টানা বৃষ্টির পর খুলনায় আবারও চোখ রাঙ্গাচ্ছে ডেঙ্গু ভাইরাস। ১৫ দিনের ব্যবধানে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত ২ জনের মৃত্যু হয়েছে।
খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাস রঞ্জন হালদার বলেন, শুক্রবার (৩০ আগস্ট) পিরোজপুরের মঠবাড়িয়া থেকে সোমা (২২) নামে একজন ডেঙ্গু রোগী ভর্তি হয়। শনিবার (৩১ আগস্ট) ভোরে তিনি মারা গেছে। এর আগে গত ১৪ আগস্ট একজন রোগীর মৃত্যু হয়েছিল।
হাসপাতাল সূত্রে জানা গেছে, চলতি বছরে এই হাসপাতালে ৯০ জন রোগী এসেছেন। এর মধ্যে বর্তমানে চিকিৎসাধীন ১৫ জন, চিকিৎসা শেষে চলে গেছে ৭৩ জন।
জানা যায়, ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আগস্টে সারাদেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬ হাজার ৫২১ জন; যা আগের সাত মাসের চেয়েও বেশি রোগী। এ ছাড়া শনিবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু হয়েছে। গত এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, চলতি বছর জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হন ১২ হাজার ৮৪১ জন। এর মধ্যে প্রথম সাত মাসে ভর্তি হয়েছিলেন ৬ হাজার ৩২০ জন। তবে আগস্টেই ভর্তি হয়েছেন ৬ হাজার ৫২১ জন। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৮৩ জন। এদের মধ্যে শুধু আগস্টে ২৭ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ফেব্রুয়ারিতে ১৪, মার্চে ৩, এপ্রিলে ২, মে ১২, জুনে ৮ ও জুলাইয়ে ১২ জন। এ হিসাবে জুলাইয়ের তুলনায় আগস্টে ডেঙ্গুতে মৃত্যু বেড়েছে দ্বিগুণ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, সারাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে বর্তমানে ১ হাজার ৩৩৩ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে ঢাকায় ৭৮০ এবং দেশের অন্য বিভাগে বাকি ৫৫৩ জন।
মন্তব্য করুন