আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৪, ০১:২২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৪, ০২:০৪ পিএম
অনলাইন সংস্করণ
পারকি সৈকতে বেপরোয়া বাইকাররা

দুর্ঘটনা আর ভোগান্তিতে বিরক্ত পর্যটকরা

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বাইকারদের দৌরাত্ম্য। ছবি : কালবেলা
চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে বাইকারদের দৌরাত্ম্য। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারা পারকি সমুদ্র সৈকতে প্রতিদিন অর্ধশতাধিক বেপরোয়া মোটরসাইকেল ও বিচ বাইকারদের দৌরাত্ম্যে বিরক্ত পর্যটকরা। প্রতিনিয়ত কিছু উশৃঙ্খল লোক ইচ্ছামতো সৈকতের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়ায়। এতে আগত পর্যটকদের দুর্ঘটনার পাশাপাশি ইভটিজিংয়ের কবলে পড়তে দেখা যায়। এ নিয়ে পর্যটকদের সঙ্গে মোটরসাইকেল চালকদের ঝগড়াঝাটি হাতাহাতিতেও গড়ায়। সৈকতে মোটরসাইকেল প্রবেশে নিষেধাজ্ঞা থাকলেও দায়িত্বপ্রাপ্তদের অনৈতিকভাবে অর্থ দিয়ে এসব বাইক প্রবেশ করে বলে জানিয়েছেন স্থানীয়রা। এমনকি সিএনজি চালিত অটোরিকশাও অনেক সময় সৈকতে ঢুকে পড়ে।

সৈকত ঘুরে দেখা যায়, মোটরসাইকেল ও বিচ বাইক বেপরোয়া গতিতে সৈকতে চক্কর দিচ্ছে। এতের ভয়ে পর্যটকদের সঙ্গে আসা শিশুরা ভয়ে অভিভাবকদের হাত পর্যন্ত ছাড়তে পারছে না। নারী পর্যটক দেখলেই বাইকের গতি বাড়িয়ে বিভিন্ন অঙ্গভঙ্গিও করে তারা।

জানা যায়, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম টানেল ও দেশের প্রধান সমুদ্র বন্দর একসঙ্গে দেখার সুযোগ হওয়ায় পর্যটকদের কাছে পারকি সমুদ্র সৈকত বেশ জনপ্রিয় হয়ে উঠে। এ ছাড়া সময় বাঁচাতে পর্যটকরা কক্সবাজার কিংবা কুয়াকাটা না গিয়ে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে ছুটে আসেন। সপ্তাহের বৃহস্পতি, শুক্র ও শনিবার এবং বিশেষ বিশেষ দিনে এখানে পর্যটকের সংখ্যা লক্ষাধিক ছাড়িয়ে যায়। পর্যটকরা সপরিবারে ঘুরতে আসেন। সৈকতের ওপরে আলাদা পার্কিংয়ের ব্যবস্থা থাকলেও দায়িত্বরতদের টাকার বিনিময়ে এসব মোটরসাইকেল সৈকতে নামিয়ে ইচ্ছামতো ছুটাছুটি করে বাইকাররা। এজন্য পর্যটকরা ট্যুরিস্ট পুলিশ না থাকা ও সৈকতে দায়িত্বরতদের দায়ী করেছেন।

রাউজান থেকে সপরিবারে বেড়াতে আসা কানিজ ফাতেমা জানায়, সৈকতে মোটরসাইকেলের ভয়ে বাচ্চারা একটু মুক্তভাবে দৌড়াদৌড়ি করতে পারছে না। বিরক্তিকর পরিস্থিতির শিকার হচ্ছি।

কর্ণফুলী থানার ওসি মো. মনির হোসেন বলেন, পর্যটকদের নিরাপত্তায় পুলিশ সার্বক্ষণিক কাজ করছে। এরপরও পুলিশকে ফাঁকি দিয়ে কিছু অসাধু লোক সৈকতে মোটরসাইকেল নিয়ে ঢুকে পড়ে। পর্যটকরা যেন নির্বিঘ্নে ঘুরতে পারে সে ব্যবস্থা করা হবে।

আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইশতিয়াক ইমন বলেন, সৈকতে মোটরসাইকেল প্রবেশ নিষিদ্ধ, মোটরসাইকেলের জন্য আলাদা পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে। দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুমার দিন মসজিদে এসে যে ৩ কাজ ভুলেও করবেন না

২৯ আগস্ট : আজকের নামাজের সময়সূচি

যারা অত্যাচার-নির্যাতন করেছে তাদের বিচার হতেই হবে : হুম্মাম কাদের

স্বাস্থ্য পরামর্শ / চোখের লাল-জ্বালা: এডেনোভাইরাল কনজাঙ্কটিভাইটিসের প্রাদুর্ভাব

ইতালিতে ‘ও লেভেল’ পরীক্ষায় বাংলাদেশি শিক্ষার্থীদের অভাবনীয় সাফল্য

সাবেক এমপি বুলবুলের পিএস সিকদার লিটন গ্রেপ্তার

টাকা না পেয়ে ফুপুকে গলাকেটে হত্যা করল ভাতিজা

প্রাথমিকে শিক্ষক নিয়োগে নারীদের জন্য বিশেষ কোটা বাতিল 

আন্তর্জাতিক ফেলোশিপে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন ছাত্রদলের ঊর্মি

স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

১০

সাতক্ষীরার পুলিশ সুপারের মায়ের মৃত্যুতে প্রেস ক্লাবের শোক

১১

প্রকৌশলীদের মর্যাদা রক্ষায় আইইবির ৫ দফা দাবি

১২

পুলিশের গাড়িতে হামলা চালিয়ে আসামি ছিনতাই

১৩

চ্যাম্পিয়ন্স লিগের লিগপর্বের ড্র অনুষ্ঠিত, রিয়াল-বার্সার প্রতিপক্ষ কারা?

১৪

সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকীর বাড়িতে অগ্নিসংযোগের ভিডিওটি ভুয়া

১৫

আজীবন থাকা, কাজ ও ব্যবসার সুযোগ দেবে সৌদি, কত টাকা লাগবে

১৬

ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

১৭

এবার যুক্তরাজ্য থেকে ফেরত পাঠানো হচ্ছে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের 

১৮

ফিফা কোয়ালিফায়ারে শেষবারের মতো নামছেন মেসি, জানালেন নিজেই

১৯

অপারেশন থিয়েটারে রোগীকে রেখে স্বাস্থ্যকর্মীর টিকটক, অতঃপর...

২০
X