বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২
কেন্দুয়া নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ০৭ অক্টোবর ২০২৪, ১০:৩৭ এএম
অনলাইন সংস্করণ

কেন্দুয়ায় খানাখন্দে ভরা সড়ক, জনভোগান্তি চরমে

গোপালপুর-রামপুর সড়কের বেহালদশা। ছবি : কালবেলা
গোপালপুর-রামপুর সড়কের বেহালদশা। ছবি : কালবেলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গুরুত্বপূর্ণ সড়কের মধ্যে অন্যতম একটি গোপালপুর-রামপুর সড়ক। প্রায় ৮ কিলোমিটার অংশজুড়ে এই সড়কের বেহাল দশা। সড়কের অধিকাংশই খানাখন্দ আর বড় গর্তে ভরা। সামান্য বৃষ্টি হলেই গর্তে পানি জমে যায়। ফলে প্রায়ই ঘটছে ছোটবড় নানা দুর্ঘটনা। এতে ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী, যাত্রীসহ পরিবহন চালকদের।

সরেজমিনে দেখা গেছে, প্রায় ৮ কিলোমিটার সড়কজুড়ে কার্পেটিং উঠে ভেঙে গিয়ে বড়-বড় গর্তের সৃষ্টি হয়েছে। একেকটা গর্ত মরণফাঁদে পরিণত হয়েছে। একটু বৃষ্টি হলেই রাস্তা খানাখন্দে পানিতে ভরে যায়। কাঁদামাটি-পানি অতিক্রম করে যানবাহন চলাচল করতে হয়। প্রায় লাখো মানুষ নানান প্রতিকূলতা আর ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হচ্ছে এ সড়কে।

কেন্দুয়া-নেত্রকোনা মহাসড়কের রামপুর থেকে গোপালপুর বাজার পর্যন্ত একমাত্র সড়ক হওয়ায় বলাইশিমুল, দলপা, আশুজিয়া ইউনিয়ন ও পার্শ্ববর্তী নেত্রকোনা সদর উপজেলা এবং আটপাড়া উপজেলার প্রত্যন্ত অঞ্চলের প্রায় ৫০ হাজার মানুষের চলাচলের অবলম্বন এ সড়ক।

এই সড়ক দিয়ে গোপালপুর কলেজ, গোপালপুর উচ্চ বিদ্যালয়, রামপুর আনোয়ারা উচ্চ বিদ্যালয়, আশুজিয়া জি কে ইনস্টিটিউট, বালিগঞ্জ বাজার, রাজিবপুর বাজারসহ বেশকিছু মাদ্রাসা ও বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজনকে চলাচল করতে হয়। সড়কটি খানাখন্দে ভরা থাকায় অনেক যানবাহন ইতোমধ্যে কমে গেছে। ফলে কলেজ, স্কুল ও মাদ্রাসাশিক্ষার্থীহ জনসাধারণ চরম ভোগান্তিতে পড়েছেন।

রামপুর গ্রামের বাসিন্দা তফাজ্জল তালুকদার বলেন, রামপুর-গোপালপুর সড়কের বেহাল অবস্থা। দ্রুত সংস্কার করা হলে জনসাধারণ অনেক উপকৃত হবে।

গোপালপুর এলাকার বাসিন্দা স্কুলশিক্ষক রফিকুল ইসলাম বলেন, রামপুর-গোপালপুর সড়কটি এতই খারাপ যে শিক্ষক-শিক্ষার্থীদের চরম ভোগান্তি পেতে হচ্ছে। এ ছাড়া জরুরি প্রয়োজনে রোগী কিংবা গর্ভবতী নারীদের জেলা সদরে নিতে হলে ৫-৭ কিলোমিটার ঘুরে অন্য সড়কে যেতে হয়। আবার বৃষ্টি হলে বড় বড় গর্তে পানি জমে সড়ক দিয়ে চলাচল অসম্ভব হয়ে পড়ে। সড়কটি দ্রুত সংস্কার প্রয়োজন।

কেন্দুয়া উপজেলা এলজিইডি কার্যালয়ের প্রকৌশলী আল আমিন সরকার বলেন, এই সড়কটি জনগুরুত্বপূর্ণ সড়ক। আটপাড়া উপজেলা থেকে কেন্দুয়া গোপালপুর-রামপুর হয়ে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা পর্যন্ত বিস্তৃত এটি। আটপাড়া উপজেলা থেকে রামপুরা-গোপালপুর হয়ে গৌরীপুর উপজেলা পর্যন্ত সড়ক দ্রুত সংস্কারের জন্য ইতোমধ্যে নেত্রকোনা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে ঢাকায় প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। অনুমোদন পেলেই দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নতুন জোটের ঘোষণা দিল এনসিপি

কড়াইল বস্তিতে আগুন, তারেক রহমানের সমবেদনা

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা 

গণভোট অধ্যাদেশ জারি করে গেজেট প্রকাশ

জেসিআই ঢাকা ইউনাইটেডের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মাসউদ

কড়াইল বস্তির আগুন নিয়ন্ত্রণে

চীনা দূতাবাস কর্মকর্তার সঙ্গে চৌদ্দগ্রাম জামায়াত নেতাদের মতবিনিময়

নুরুদ্দিন আহম্মেদ অপুর সঙ্গে সেলফি তুলতে মুখিয়ে যুবসমাজ

অগ্রণী ব্যাংকের লকারে শেখ হাসিনার ৮৩২ ভরি স্বর্ণ

শুভর বুকে ঐশী, প্রেম নাকি সিনেমার প্রচারণা?

১০

৭০৮ সরকারি কলেজকে চার ক্যাটাগরিতে ভাগ

১১

ইউএস বাংলার সাময়িকীর কনটেন্ট তৈরি করবে অ্যানেক্স কমিউনিকেশনস

১২

সাদিয়া আয়মানের সমুদ্র বিলাশ

১৩

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

১৪

কড়াইলের আগুন নিয়ন্ত্রণে না আসার কারণ জানাল ফায়ার সার্ভিস

১৫

প্রশাসনের ৭ কর্মকর্তার পদোন্নতি

১৬

যুক্তরাষ্ট্রে যোগাযোগ ও মিডিয়া কনফারেন্সে জুলাই অভ্যুত্থান নিয়ে আলোচনা

১৭

এবার জুবিনের মৃত্যু নিয়ে উত্তাল বিধানসভা

১৮

‘সুখবর’ পেলেন বিএনপির আরেক নেত্রী

১৯

বাজার থেকে টিসিবির ২৪৮ বস্তা চাল জব্দ, ডিলার আটক

২০
X