ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ০১:১৬ পিএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

ব্রাহ্মণপাড়ায় সড়কের ওপর বাঁশের সাঁকো!

ভয়াবহ বন্যার কবলে পড়ে সড়ক ভেঙে যাওয়ায় সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা
ভয়াবহ বন্যার কবলে পড়ে সড়ক ভেঙে যাওয়ায় সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। ছবি : কালবেলা

সম্প্রতি ভয়াবহ বন্যার কবলে পড়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ার চান্দলা-দেউস সড়কের বিভিন্ন অংশ ভেঙে গেছে। সড়কের এসব ভাঙা অংশের ওপরে বাঁশের সাঁকোয় চলাচল করছেন স্থানীয় লোকজন। সড়কের সংস্কারকাজ না হওয়ায় চরম দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয়রা।

উপজেলার চান্দলা টানা ব্রিজ থেকে চান্দলা-দেউস সড়কটির ৩ কিলোমিটারের মধ্যে তিন জায়গায় বন্যা পানির স্রোতে ভেঙে যায়। পুরো সড়কের বিভিন্ন অংশে পিচ উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। বর্তমানে পায়ে হেঁটে চলাচলের জন্য সড়কের ৩টি ভাঙা অংশে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, সড়কের শান্তিনগর এলাকার পশ্চিম অংশে প্রায় ৫০ ফুট, পূর্ব অংশে প্রায় ১০০ ফুট এবং দেউস অংশে ২০ ফুট সড়ক ভেঙে গেছে। উপজেলার রামচন্দ্রপুর, শান্তিনগর, দেউস, সাজঘর, চড়ের পাথর, চৌব্বাস, রাহুল খাঁর ও মন্দভাগ এলাকার হাজার হাজার মানুষের চলাচলের একমাত্র সড়ক এটি। প্রতিদিন এই সড়কে স্কুল, কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় লোকজনকে দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে শিশু, বয়স্ক মানুষ ও রোগীরা চরম ভোগান্তির শিকার।

দেউস এলাকার বাসিন্দা আমজাদ হোসেন বলেন, আপাতত চলাফেরা সচল রাখতে আমরা স্থানীয়রা মিলে বাঁশ দিয়ে সাঁকো তৈরি করেছি। কোথাও যেতে আগের তুলনায় কমপক্ষে দেড়ঘণ্টা আগে বের হতে হচ্ছে। প্রায় ৩ কিলোমিটার সড়ক পায়ে হেঁটে সাঁকো পার হয়ে যেতে হয়। আমরা খুব দ্রুত এই সড়কের সংস্কারের দাবি জানাই।

সাজঘর এলাকার বাসিন্দা কবির হোসেন বলেন, যেসব স্থান বন্যার পানির স্রোতে ভেঙে মাটি সরে গেছে সেসব স্থানে আমরা বাঁশের সাঁকো তৈরি করেছি। তবে এসব সাঁকো দিয়ে মহিলা, শিশু ও বয়স্ক মানুষের পারাপার করতে সমস্যা হচ্ছে। যতটা দ্রুত সম্ভব এই সড়কের সংস্কারের দাবি জানাচ্ছি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, উপজেলা সদরে যাতায়াতের চান্দলা-দেউস সড়কটির বিভিন্ন জায়গা ভয়াবহ বন্যায় ভেঙে গেছে। শশীদল ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত অন্যান্য সড়কগুলো সর্বসাধারণের চলাচলের উপযোগী করতে উপজেলা প্রকৌশলীর সঙ্গে আলোচনা করেছি। খুব শিগগিরই সংস্কারকাজ শুরু হবে।

এলজিআরডির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী মো. আবদুর রহিম বলেন, বন্যায় শশীদল ইউনিয়নে প্রায় ২০টি পাকা ও কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কগুলো সংস্কার করতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাইক্রফট বিতর্কে একঘণ্টা দেরিতে শুরু হবে পাকিস্তানের ম্যাচ

সোনালি পেপারের শেয়ার কারসাজি / ১০ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ১২ কোটি টাকা জরিমানা, ছয় অডিট ফার্মকে তলব

পাসপোর্ট ছাড়া ফ্লাইট চালিয়ে জেদ্দায় আটক বিমানের পাইলট

ইরানে আরেকজনের মৃত্যুদণ্ড কার্যকর, আতঙ্কে গুপ্তচররা

রাকসু নির্বাচন : দলিল, ডাকটিকিট ও টাকার আদলে প্রার্থীদের অভিনব প্রচারণা

ঘাস কাটার সময় যুবককে ধরে নিয়ে গেল বিএসএফ

যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিল ছিনতাইকারী!

রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে কী হয়?

পিআর পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত : রিজভী

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা ময়লার ভাগাড় সরাতে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

১০

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন 

১১

ডেঙ্গুতে ঝরল আরও ৫ প্রাণ, হাসপাতালে ৬২২

১২

নিম্নমানের চাল বিতরণের ঘটনায় গুদাম সিলগালা

১৩

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিক

১৪

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান নিয়ে ‘সুখবর’ দিলেন স্বাস্থ্যের ডিজি

১৫

২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী তৌহিদ

১৬

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই

১৭

আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত

১৮

‘সাইয়ারা’ নায়িকার নতুন চ্যালেঞ্জ

১৯

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

২০
X