কুড়িগ্রামের ফুলবাড়ীতে প্রতিটি পাড়া-মহল্লায় হিন্দু সম্প্রদায়ের লোকজনের ভয়ভীতি দূর করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কর্মসূচি পালন করেন বৈষম্যবিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা।
শুক্রবার (৯ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফুলবাড়ী শাখার বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মোটরসাইকেলে উপজেলার ছয়টি ইউনিয়নের প্রতিটি হিন্দু পল্লিতে তাদের ভয়ভীতি দূর করতে সচেতনতামূলক প্রচার-প্রচারণা কর্মসূচি পালন করেন।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক জাকারিয়া হোসাইন বাধনসহ কয়েকজন শিক্ষার্থী বলেন, অনেক কষ্ট করে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা হাসিনা সরকারের পতন ঘটিয়ে নতুনভাবে বাংলাদেশ স্বাধীন করেছে। আমরা এই স্বাধীন বাংলাদেশে কোনো ধরনের অশান্তি ও বিশৃঙ্খল পরিবেশ দেখতে চাই না।
তাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা হিন্দু সম্প্রদায়ের মানুষ-জনদের ভয়ভীতি দূর করার জন্য প্রতিটি পাড়া-মহল্লায় গিয়ে তাদের সাহস জুগিয়ে স্বাধীনভাবে জীবনযাপন করার জন্য প্রচার-প্রচারণা চালাচ্ছেন।
ফুলবাড়ীতে হিন্দু সম্প্রদায়ের মানুষজন যেন কোনো ধরনের ক্ষতিগ্রস্ত ও হামলার শিকার না হয় সেজন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সব সময় তাদের পাশে থাকবে। এ রকম কর্মসূচি চলমান থাকবে বলে জানান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।