খুলনায় হিন্দু ব্যবসায়ীর বাড়িতে লুটপাট ও অগ্নিসংযোগের অভিযোগের সত্যতা পাওয়ায় পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডলের প্রাথমিক সদস্য পদসহ দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার উপজেলা শ্রীফলতলা ইউনিয়নের পাঁচ নেতাকর্মীকে শোকজ করা হয়েছে।
শনিবার (১০ আগস্ট) খুলনা জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান ও সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত পৃথক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাময়িক বহিষ্কার দুজন হলেন পাইকগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এসএম এনামুল হক ও সদস্য কিশোর মণ্ডল। এ ছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রূপসার শ্রীফলতলা ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন ইজারাদার, জেলা তাঁতি দলের সদস্য সচিব মাহমুদ আলম লোটাস, বিএনপি কর্মী নাসির মেম্বর, রুতাপ শেখ ও শাফায়েত হোসেন।
এ ছাড়া তিন দিনের মধ্যে তাদের লিখিত জবাব দিতেও নির্দেশ দেওয়া হয়েছে।