কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৪, ১০:০৪ পিএম
অনলাইন সংস্করণ

কালীগঞ্জে শিক্ষককে মারধরের অভিযোগ স্বেচ্ছাসেবক দল নেতার বিরুদ্ধে

শিক্ষক হারুন অর রশিদ। ছবি : কালবেলা
শিক্ষক হারুন অর রশিদ। ছবি : কালবেলা

ঝিনাইদহের কালীগঞ্জে হারুন অর রশিদ নামে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্চিত করার অভিযোগ উঠেছে পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন ও সাদেক হোসেনের বিরুদ্ধে। শিক্ষক হারুন অর রশিদ উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও চাঁচড়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষক হারুন অর রশিদ।

অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী ও সাদেক হোসেন পাঁচকাহুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী পদে কর্মরত। তারা স্থানীয় রাজনীতিতে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলামের অনুসারী।

অভিযুক্ত জাহাঙ্গীর। ছবি : কালবেলা

শিক্ষক হারুন অর রশিদ জানান, শনিবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে তিনি শহরের ছন্দা সিনেমা হলের সামনে একটি টিনের দোকানে বসেছিলেন। সেখানে জাহাঙ্গীর ও সাদেকসহ প্রায় ১০/১৫ জন তার কাছে আসে। এ সময় তারা বলে কোথায় গিয়েছিলি? তখন বললাম টেইলার্সের দোকানে। তখন তারা বলে ওখানে কি? এরপর হাতে থাকা ২/৩টি প্যাকেট কেড়ে নেয়। এরপর একটা ইজিবাইকে উঠতে বলে। তখন ইজিবাইকে না উঠার জন্য অনেক চেষ্টা করি। এরপর তারা লাঠি দিয়ে কয়েকটি বাড়ি মারলে মাথা কেটে যায়। তখন জোরপূর্বক ইজিবাইকে তুলে নিয়ে ফয়লা গোরস্তানপাড়ায় নিয়ে যায়।

তিনি আরও বলেন, সেখানে নিয়ে গিয়ে একটি পদত্যাগপত্রে স্বাক্ষর করিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি অস্বীকৃতি জানালে তাকে মেরে ফেলার হুমকি দেয় জাহাঙ্গীর ও সাদেক। এরপর তিনি বাধ্য হয়ে স্বাক্ষর করেন। এরপর তারা ভিডিও করে নেয় যে, কোনো রকম জোর করা হয়নি। এরপর তারা আমার রক্তমাখা শার্ট খুলে রেখে দিয়ে একটি গেঞ্জি দিয়ে বলে চলে যা। এরপর আমি চলে আসি। বিষয়টি তিনি উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতাদের জানিয়ে থানায় অভিযোগ দিয়েছেন।

কালীগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন বলেন, আমি এ ঘটনার সময় ছিলাম না।

এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম বলেন, তিনি ঢাকাতে আছেন। বিষয়টি তিনি শুনেছেন। ঢাকা থেকে ফিরে বিষয়টি সুরাহা করবেন।

জেলা স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন পিকুল জানান, দলে সন্ত্রাসী কার্যক্রম করার ক্ষমতা কারও নেই। তার বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে অবশ্যই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত ওসি মানিক চন্দ্র গাইন বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘ঘাড়ের ওপর ছিল ছুরি, দিনে কয়েকবার ধর্ষণ’; নেটফ্লিক্সে এলিজাবেথেরর সেই ৯ মাসের গল্প

দেশ ছাড়েননি বুলবুল, বর্তমানে মিরপুরে বিসিবি সভাপতি

লন্ডনের বাড়িতে বিরাট-অনুষ্কার পূজা

পাঁচ মনোনয়ন গ্রহণ ও ৯ প্রার্থীকে প্রতীক দিল ইসি

ফোনের কভার ব্যাবহারের আগে জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

একটি মানবিক প্রতিবেদন বদলে দিল নূরজাহানের জীবন

জানুয়ারির ২৪ দিনে যে ৭ ব্যাংকে আসেনি রেমিট্যান্স

কিংবদন্তির ছেলের বিরুদ্ধে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগ

বিশ্বকাপে যাওয়ার পরিকল্পনা নিয়ে খেলোয়াড়দের যা জানাল পিসিবি

দাঁড়িপাল্লায় ভোট দিলে সতিনের ঘর হবে: ফরহাদ আজাদ

১০

মার্ক টালির মৃত্যুতে তারেক রহমানের শোক

১১

কোলন ক্যানসার নিয়ন্ত্রণের ৫ উপায়

১২

পরপুরুষের পাশে দাঁড়াতেও আপত্তি! ভাইরাল ভিডিও নিয়ে শোরগোল

১৩

আইসিসি বৈঠকে উত্তপ্ত বুলবুল, তীব্র টানাপোড়েনের তথ্য ফাঁস

১৪

তারেক রহমানের ‘ইউথ পলিসি টকে’ আমন্ত্রণ পাননি চাকসু এজিএস

১৫

‘তুর্কি নায়িকার মতো লাগছে’—অপুর নতুন লুকে মুগ্ধ ভক্তরা

১৬

বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

১৭

খুলনা মেডিকেলের প্রিজন সেলে কয়েদির মৃত্যু

১৮

পুকুরে মিলল রুপালি ইলিশ

১৯

প্রতিদিন মারামারির চেয়ে আলাদা হওয়াই ভালো: সীমা

২০
X