দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পিরোজপুর জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসানসহ চার নেতাকে বহিষ্কার করেছেন যুবদলের কেন্দ্রীয় কমিটি।
শনিবার (১০ আগস্ট) রাতে দলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন- জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান, যুগ্ম আহ্বায়ক শেখ বদিউজ্জামান রুবেল, যুগ্ম আহ্বায়ক মো. রিয়াজ শিকদার, জেলার ভান্ডারিয়া উপজেলা যুবদলের সদস্য সচিব শামিম হাওলাদার।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম নয়নের সিদ্ধান্ত মোতাবেক তাদের দলীয় পদসহ দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাদের বহিষ্কার করা হয়েছে। এতে বলা হয়েছে, বহিষ্কৃত নেতাদের অপকর্মের কোনো দায় দায়িত্ব দল নেবে না এবং যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীকে তাদের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখতে অনুরোধ করা হয়েছে।
জানা গেছে, গত ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতা ছাড়ার পর জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল ও তার ভাই পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইন্দুরকানী উপজেলা চেয়ারম্যান জিয়াউল আহসান গাজীর বাড়িসহ বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর এবং লুটপাটের অভিযোগ আনা হয়। এ ছাড়া জিয়াউল আহসানের গাড়ি ছিনতাইয়ের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। পরবর্তীতে জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন গাড়িচালকের কাছে গাড়ির চাবি হস্তান্তর করে গাড়িটি ফেরত দেন।
জেলা যুবদলের আহ্বায়ক মো. মারুফ হাসান কালবেলাকে বলেন, আমার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই অভিযোগ মিথ্যা। আমি ষড়যন্ত্রের স্বীকার।
মন্তব্য করুন