কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩০ পিএম
আপডেট : ১০ নভেম্বর ২০২৪, ০৭:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

‘এ সরকারের অধীনে রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে’

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। ছবি : কালবেলা
রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম। ছবি : কালবেলা

রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে এই সরকারের অধীনেই রাষ্ট্র সংস্কারের প্রয়োজনীয় উদ্যোগ এবং সংবিধান পরিবর্তনের উদ্যোগ নিতে হবে। সেজন্য সংস্কারের আগে কোনো সংসদ নির্বাচন হতে দেওয়া যাবে না। আগামী নির্বাচন হতে হবে সংবিধান পরিবর্তনের লক্ষ্যে গণপরিষদের নির্বাচন।

রোববার (১০ নভেম্বর) সকালে শহরের মহসিন অডিটোরিয়ামে নবগঠিত কমিটি গঠন উপলক্ষে ‘রাষ্ট্র সংস্কার সমাবেশ’ করেছে রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলা কমিটি।

রাষ্ট্র সংস্কার আন্দোলনের শ্রীমঙ্গল উপজেলার নবগঠিত ২১ সদস্যের কমিটিতে সভাপতি সাখাওয়াত হোসেন (মাস্টার), সাধারণ সম্পাদক প্যানেল চেয়ারম্যান আব্দুস সাত্তার ও সাংগঠনিক সম্পাদক অজিত বোনার্জি হিসেবে নির্বাচন হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন- সহসভাপতি ইউপি সদস্য অনিল তন্তুবায়, ইউপি সদস্য প্রতীমা দাস, ইউপি সদস্য স্বাধীন চাষা, যুগ্ম-সাধারণ সম্পাদক; ইউপি সদস্য সন্তোষ কর্মকার, সাহেদ আহমেদ, শহীদুল ইসলাম, সহসাংগঠনিক সম্পাদক; ইউপি সদস্য সঞ্জিত বুর্নাজী, নির্বাহী সদস্য; হীরা চাষা, দুলাল বুর্নাজী, সান্ত্বনা বাড়াইক, হৃদয় বুর্নাজী, সুব্রত রবিদাস, কৃপেশ তাতী, ধীরেন বুর্নাজী, সন্তোষ বাড়াইক প্রমুখ।

শ্রীমঙ্গল উপজেলার আহ্বায়ক সাখাওয়াত হোসেন মাস্টারের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাহেদ আহমেদের সঞ্চালনায় রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ূম নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে পরিচয় করিয়ে ফুল দিয়ে বরণ করে নেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে হাসনাত কাইয়ূম বলেন, শহীদ আসাদ, নূর হোসেনের পথ ধরে আবু সাঈদ-মুগ্ধরা আমাদের সামনে আবারও সুযোগ করে দিয়েছে। কলোনিয়াল জুলুমের ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থা সংস্কার করে মুক্তিযুদ্ধের স্বপ্নের সাম্য, মর্যাদা ও ইনসাফের গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার।

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাষ্ট্র সংস্কার আন্দোলনের অর্থনৈতিক সমন্বয়ক দিদারুল ভুঁইয়া, সংক্ষুব্ধ নাগরিক আন্দোলন, সিলেটের সমন্বয়ক আব্দুল করিম কীম, কাউয়াদিঘি হাওর রক্ষা আন্দোলনের সদস্য সচিব খছরু চৌধুরী, চুনারুঘাট উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান খাইরুন আক্তার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রবাসী নেতা তৌকির আহমেদ চৌধুরী প্রমুখ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দীর্ঘ ১৬ বছর পর আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে বগুড়ায়

এমপিওভুক্ত শিক্ষকদের দাবি অনেকটাই ন্যায্য : উপ প্রেস সচিব

অধিকাংশ পাকিস্তানি পুরুষ অবিশ্বস্ত, দাবি পাক অভিনেত্রীর

বিমানবন্দরে ক্রিকেটার হেনস্তা, জড়িতদের ধরতে পুলিশের সহায়তা চেয়েছে বিসিবি

ছুটির দিনও ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’

গণমানুষের কণ্ঠস্বর এখন কালবেলা

শিবির প্যানেলের সনাতন ধর্মের সেই সুজন চন্দ্র বিজয়ী

বাংলাদেশে গুম ও নির্যাতনের বিচার নিয়ে জাতিসংঘের বার্তা

মাদ্রাসায় ক্রিকেট চালুর চিন্তা বিসিবির, যা বলছেন শায়খ আহমাদুল্লাহ

রাকসুতে ছাত্রদলের প্যানেল থেকে বিজয়ী জাতীয় খেলোয়াড় নার্গিস

১০

১৭ হলের ভিপি-জিএস-এজিএস পদে ছাত্রশিবিরের জয়

১১

আরিয়ান একদম সুইটহার্ট: ঈশিকা দে

১২

পুরো কলেজে একজন পরীক্ষার্থী, তবু ফেল

১৩

জানা গেল দুপুর পর্যন্ত কেমন থাকবে আবহাওয়া

১৪

রাকসুর কেন্দ্রীয় ২৩ পদের ২০টিতেই শিবিরের জয়

১৫

রাকসুর চূড়ান্ত ফল ঘোষণা, কোন পদে কারা জয়ী

১৬

রাকসু নির্বাচনের ফল নিয়ে ছাত্রদলের এজিএস প্রার্থী এষার প্রতিক্রিয়া

১৭

পদত্যাগ করছেন লাতিন আমেরিকার মার্কিন সামরিকপ্রধান

১৮

ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, প্রতি বিষয়ে ফি ১৫০ টাকা

১৯

স্বর্ণ-রুপার আজকের বাজারদর জেনে নিন

২০
X