রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২৯ অক্টোবর ২০২৪, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ

দুইদিন ধরে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ, চরম ভোগান্তি

রাজশাহী আন্তঃজেলা বাস কাউন্টার। ছবি : কালবেলা
রাজশাহী আন্তঃজেলা বাস কাউন্টার। ছবি : কালবেলা

বাস শ্রমিকদের মারধরের দ্বন্দ্বের জেরে দুইদিন থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটের বাস চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এ রুটে চলাচলকারী শত শত যাত্রী। উপায়ান্তর না পেয়ে অটোরিকশা, ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছেন।

পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, চাঁপাইনবাবগঞ্জে যাদের সঙ্গে শ্রমিকদের ঝামেলা হয়েছে, তাদেরকে মীমাংসার জন্য ডাকা হলেও এখন পর্যন্ত সারা দেয়নি। সঙ্গত কারণে বিষয়টি সমাধান না হওয়ায় এ রুটে বাস চলাচল রয়েছে বন্ধ।

জানা গেছে, সোমবার (২৮ অক্টোবর) সকাল ৬টা থেকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল পাঁচটায় রিপোর্ট লেখা পর্যন্ত এ রুটে বাস চলাচল বন্ধ ছিল।

তবে বুধবার (৩০ অক্টোবর) বেলা ১১ টায় দুইপক্ষের সঙ্গে আলোচনায় বসে মীমাংসা করা হবে বলে জানিয়েছেন রাজশাহী মোটর শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম পাখি। তিনি বলেন, রোববার (২৭ অক্টোবর) রাজশাহীর তিনজন চালককে চাঁপাইনবাবগঞ্জে মারধর করা হয়। ওই ঘটনায় হানিফ কেটিসি চালক সেলিম (৪০), ন্যাশনাল ট্রাভেলসের চালক লিটন (৪৫) ও হানিফ পরিবহনের শামীম (৪৮) আহত হন। তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও বলেন, আমরা সোমবার সমস্যার সমাধানের লক্ষ্যে চাঁপাইনবাবগঞ্জের বাস শ্রমিকদের সঙ্গে বসার চেষ্টা করেছিলাম। কিন্তু তারা সাড়া দেয়নি। উল্টো আবারও আমাদের রাজশাহীর তিন বাসচালককে মারধর করেছে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের লোকজন। তবে এইভাবে বাস চলাচল বন্ধ করে রেখে যাত্রীদের ভোগান্তি হচ্ছে। বুধবার বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জের শ্রমিক ইউনিয়নের লোকজনকে রাজশাহীতে ডাকা হয়েছে। তাদের সঙ্গে বসে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হবে। সেই পর্যন্ত বাস চলাচল বন্ধই থাকবে।

রাজিব হোসেন নামের এক যাত্রী জানায়, বাস চলাচল বন্ধের কারণে অতিরিক্ত ভাড়া দিয়ে তাদের গন্তব্যে যেতে হচ্ছে। বাসের ভাড়া থেকে তারা ২০ থেকে ৩০ টাকা বেশি গুণতে হচ্ছে। ফলে ভোগান্তির সঙ্গে সময়ও বেশি লাগছে।

আন্তঃনগর বাস কাউন্টারে গিয়ে দেখা গেছে, ভেতরে টিকেট মাস্টার বসে আছেন। কিন্তু বাস চলাচল না করার কারণে টিকিট বিক্রি বন্ধ রয়েছে। তাই বাস কাউন্টারে যাত্রীদের আনাগোনা কম। এ ছাড়া গোরহাঙ্গা রেলগেট চাপাই বাস কাউন্টারে দায়িত্বপ্রাপ্ত কোনো লোকই নেই।

চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্রাং লরি ও কার্ভাড ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম আনার বলেন, ‘সমস্যা সমাধানের জন্য মিটিংয়ের আয়োজন করা হয়েছে। আশা করছি দ্রুত এর সমাধান হবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির চাপে পিসিবি কোণঠাসা: বয়কটের সম্ভাবনা ক্ষীণ

বড় পর্দায় ফের একসঙ্গে বিজয়-রাশমিকা

যুক্তরাষ্ট্রে ঘূর্ণিঝড়ের মতো তাণ্ডব চালানোর হুমকি ইরানের

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা করতে তদবির করছে ইরান

যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপে বিরক্ত ভেনেজুয়েলা, দেলসির কড়া বার্তা

পোস্টাল ব্যালটে ভোট দেবেন রাষ্ট্রপতি

তিন মাস পর কারাবন্দি ২৩ ভারতীয় জেলের মুক্তি 

আবু সাঈদ হত্যাকাণ্ড / চূড়ান্ত পর্যায়ে বিচারিক প্রক্রিয়া, রায় যে কোনো দিন

১০

জঙ্গল সলিমপুরে র‍্যাব সদস্য হত্যাকাণ্ডে গ্রেপ্তার বেড়ে ৬

১১

হাইআতুল উলয়ার কেন্দ্রীয় পরীক্ষা শুরু, পরীক্ষার্থী ২৪ হাজার

১২

গাজীপুরে জাল টাকার কারখানার সন্ধান, আটক ৩

১৩

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০

১৪

বাংলাদেশ বিশ্বকাপে না থাকায় যা বললেন ডি ভিলিয়ার্স

১৫

জেএসডির ৬৩ নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির

১৭

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ফের ডিম নিক্ষেপ

১৮

ঘরে সহজেই যেভাবে ‘বান্নি ইয়ার ক্যাকটাস’ লাগাবেন ও যত্ন নেবেন

১৯

বাংলাদেশি ক্রিকেটারদের জন্য আমাদের খারাপ লাগছে : ট্রুডি লিন্ডব্লেড

২০
X