গাজীপুরের টঙ্গীতে ময়না বেগম (৩৮) নামে এক নারীকে শ্বাসরুদ্ধ করে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী আলমের বিরুদ্ধে।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) ভোর রাতে টঙ্গীর মিরাস পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন স্বামী আলম। নিহত ময়না বেগম ফরিদপুর জেলার ভাঙ্গা থানার দুপপাশা গ্রামের মৃত আয়নাল মাতবরের মেয়ে। সে স্বামীর সঙ্গে মিরাশ পাড়া এলাকায় জনৈক সফিউরের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে নিহতের স্বামী আলম তাকে রাতের যেকোনো সময় হাত পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে বালিশ চাপা দিয়ে ফেলে রেখে পালিয়ে যায় বলে প্রথমিক ভাবে ধারণা করা হচ্ছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান হয়েছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ কায়সার আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। নিহতের পলাতক স্বামী আলমকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
মন্তব্য করুন