ঝালকাঠির কাঠালিয়ায় সংবাদ সম্মেলন করেছেন আওয়ামী লীগের পদবঞ্চিত শতাধিক নেতাকর্মী।
সোমবার (৩১ জুলাই) দুপুরে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সিকদারের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আরও পড়ুন : রাজবাড়ীতে যুব মহিলা লীগের কমিটি দিল কে?
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তরুণ সিকদার লিখিত অভিযোগে জানান, জাতীয় নির্বাচন সামনে রেখে সব রকম কমিটি গঠন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা দেয় কেন্দ্রীয় কমিটি। কিন্তু নিদের্শনা উপেক্ষা করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের কমিটিতে স্বাধীনতাবিরোধী পরিবারের সদস্য, অনুপ্রবেশকারী মাদকাসক্ত ও মাদক ব্যবসায়ী এবং নারী কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের কমিটিতে অর্থের বিনিময় গুরুত্বপূর্ণ পদ দেওয়া ও ত্যাগী নেতাকর্মীদের বঞ্চিত করে কমিটি গঠন করা হচ্ছে।
পাটিখালঘাটা ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম শাহীন যিনি পূর্বে একটি মেয়ের সঙ্গে আপত্তিকর চ্যাটিং করেছেন মেসেঞ্জারে, এ বিষয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব পত্রিকায় প্রকাশিত হওয়ার পরেও তাকে পুনরায় আবারও সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয় অবৈধভাবে। এসব অনৈতিক কার্যক্রমের বিষয়ে প্রতিবাদ জানানো হয় সংবাদ সম্মেলনে। কমিটি বাতিল না হলে আগস্টের পরে কঠোর আন্দোলন ও প্রতিবাদ কর্মসূচির হুঁশিয়ারি দেন কাঠালিয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ তরুণ সিকদার।
সংবাদ সম্মেলনে কাঠালিয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান সিকদার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদ হোসেন রিপনসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন