চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে বাসি দই, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকির এ অভিযানে সময় বাজারের আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি-পচা দই সংরক্ষণসহ নানা অভিযোগে হোটলটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় সব ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসন দর্শনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হোটেল, ডিম, মুদিদোকান, মুরগি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় মেসার্স আল্লাহর দান হোটেলে পূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচ তাসফিকুর রহমান ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন।

পরে বাজারে ডিম, মুদিদোকান, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেগম রোকেয়াকে নিয়ে দেওয়া সেই পোস্ট সরিয়ে নিলেন রাবি শিক্ষক, জানালেন কারণ

১৫ ঘণ্টা পার হলেও উদ্ধার হয়নি শিশু সাজিদ

ছোট্ট সাজিদের উদ্ধার তৎপরতায় ‘ধীরগতি’

শিশু সাজিদের অপেক্ষায় উৎসুক জনতার নির্ঘুম রাত 

বৈষম্যবিরোধী আন্দোলনে অংশ নেওয়া শোয়াইব গ্রেপ্তার

তানিয়া রবের গাড়ি বহরে হামলা নব্য ফ্যাসিবাদের পদধ্বনি : জেএসডি

মানুষের মৌলিক চাহিদা পূরণের মাধ্যমে মানবাধিকার প্রতিষ্ঠা সম্ভব : লায়ন ফারুক

মহিপুরে ছাত্রদল নেতার ওপর হামলার অভিযোগ

৩৫ ফুট গর্তে একাধিকবার পাঠানো হলো ক্যামেরা, দেখা যায়নি শিশুটিকে

তারেক রহমান কবে ফিরবেন জানালেন ইশরাক

১০

জেলা ছাত্রদল সভাপতির ওপর হামলা

১১

যেভাবে গভীর গর্তে পড়েছিল শিশুটি, জানালেন মা

১২

২৬ টন পলিথিন জব্দ, ৩ জনের কারাদণ্ড

১৩

পুরোনো ফোন আমদানি নিয়ে সিদ্ধান্ত দিল সরকার

১৪

লোকসান পুষিয়ে নিতে আগাম আলু চাষে ব্যস্ত কৃষকরা

১৫

নির্বাচন নিয়ে ন্যূনতম সংশয় সৃষ্টির কোনো অবকাশ নেই : উপদেষ্টা সাখাওয়াত

১৬

আবার পিছিয়ে গেল ব্রাকসু নির্বাচন

১৭

রাশেদ খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দলের আরেক নেতার

১৮

জামায়াত কর্মীকে কুপিয়ে হত্যা

১৯

এন‌ইআইআর চালু হচ্ছে ১৬ ডিসেম্বর, ফোন নিবন্ধন চলবে মার্চ পর্যন্ত

২০
X