বগুড়ার শিবগঞ্জে ছেলে ইকবাল হোসেনকে জমি লিখে না দেওয়ায় বাবা-মা পিটিয়ে রক্তাক্ত জখমের ঘটনা ঘটেছে। এ সময় ভগ্নিপতি বাধা দিতে গেলে তাকে মারপিটে আহত করা হয়। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে শিবগঞ্জ পৌর এলাকার তেঘরী মহল্লায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন ওই মহল্লার আকবর আলী (৬৫), তার স্ত্রী জয়নাব বিবি (৬০) ও তাদের মেয়ের জামাই ছায়েদ জামান (৪০)।
থানায় দেওয়া অভিযোগ সূত্রে জানা গেছে, আকবর-জয়নব দম্পতির একমাত্র ছেলে ইকবাল হোসেন (৪৫)। সে তার বাবার কাছে প্রায় ৪৪ শতক জমি লিখে নিতে চায়। তার বাবা তাতে অস্বীকার করে জানান, সময় হোক পরে লিখে দেব। এ নিয়ে প্রায়ই সংসারে অশান্তি লেগেই থাকতো।
ঘটনার দিন মঙ্গলবার রাত ১০টার দিকে জমি লিখে দেওয়া নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ইকবাল তার বাবা আকরব আলী, মা জয়নাব বিবি ও ভগ্নিপতি ছায়েদ জামানকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। এতে তারা গুরুতর আহত হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে।
এ প্রসঙ্গে আকবর আলী বলেন, জমি দলিল করে দিতে অস্বীকৃতি জানালে আমার একমাত্র ছেলে আমাদেরকে মারপিট করে মাথা ফাটিয়ে দিয়েছে।
শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক কর্মকর্তা ডা. বিপুল সরকার জানান, মা-বাবাসহ তিনজনই ভাল আছেন। তারা শঙ্কামুক্ত আছেন।
এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি আব্দুর রউফ বলেন, এ বিষয়ে অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন