কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৪, ০৯:২২ পিএম
অনলাইন সংস্করণ

যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে : ড. মাসুদ

পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সভা কক্ষে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মাসুদ। ছবি : কালবেলা
পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সভা কক্ষে যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মাসুদ। ছবি : কালবেলা

জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে যুব সমাজের অর্জিত বিপ্লব নিয়ে নানামুখী ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারী ও বাউফল উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. শফিকুল ইসলাম মাসুদ।

বুধবার (৬ নভেম্বর) পটুয়াখালীর বাউফল উপজেলা পরিষদের সভা কক্ষে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে ড. মাসুদ এসব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বে তরুণ প্রজন্ম নতুন বাংলাদেশ গড়বে। আগামীর বাংলাদেশে কোনো বৈষম্য থাকবে না। বিচারহীনতার সংস্কৃতি থেকে দেশকে বের করে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা হবে। একটি আদর্শ কল্যাণ ও মানবিক রাষ্ট্র বিনির্মাণ সম্ভব হবে কেবলই ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হলে। সেজন্য ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত রূপ দিতে যুব সমাজকে অতীতের মতো ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। এ সময় তিনি আরও বলেন, কোনো একটি রাষ্ট্রকে ধ্বংস করতে পরাশক্তি প্রথম যেই কাজটি করে সেটি হচ্ছে ওই রাষ্ট্রের জাতি-গোষ্ঠীর মধ্যে বিভেদ সৃষ্টি করা। দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ সবাই বাংলাদেশের নাগরিক পরিচয়ে এক ও অভিন্ন থাকতে পারলে কোনো পরাশক্তি বাংলাদেশের অগ্রযাত্রার পথে আর বাঁধা হয়ে দাঁড়াতে পারবে না। বৃটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং তার পরবর্তী সব আন্দোলন সংগ্রামে আমাদের বিজয় হয়েছে যুব সমাজের হাত ধরে। তাই যুব সমাজকে আগামীতেও ঐক্যবদ্ধ থেকে বাংলাদেশকে একটি উন্নত ও আধুনিক রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে।

ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিত যুবক ও যুব নারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তরুণ প্রজন্ম এবং যুবকদের হাতেই আগামীর নতুন বাউফল গড়তে হবে, গড়া সম্ভব। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ছিল ফ্যাসিস্ট, গণহত্যাকারী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত, শেয়ারবাজার লুন্ঠনকারী, আমাদের মা-বোনদের ইজ্জত লুন্ঠনকারী ও ধর্ষকদের বিরুদ্ধে। ওই অন্দোলনে লড়াই করে যারা শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, আহত হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে তাদের মধ্যে সংখ্যায় যুবকরাই বেশি। এর অর্থ যুবকরা নিজের চেয়ে দেশকে বেশি ভালোবেসে নিজের রক্ত ও জীবন উৎসর্গ করে দিতে সব সময় প্রস্তুত। যুবকদের জীবন ও রক্তের বিনিময়ে অর্জিত নতুন স্বাধীনতাকে কোনভাবেই ব্যর্থ হতে দেব না, দেওয়া যাবে না। সেজন্য তিনি দলমত, জাতি-গোষ্ঠী, ধর্মবর্ণ বিভক্ত না করে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাউফল উপজেলা যুব বিভাগের সভাপতি মো. রাসেল মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাউফল উপজেলার সাবেক আমীর মাওলানা আব্দুস সোবহান, উপজেলা আমীর মাওলানা মো. রফিকুল ইসলাম, মো. আবুল কাশেম, মো. খাইরুল কবির, মো. নজরুল ইসলাম সহ বিভিন্ন স্তরের নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অ্যাডিলেডে শেষ ম্যাচেও সোহানদের ভরাডুবি

লটারি কেটেই নারী দেখলেন ২ কোটি টাকা তার হাতে

কোটালীপাড়া পৌর ছাত্রলীগ নেতা জামিল গ্রেপ্তার

দেশে বিশ্বমানের লিফট তৈরি করছে প্রাণ-আরএফএল

পরিবর্তন হয়নি যেসব ফোনের ডায়াল প্যাড কিন্তু কেন?

‘ব্যাটিংয়ের দিক থেকে বাংলাদেশ ও নেপাল একই মানের দল’

হত্যা মামলায় জাবির সাবেক শিক্ষক গ্রেপ্তার

ঘরের যে ৮টি জিনিস সরিয়ে রাখলেই ওয়াই-ফাইয়ের গতি বাড়বে

রিমান্ড শেষে মাই টিভির চেয়ারম্যান নাসির কারাগারে 

সরকারের একার পক্ষে স্বাস্থ্যখাতের সিন্ডিকেট ভাঙা সম্ভব না : স্বাস্থ্য উপদেষ্টা

১০

আশাশুনিকে সাতক্ষীরা-৩ আসনে ফেরানোর দাবি

১১

‘খালেদা জিয়া পেছনের দরজা নয়, সম্মুখে রাজনীতিতে প্রবেশ করেছেন’

১২

‘পকেট ভরানো’ রাজনীতিবিদদের জন্য দুঃসংবাদ

১৩

নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিন আর নেই

১৪

কয়েদির ওজন ৩০০ কেজি, প্রতিদিন খরচ আড়াই লাখ!

১৫

পেঁয়াজ আমদানি বন্ধ, দাম ঊর্ধ্বমুখী

১৬

জিসান-আফিফের ঝোড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং সংগ্রহ বাংলাদেশের

১৭

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে রাজনৈতিক দলগুলো কর্তৃত্ববাদী হয়ে উঠতে পারে : রিজভী

১৮

জনগণের আকাঙ্ক্ষা না বুঝা দলের কোনো ভবিষ্যৎ নেই : আমীর খসরু 

১৯

জনগণের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি : শরীফ উদ্দিন 

২০
X