ব্রাহ্মণপাড়া (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৩০ অক্টোবর ২০২৪, ০১:৫১ পিএম
অনলাইন সংস্করণ

কুমিল্লায় সড়ক ভেঙে পুকুরে, চলাচলে দুর্ভোগ

চলাচলের সড়ক ভেঙে পুকুরে। ছবি : কালবেলা
চলাচলের সড়ক ভেঙে পুকুরে। ছবি : কালবেলা

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার দুলালপুর-বালিনা সড়কটি সংস্কারের অভাবে আগে থেকেই ভাঙাচোরা ছিল। সাম্প্রতিক বন্যায় সড়কটির বিভিন্ন অংশে ছোট-বড় গর্ত হওয়ার পাশাপাশি কয়েকস্থানে সড়কের বৃহদাংশ ভেঙে পুকুরে বিলীন হয়ে গেছে। এতে এ সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। এতে চরম ভোগান্তির মধ্যে পড়েছেন শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

জানা গেছে, উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর-বালিনা সড়কটি পাশের দেবিদ্বার উপজেলার সংযোগ সড়ক। উপজেলা সদরের সঙ্গে দুলালপুর ও শিদলাই ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের মানুষের যোগাযোগের মাধ্যম এ সড়ক। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ ইটের সলিংয়ের সড়কটির সমস্ত জায়গাজুড়ে খানাখন্দ, ছোট-েবড় গর্ত অতিক্রম করেই ১০টি শিক্ষা প্রতিষ্ঠানসহ এ দুই উপজেলার দশ গ্রামের মানুষ দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে। তবে এবারের বন্যার পানিতে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘ ১৫ বছরেও মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় এ অবস্থা বলে জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে দেখা গেছে, দুলালপুর-বালিনা সড়কের বিভিন্ন অংশ খানাখন্দে ভরা। কোথাও কোথাও সড়কের অংশ ভেঙে খালে বিলীন হয়েছে। এ সড়কটির পাশে দুটি বড় পুকুর রয়েছে, এসব পুকুরের নিজস্ব কোনো পাড় নেই। সড়কটিকে পুকুরের পাড় হিসেবে ব্যবহার করা হচ্ছে দীর্ঘদিন ধরে। যার ফলে এবারের বন্যায় সড়ক ভেঙে পুকুরে বিলীন হয়ে যাওয়ায় এ সড়কটি যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। স্কুল, কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এই দেড় কিলোমিটার সড়ক আগে থেকেই সংস্কারের অভাবে খানাখন্দ ও ছোট-বড় গর্ত হয়ে ছিল। গেল বন্যায় সড়কটির আরও বেশি ক্ষতিগ্রস্ত হয়। যার ফলে পোমকাড়া, পূর্ব পোমকাড়া, পশ্চিম পোমকাড়া, বেড়াখলা, বালিনা, দুলালপুর ও দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ, সুবিল, ১১ গ্রামসহ বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ কয়েক বছর ধরে দুর্ভোগ পোহাচ্ছেন। বন্যার পর এ দুর্ভোগ আরও বেড়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয়রা।

স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন বলেন, এই সড়কটি অনেক আগে থেকেই নষ্ট ছিল। দীর্ঘদিন ধরে এ সড়কের সংস্কার করা হয়নি। এবারের বন্যা এ সড়কটিকে চলাচলের অনুপযোগী করে তুলেছে। এ সড়কে যানবাহন যাতায়াত বন্ধ রয়েছে। আমাদের কোথাও যেতে হলে অনেকটা পথ হেঁটে গিয়ে যানবাহনে উঠতে হচ্ছে।

ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স ম আজহারুল ইসলাম কালবেলাকে বলেন, দুলালপুর ইউনিয়নের দুলালপুর-বালিনা সড়কটি আমি পরিদর্শন করেছি। ঘনবসতিপূর্ণ ওই ইউনিয়নের কয়েকটি গ্রামকে সংযুক্ত করেছে সড়কটি। এর দুর্দশায় ভোগান্তির শিকার হচ্ছেন এলাকাবাসী। আমিও তাদের সঙ্গে সমব্যথী। ওই এলাকার সাধারণ মানুষদের দুর্ভোগ দূর করতে ইতোমধ্যে সম্ভাব্য প্রাক্কলনসহ সড়ক পুনর্নির্মাণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। আশা করছি শিগগিরই ওই সড়কের কাজ শুরু করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়ার সুস্থতাই দেশবাসীর কামনা: টুকু

ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত জাহাজ থেকে ৪ বাংলাদেশি নাবিক উদ্ধার

নরসিংদী প্রেস ক্লাবের সহ-সভাপতি মশিউর রহমান মারা গেছেন

মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার মৃত্যু

বিশ্বরেকর্ড গড়ার প্রত্যয়ে বিজয় দিবসে পতাকাসহ ঝাঁপ দেবেন ৫৪ প্যারাট্রুপার

আগামী জাতীয় নির্বাচন / বৃহত্তর সুন্নী জোটের সাথে একীভূত হচ্ছে প্রগতিশীল ইসলামী জোট

সড়ক দুর্ঘটনায় স্লিপার বাস, নিহত ১

রেল ইঞ্জিন রক্ষণাবেক্ষণ প্রশিক্ষণের জন্য বিদেশ যাচ্ছেন রেলের ১২ কর্মী

ঢাকা–১৯ আসনে খেলাফত মজলিসের প্রার্থী মুহিউদ্দীন রাব্বানীর শোডাউন

তাপমাত্রা কমবে না বাড়বে, জানাল আবহাওয়া অফিস

১০

৩ লাল কার্ডের ম্যাচে বাংলাদেশকে হারাতে ব্যর্থ আর্জেন্টিনার ক্লাব

১১

৮ পরিকল্পনা ঘোষণা তারেক রহমানের

১২

দলীয় প্রার্থীদের বিষয়ে নেতাকর্মীদের প্রতি তারেক রহমানের বার্তা

১৩

আলোকিত সমাজ গড়তে শিক্ষকদের জন্য উন্নত কর্মপরিবেশ সৃষ্টি করতে চাই: মাসুদ সাঈদী

১৪

মওলানা ভাসানী সেতু সড়কে ‘লাল নিশান’

১৫

চবি শিক্ষার্থীকে উদ্ধার ও নিরাপত্তা জোরদারের দাবিতে মানববন্ধন

১৬

শেবাচিমের লাখ লাখ টাকার ইলেকট্রিক সামগ্রী পানির দরে বিক্রি

১৭

সৌদি আরবে দ্গ্ধ হয়ে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৮

ইসলামী আন্দোলন ছেড়ে বিদ্রোহী প্রার্থী হচ্ছেন মুফতি হাবিবুর রহমান

১৯

তসবিহ হাতে খুনিদের ফাঁসি চাইলেন ইমরানের মা

২০
X