খুলনার পাইকগাছায় স্বপন বিশ্বাস (৫৭) নামে এক সাবেক ইউপি সদস্যকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রাতের আঁধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে এ ঘটনা ঘটে। নিহত স্বপন দেলুটী গ্রামের মৃত হরিদাশ বিশ্বাসের ছেলে।
নিহতের বিষয়টি নিশ্চিত করে বর্তমান ইউপি সদস্য মঙ্গল মন্ডল জানান, বৃহস্পতিবার রাতে দেলুটী স্কুল মোড় থেকে চা খেয়ে রাত পৌনে ১০টার দিকে বাড়ির দিকে রওনা হন স্বপন বিশ্বাস। পথিমধ্যে আকবরের ঘেরের পাশে দুর্বৃত্তরা তাকে পিটিয়ে ফেলে চলে যায়। প্রতিবেশীরা ১১টার দিকে মৎস্য লিজ ঘেরে যাওয়ার সময় রাস্তার পাশে স্বপনকে পড়ে থাকতে দেখে। পরে তার পরিবারে খবর দেওয়া হয়। স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে ট্রলার যোগে পাইকগাছায় আনার পথে সোলাদানা বাজরের এক ডাক্তারের নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করে। তার মাথায় হাতুড়ি আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
মৃতের লাশ তার বাড়িতে ফিরিয়ে নিয়ে যান তার স্বজনরা। নিহত স্বপন বিশ্বাসকে শুক্রবার (৯ আগস্ট) সকাল ১০টায় সৎকার করা হয়েছে বলে জানা গেছে।
পাইকগাছা থানার ওসি মো. ওবাইদুর রহমান বলেন, হত্যার ঘটনাটি লোকমুখে শুনেছি। তবে আমার কাছে কেউ কোনো অভিযোগ করেনি।
মন্তব্য করুন