চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ০৯:২৬ এএম
অনলাইন সংস্করণ

ফ্রিজে বাসি দই, ৫০ হাজার টাকা জরিমানা

চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চুয়াডাঙ্গার দর্শনা বাজারে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চুয়াডাঙ্গার দর্শনা বাজারে অভিযান পরিচালনা করেছে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। বাজার তদারকির এ অভিযানে সময় বাজারের আল্লাহর দান হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা করে। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি-পচা দই সংরক্ষণসহ নানা অভিযোগে হোটলটিকে এ অর্থদণ্ড দেওয়া হয়।

এ সময় সব ব্যবসায়ীদের বাড়তি দামে পণ্য বিক্রি না করতে সতর্ক করা হয়।

বৃহস্পতিবার (৭ অক্টোবর) জেলা টাস্কফোর্স কমিটি, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও দামুড়হুদা উপজেলা প্রশাসন দর্শনা বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে হোটেল, ডিম, মুদিদোকান, মুরগি বাজারসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়।

এ সময় মেসার্স আল্লাহর দান হোটেলে পূর্বে বারবার সতর্ক করা সত্ত্বেও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও প্রক্রিয়াজাতকরণ, ফ্রিজে বাসি পচা দই সংরক্ষণ, বিএসটিআইয়ের অনুমোদন ব্যতীত দই তৈরি, দইয়ের মেয়াদ, মূল্য, ওজন ইত্যাদি না লেখা, যথাযথভাবে মূল্যতালিকা প্রদর্শন না করার প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া কর্মচারীদের স্বাস্থ্যবিধি না মানা, দই মিষ্টির মধ্যে পোকা ইত্যাদি অপরাধে প্রতিষ্ঠানটির মালিক খন্দকার জহুরুল ইসলামকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৭ ও ৪৩ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এইচ তাসফিকুর রহমান ও ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ দুপুর ২টা থেকে ৪টা পর্যন্ত পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন।

পরে বাজারে ডিম, মুদিদোকান, মুরগিসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠান তদারকি করা হয়। এ সময় সব ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয় বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মুল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

ওয়ারেন্ট অফিসার জুলফিকারের নেতৃত্বে চুয়াডাঙ্গা সেনাবাহিনী ক্যাম্পের একটি টিম আইনশৃঙ্খলা রক্ষার্থে সার্বিক সহযোগিতা করেন। এ ছাড়া কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি, ছাত্র প্রতিনিধি ও দর্শনা পৌরসভা সহযোগিতা করে।

ভোক্তা অধিকার সংরক্ষণের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, ‘এ অভিযান অব্যাহত থাকবে।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপপ্রচারের প্রতিবাদে গণপূর্ত ঠিকাদার সমিতির মানববন্ধন

দেশে ন্যানো ইউরিয়া সার উদ্ভাবন!

কারাগারেই থাকছেন ‘শীর্ষ সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ

যারা কচি বয়সে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও নির্লজ্জ থাকবে : স্বস্তিকা

অর্থনীতিতে অবদান রাখায় সিআইপি অ্যাওয়ার্ড পেলেন লায়ন শাহ নেওয়াজ

হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী প্রচারণা থেকে ২ সন্দেহভাজন আটক

মালয়েশিয়ায় যথাযোগ্য মর্যাদায় বিজয় দিবস উদযাপন

বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান ঘিরে অনিশ্চয়তা

বিইউবিটিতে ‘আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট’: রেকর্ড সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ

এটা স্পষ্ট যে অপরাধী এখনো দেশেই আছে, হাদি ইস্যুতে জুমা

১০

আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলন / দেশীয় চিকিৎসকদের ওপর আস্থা রাখার আহ্বান চসিক মেয়রের

১১

বাংলাদেশের অটোমোবাইল খাতে নতুন দিগন্তের সূচনা করল টয়োটা

১২

চারটি মন্দিরের বিরোধ মিটিয়ে প্রশংসায় ভাসছেন নুরুদ্দিন অপু

১৩

মালদ্বীপে নানা আয়োজনে মহান বিজয় দিবস উদ্‌যাপন

১৪

শীতে সারাদিন কতটুকু পানি কম পান করা উচিত

১৫

গাড়ির গ্যারেজে ঝুলছিল চালকের মরদেহ

১৬

সমালোচনার মুখে বিশ্বকাপের কিছু টিকিটের দাম কমাল ফিফা

১৭

যদি ওরা আমাকে সত্যিই মেরে ফেলে, এটি হবে শহীদি মৃত্যু : চমক

১৮

মুখোমুখি যুুক্তরাষ্ট্র-ভেনেজুয়েলা, নজিরবিহীন যুদ্ধের হুমকি

১৯

নতুন মামলায় সেই মেজরের স্ত্রী সুমাইয়া গ্রেপ্তার

২০
X