শনিবার, ২৯ নভেম্বর ২০২৫, ১৪ অগ্রহায়ণ ১৪৩২
পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৪, ০৯:১৩ পিএম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১০:২১ এএম
অনলাইন সংস্করণ

পটুয়াখালীর ২১ ইউপি চেয়ারম্যান পলাতক, ভোগান্তিতে জনগণ

আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। ছবি : কালবেলা
আউলিয়াপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়। ছবি : কালবেলা

ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর চেয়ারম্যান লাপাত্তা, তার কোনো খোঁজখবর নেই। তিনি কোথায় আছেন, সঠিক ঠিকানাও কেউ জানে না। একটা প্রশংসাপত্র আর ট্রেড লাইসেন্স করার জন্য তিন দিন ধরে আউলিয়াপুর ইউনিয়ন পরিষদের বারান্দায় ঘুরতেছি। পরে ইউপি সচিব আর প্যানেল চেয়ারম্যানের সহযোগিতায় কাগজ দুইডা পাইছি।

এভাবেই ইউনিয়ন পরিষদে সেবা নিতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার কথা জানাচ্ছিলেন আউলিয়াপুর ইউনিয়নের বাসিন্দা জব্বার মৃধা। সরকার পতনের পর বর্তমানে তৃণমূল মানুষের বিড়ম্বনা ও ভোগান্তি লাঘবের জন্য এসব ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা এসিল্যান্ড এবং প্যানেল চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছে জেলা প্রশাসন।

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, পটুয়াখালী জেলায় মোট ৭৭টি ইউনিয়ন পরিষদের মধ্যে ২১ ইউপি চেয়ারম্যান পলাতক রয়েছেন। কোথাও কোথাও চেয়ারম্যানদের সঙ্গে কিছু কিছু দলীয় মেম্বার ও নারী মেম্বারও আত্মগোপনে চলে যান। এতে নাগরিক সেবা থেকে বিঘ্নিত হচ্ছেন সাধারণ মানুষ এবং যথাসময়ে পাচ্ছেন না জন্মসনদ, মৃত্যু নিবন্ধন, নাগরিকত্ব সনদ, ট্রেড লাইসেন্সসহ অন্যান্য সনদ ও প্রত্যয়নপত্র।

পলাতক চেয়ারম্যানদের ইউনিয়নগুলো হলো পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই, বড়বিঘাই, মাদারবুনিয়া, মরিচবুনিয়া, বাউফলের কালাইয়া, বগা, কালিশুরি, চন্দ্রদ্বীপ, কনকদিয়া, কেশবপুর ধুলিযা, সূর্যমনি, দুমকির লেবুখালী, আঙ্গারিয়া, মুরাদিয়া, দশমিনার বহররমপুর, দশমিনা সদর, রাঙ্গাবালীর ছোট বাইশদিয়া, মৌডুবী, মির্জাগঞ্জের মাধবখালী ও কলাপাড়ার লতাচাপলি।

সদর উপজেলার মরিচবুনিয়া ইউনিয়ন পরিষদে সরেজমিন দেখা যায়, মো. মাসুম মৃধা অনুপস্থিত। তার অনুপস্থিতিতে সেখানে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে। কিন্তু প্রশাসনিক কাজে ব্যস্ততার কারণে তিনিও নিয়মিত পরিষদে উপস্থিত থাকতে পারছেন না বলে জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইফফাত আরা জামান ঊর্মি কালবেলাকে বলেন, সদর উপজেলার চারজন চেয়ারম্যান অনিয়মিত। তাদের মধ্যে তিন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া মরিচবুনিয়া ইউপি সদস্যদের অভ্যন্তরীণ সমস্যা থাকায় আমি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছি।

এ ব্যাপারে পটুয়াখালী জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও অতিরিক্ত জেলা প্রশাসক জুয়েল রানা কালবেলাকে বলেন, রাজনৈতিক পটপরিবর্তনের পর জেলার ২১ ইউনিয়নের চেয়ারম্যান আত্মগোপনে রয়েছেন। এসব ইউপির আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা এসিল্যান্ড এবং প্যানেল চেয়ারম্যানদের দেওয়া হয়েছে। চেয়ারম্যান-মেম্বাররা যেভাবে সার্বক্ষণিক পরিষদে বসতে পেরেছেন, সেভাবে প্রশাসনের লোক পারছে না। এজন্য একটু সমস্যা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে জামায়াত আমিরের উদ্বেগ

খালেদা জিয়াকে নিয়ে হাদির আবেগঘন বার্তা

খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর নিতে মধ্যরাতে হাসপাতালে আসিফ নজরুল

জামায়াতের সাবেক আমিরের কবর জিয়ারত করলেন আবদুল আউয়াল মিন্টু

খালেদা জিয়ার জন্য প্রধান উপদেষ্টার দোয়া কামনা, তারেক রহমানের কৃতজ্ঞতা

নির্বাচিত হলে সব চাঁদাবাজি ও অনিয়ম দূর করব : আবদুল আউয়াল মিন্টু

আমি জনগণের শাসক নয়, সেবক হতে চাই : খন্দকার আবু আশফাক

১৯ দেশের অভিবাসীদের গ্রিন কার্ড আবার যাচাই করবে যুক্তরাষ্ট্র

মাদক চোরাচালান চক্রের মূলহোতাসহ ২ সহযোগী গ্রেপ্তার

বিএনপিতে কোনো ভেদাভেদ নেই : মিনু

১০

গুগলকে কনটেন্ট সরাতে অনুরোধের সংখ্যা নিয়ে সরকারের ব্যাখ্যা

১১

অগ্রগতি, সমৃদ্ধি ও উন্নয়নের রাজনীতি করে বিএনপি : শিমুল বিশ্বাস

১২

বগুড়ায় খালেদা জিয়ার নির্বাচন পরিচালনায় ১১ সদস্যের কমিটি

১৩

নির্বাচিত সরকার ছাড়া দেশে কোনো সংস্কারই বাস্তবায়ন সম্ভব নয় : ইশরাক 

১৪

আ.লীগ হিন্দু সম্প্রদায়ের আবেগ নিয়ে রাজনীতি করেছে : আমান

১৫

তারেক রহমানের নেতৃত্বে হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে : নজরুল ইসলাম

১৬

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

১৭

নারীসহ দুজনকে বিবস্ত্র করে নির্যাতনের ভিডিও প্রচার, চাঁদা দাবি

১৮

পুলিশকে কামড়ে পালানো সেই ছাত্রদল নেতা বহিষ্কার

১৯

ভূমিকম্পে ঢাকায় কোন এলাকা নিরাপদ, ‘ব্লাইন্ড ফল্ট’ কোথায়

২০
X