রবিবার, ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রহায়ণ ১৪৩১
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ : ০৮ নভেম্বর ২০২৪, ১১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

সাবেক মেয়রসহ আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর নামে মামলা

বাকেরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত
বাকেরগঞ্জ থানা। ছবি : সংগৃহীত

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির নেতা-কর্মীদের ওপর হামলা ও মারধরের ঘটনায় সাবেক পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া ও সাবেক চার পৌর কাউন্সিলরসহ আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে বিএনপির উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য হাসান সিকদার বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় এ মামলা করেন।

মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ২ নম্বর অভিযুক্ত উপজেলার গারুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ রনিকে ওই রাতেই গ্রেপ্তার করেছে।

মামলায় অন্য অভিযুক্তরা হলেন সাবেক পৌর মেয়র উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়া, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোখলেছুর রহমান, পৌর যুবলীগ সভাপতি ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খন্দকার জিয়াউর রহমান রিপন, যুগ্ম সাধারণ সম্পাদক ৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সুজন চন্দ্র দেবনাথ, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর খান মোহাম্মদ সেলিম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অমল চন্দ্র শিবু, সৈয়দ মোজাম্মেল, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাসুদ আকন, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া, সরকারি বাকেরগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি শেখ মিরাজ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান দোলন ও উপজেলা শ্রমিক লীগের সভাপতি আবুল কালাম ডাকুয়া।

মামলার এজাহারে বলা হয়, ২০২২ সালের ২৭ আগস্ট গারুরিয়া ইউনিয়ন বিএনপি প্রস্তুতি সভার আয়োজন করে। ওই দিন বিকেল ৫টার সময় বিএনপির ২৫০ থেকে ৩০০ নেতাকর্মী গারুড়িয়া ইউনিয়নের দেলোয়ার হোসেন হাওলাদারের বাড়ির সামনে জড়ো হলে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লোকমান হোসেন ডাকুয়ার নেতৃত্বে অভিযুক্তরাসহ ১৫০ থেকে ২০০ জন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সশয় হামলাকারীরা ইজিবাইক, অটোরিকশা ও মোটরসাইকেল ভাঙচুর করে এবং কয়েকটি দোকান ভাঙচুরসহ এলাকায় ত্রাস সৃষ্টি করে। তখন তারা বিএনপির ৫০ থেকে ৬০ নেতাকর্মীকে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত জখম করে এবং মোবাইলসহ ৫ লাখ ৭০ হাজার টাকার মালামাল ছিনিয়ে নেয়।

এ ঘটনার দীর্ঘদিন পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাতে স্বেচ্ছাসেবক দলের নেতা হাসান সিকদার বাদী হয়ে নামধারী ৯০ জনসহ অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে অভিযুক্ত করে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেন।

বিষয়টি নিশ্চিত করে বাকেরগঞ্জ থানার ওসি মো. সফিকুল ইসলাম জানান, বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে আহত এবং এলাকায় নাশকতামূলক ধ্বংসাত্মক কার্যক্রম চালানোর অভিযোগে হাসান সিকদার নামে একজন বাদী হয়ে থানায় মামলা করেছেন। মামলার আসামি আওয়ামী লীগ নেতা ফিরোজ আহমেদ রনিকে বৃহস্পতিবার রাতে গ্রেফতার করে শুক্রবার সকালে আদালতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিগত বছরগুলোতে বিক্রি হয়ে যাওয়া বুদ্ধিজীবিতা দেখেছি’

জামায়াত-শিবিরের ৭ নেতাকর্মী হত্যা, বিচারের দাবিতে বিক্ষোভ

১৬ বছরের দুঃশাসন শেষ হতে ১৬ দিনও লাগেনি : অসীম

শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে ঢাকা কলেজ ছাত্রদলের চিত্র প্রদর্শনী

বিশ্ববিদ্যালয় পরিষদের নতুন সভাপতি কুয়েট উপাচার্য অধ্যাপক মাছুদ

রেলস্টেশনের স্ক্রিনে ভেসে উঠলো নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বার্তা, উত্তেজনা

ভাতা বৃদ্ধির দাবিতে ট্রেইনি চিকিৎসকদের মশাল মিছিল

মঈন খানের সঙ্গে মধ্যাহ্নভোজ ব্রিটিশ হাইকমিশনারের

চট্টগ্রামে বিজয় মেলা / গয়না ও মৃৎপণ্য কিনতে তরুণীদের ভিড়

আরাকান আর্মি বাংলাদেশের ভূমি দখল করেছে দাবি, জানা গেল সত্যতা

১০

আন্দোলনে হামলায় আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার  

১১

ছাত্র-জনতার অভ্যুত্থানে আহতদের খোঁজ নিলেন ডা. সায়েদুর রহমান

১২

কুমিল্লায় রুদ্ধশ্বাস ম্যাচে আবাহনীকে হারাল মোহামেডান

১৩

চুল কাটতে বলায় মারধর, ১১ মাস অজ্ঞান থাকা সেই বৃদ্ধের মৃত্যু

১৪

‘শহীদ বুদ্ধিজীবীদের আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান নিয়েছিল আ.লীগ’

১৫

দুই ম্যাচের নিষেধাজ্ঞার পর দায় স্বীকার বার্সা কোচের

১৬

‘ট্যাগের রাজনীতি থেকে এখনো বের হতে পারিনি’

১৭

পুকুরে মিলল হাত-পা বাঁধা শিশুর লাশ

১৮

জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতি করে না : আব্দুল হালিম

১৯

‘আ.লীগের চেয়ে ভালো বাংলাদেশ না গড়লে গণঅভ্যুত্থান ব্যর্থ’

২০
X