন, দুর্ঘটনাস্থলে দুজন ও সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।