ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা : দেলাওয়ার হোসেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে অতিথিরা। ছবি : কালবেলা

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি মো. দেলাওয়ার হোসেন বলেছেন, পার্বত্য চট্টগ্রামে রক্তের হলি খেলা শুরু হয়েছে। শেখ হাসিনা সরকার ১৫ বছর ধরে ভারতীয় সরকারকে খুশি করতে দেশকে ভারতের অঙ্গরাজ্য করার স্বপ্ন নিয়ে কাজ করেছিল। সে স্বপ্ন যখন ধূলিসাৎ হয়েছে তখন বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গিয়ে আবারও পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিছিন্ন করতে ষড়যন্ত্র শুরু করেছে।

শনিবার (২১ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা শাখার আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও ঐক্য সমাবেশে এসব কথা বলেন তিনি।

দেলাওয়ার হোসেন বলেন, পার্বত্য চট্টগ্রাম নিয়ে কোনো ষড়যন্ত্র করবেন না এবং কোনো ভাইয়ের বুকে গুলি চালাবেন না। যদি রক্তের হোলি খেলা বন্ধ না হয় এবং কোনো ষড়যন্ত্র করা হয় তাহলে দেশের ১৮ কোটি জনতাকে নিয়ে পার্বত্য চট্টগ্রামে লং মার্চ করব।

তিনি বলেন, স্বৈরাশাসক শেখ হাসিনার পতনের পরও তার যে দোসররা রয়েছে তারা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে রয়েছেন। তারা দেশকে অস্থিতিশীল করার পাঁয়তারা করছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলব, এদের খুঁজে বের করে তাদের উপযুক্ত বিচার করতে হবে। কয়েক দিন পর হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সেখানে দুষ্কৃতকারীরা যেন আমাদের যে সম্প্রীতি রয়েছে সেখানে আঘাত হানতে না পারে। সেজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

শিবিরের সাবেক এ সভাপতি বলেন, ঠাকুরগাঁওয়ে আগের যে এমপি-মন্ত্রী ছিলেন তারা উন্নয়নে কাজ করেনি। রাজধানীর সঙ্গে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের জন্য বিমানবন্দরটি পুনরায় চালু করতে হবে। সাধারণ মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে এখানে একটি মেডিকেল কলেজ স্থাপন করতে হবে। আমাদের কৃষি প্রধান এলাকা কৃষকদের জন্য তারা কোনো কিছু করেনি। তাই আমরা দাবি জানাই এই এলাকায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হোক। সেই সঙ্গে কৃষি পণ্য প্রক্রিয়াজাতকরণের জন্য ইপিজেড করার দাবি জানাই।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীকে ধ্বংস করতে চেয়েছিল কিন্তু পারেনি। জামায়াতে ইসলামী একটি শান্তির সমাজ ও রাষ্ট্র গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। যে সমাজে কোনো অন্যায়, অবিচার হবে না। ইসলামী শাসন ব্যবস্থায় রাষ্ট্র পরিচালিত হলে আর কোনো অন্যায়-অবিচার হবে না ইনশাআল্লাহ। তাই সবাইকে সহযোগিতা করার আহ্বান জানাই।

রুহিয়া থানা শাখার আমির আব্দুর রশিদের সভাপতিত্বে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও ঠাকুরগাঁও জেলা শাখার আমির মাওলানা আব্দুল হাকিম, জেলা সেক্রেটারি মোহাম্মদ আলমগীর, সহকারী জেলা সেক্রেটারি অধ্যক্ষ কফিল উদ্দিন আহমদ, জেলা ইমাম উলামা পরিষদের সভাপতি মাওলানা খলিলুর রহমান প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের ৩১ দফায় বদলে যাবে শরীয়তপুর : নুরুদ্দিন আহাম্মেদ অপু

এরশাদ-হাসিনা কারও সঙ্গেই আপস করেননি খালেদা জিয়া : মিল্লাত

মান্নাকে ইসলামী ব্যাংকের চূড়ান্ত নোটিশ, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি

সব দল ইসলামের পতাকাতলে সমবেত হবে ইনশাআল্লাহ : অধ্যাপক মুজিবুর

মনোনয়নের খবর শুনে উচ্ছ্বাস, কিছুক্ষণ পর বিএনপি নেতার মৃত্যু

জুলাই গণঅভ্যুত্থানে হত্যা / সাবেক বিচারপতি-হুইপসহ ১৫৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট

ইসলামের বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে : ধর্ম উপদেষ্টা

ববি উপাচার্য দপ্তরে ‘মুলা’ ঝুলিয়ে প্রতীকী প্রতিবাদ

ধেয়ে আসছে তীব্র শীত, দফায় দফায় শৈত্যপ্রবাহ

‘বাকসু’ নিজেদের রাখতে বিএম কলেজ শিক্ষার্থীদের হুঁশিয়ারি

১০

নিবন্ধন পেতে যাচ্ছে ২ রাজনৈতিক দল

১১

বেওয়ারিশ কুকুরের প্রতি সামিনের ‘অদ্ভুত’ ভালোবাসা

১২

ডিসেম্বরেই তিনশ আসনে মনোনয়ন চূড়ান্ত করবে এনসিপি : সারজিস

১৩

দেশে এল তারেক রহমানের বুলেটপ্রুফ গাড়ি

১৪

বাসচাপায় প্রাণ গেল দুজনের, সাংবাদিকসহ আহত ৩

১৫

এয়ার অ্যাম্বুলেন্সে ‘কারিগরি ক্রটি’, খালেদা জিয়ার লন্ডন যাত্রায় দেরি হতে পারে

১৬

আপন দুই ভাই পেলেন বিএনপির মনোনয়ন 

১৭

বিপিএলে বিশ্বকাপ প্রস্তুতি চান লিটন

১৮

গাজায় বিতর্কিত সশস্ত্র গোষ্ঠীর নেতাকে হত্যা করল ফিলিস্তিনিরা

১৯

বাংলাদেশ-পাকিস্তানকে দুঃসংবাদ দিল যুক্তরাজ্যের ৯ বিশ্ববিদ্যালয়

২০
X