জাজিরা (শরীয়তপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ইউটিউবে ভাগ্য বদল, গ্রামে থেকেও মাসে আয় দুই লাখ টাকা

ইউটিউবে ভাগ্য বদল শরীয়তপুরের শাকিল মিয়া। ছবি : কালবেলা
ইউটিউবে ভাগ্য বদল শরীয়তপুরের শাকিল মিয়া। ছবি : কালবেলা

পদ্মা সেতুর কাছেই শরীয়তপুরের প্রত্যন্ত অঞ্চলে বেড়ে ওঠা এক যুবকের নাম শাকিল মিয়া। দশম শ্রেণিতে পড়ার সময়ে ইউটিউবে ভিডিও দেখে অনলাইনে আয় করার সিদ্ধান্ত নেন। প্রত্যন্ত অঞ্চলে বাড়ি হওয়ায় ইন্টারনেটের নেটওয়ার্ক ছিল বড় বাধা। গাছের ডালে, পকেট রাউটার রেখে অনলাইনে কাজ শুরু করেন এ যুবক।

ইউটিউবে কনটেন্ট তৈরি করে অল্প দিনের মধ্যেই আসে সফলতা। তবে, পরীক্ষা চলে আসায় ইউটিউব থেকে দূরে থাকলে কমে যায় শাকিল মিয়ার চ্যানেলের ভিউ। এর পরেই তিনি ফ্রিল্যান্সার হিসেবে শুরু করেন ওয়েব ডেভেলপের কাজ। বর্তমানে শাকিল ফ্রিল্যান্সার হিসেবে ওয়েব ডেভেলপমেন্ট করে মাসে প্রায় দুই হাজার মার্কিন ডলার আয় করেন। এই টাকা দিয়ে নিজের এবং পরিবারের স্বপ্নপূরণ করছেন তিনি।

শাকিল মিয়ার বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার সেনেরচর ইউনিয়নের আফাজ উদ্দিন মুন্সি কান্দি গ্রামে। বাবা ইসমাইল মুন্সি কৃষি কাজ করেন। মা সেফালী বেগম গৃহবধূ। তিন ভাই বোনের মধ্যে শাকিল সবার ছোট।

শাকিল উপজেলার বি.কে নগর ইউনিয়নের বি.কে নগর পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে ২০১৬ সালে মাধ্যমিক এবং সরকারি বি.কে. নগর বঙ্গবন্ধু কলেজ থেকে ২০১৮ সালে উচ্চ মাধ্যমিক পাস করেন। গত বছর তিনি ঢাকার তেজগাঁও কলেজ থেকে স্নাতক উত্তীর্ণ হন।

পরিবার সূত্রে জানা যায়, কোনো প্রশিক্ষণ ছাড়াই ২০১৫ সালে বোনের পুরোনো ফোন থেকে ইউটিউবে টেক কন্টেন্ট তৈরি শুরু করেন শকিল। এতে সাফল্যও পান তিনি। আয়ের পাশাপাশি ইউটিউব থেকে সিলভার প্লে-বাটনও পেয়ে যান। এসএসসি পরীক্ষা চলে আসায় ৫ মাস কাজ বন্ধ রাখতে হয় তাকে। ফলে ইউটিউবে তার চ্যানেলে ভিউ আসা কমে যায়।

পরবর্তীতে ইউটিউবে ফ্রিল্যান্সিংয়ে আয়ের বিষয়ে জানতে পারেন তিনি। অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে শুরু করেন ওয়েব ডেভেলপমেন্টের কাজ। এরপর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। বর্তমানে যুক্তরাষ্ট্র, কানাডা ও জার্মানির বিভিন্ন প্রতিষ্ঠানের হয়ে কাজ করেছেন শাকিল। মাসে তিনি ১ লাখ ৭৯ হাজার টাকা ঘরে বসেই আয় করেন। এই টাকা নিয়ে তিনি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। তার এমন সাফল্যে খুশি মা-বাবাও।

শাকিলের বাবা ইসমাইল মুন্সি কালবেলাকে বলেন, ছেলে যখন অনলাইনে কাজ করতো ওকে বলতাম পড়াশোনা শেষ করে চাকরি করতে। শাকিল অনলাইনে কাজ করবে বলে জানায়। বর্তমানে ও নিজের আয় করা টাকা দিয়ে গাড়ি কিনেছে। জায়গা-জমি কিনেছে। আমাদেরকে সাহায্য করছে। আমরা ওর এমন সাফল্যে গর্বিত।

শাকিলের মা সেফালী বেগম কালবেলাকে বলেন, ছেলেকে বিদেশ পাঠাবো বলে ভেবেছিলাম। ছেলে বিদেশ যায়নি। সে বলেছিল ঘরে বসে বিদেশের টাকা ইনকাম করবে। আমার ছেলে ওর কথা রেখেছে। ওর বন্ধুরা যখন বিদেশে যায় টাকা ইনকাম করতে, সেসময়ে আমার ছেলে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড যায় বেড়াতে। আমরা ওকে নিয়ে অনেক গর্ববোধ করি।

স্থানীয় যুবক রাসেদুল ইসলাম কালবেলাকে বলেন, আমাদের এলাকার বড় ভাই শাকিল। অনলাইনে লাখ টাকা আয় করেন। আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি, ইচ্ছে আছে ভাইয়ের কাছ থেকে ফ্রিল্যান্সিং শিখে আমিও টাকা রোজগার করব।

শাকিল কালবেলাকে বলেন, আমাদের এই এলাকাটি প্রত্যন্ত একটি অঞ্চল। আমি যখন ২০১৫ সালের দিকে প্রথম অনলাইনে কাজ শুরু করি, তখন নেটওয়ার্ক খুবই সমস্যা করতো। তখন আমার কাছে একটি পকেট রাউটার ছিল। সেটা আমি আমাদের বাড়ির একটি গাছের ডালে রেখে অনলাইনে কাজ করতাম। পকেটে রাউটার নিয়ে ঘুরতাম। প্রথম আমি যে কাজটি করেছিলাম তাতে ৫০ ডলার পাই ও টিপস হিসেবে অতিরিক্ত ৫ ডলার পাই। বর্তমানে আমি প্রতিমাসে অন্তত প্রায় ২০০০ হাজার ডলার আয় করি। যা বাংলাদেশি টাকায় অন্তত ২ লাখ টাকার মতো।

শিক্ষিত বেকার যুবকদের উদ্দেশ্যে তিনি আরও বলেন, অনেকেই আমার কাছে আসেন ফ্রিল্যান্সিং শিখতে। আমার ইচ্ছে আছে এ অঞ্চলের শিক্ষিত বেকার যুবকদের বিনামূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কোন সময়ের স্বপ্ন সত্য হওয়ার সম্ভাবনা বেশি? যা বলছেন আলেমরা

শ্রীলঙ্কা সিরিজের জন্য বাংলাদেশের দল ঘোষণা

এক নেতাকে ‘সুখবর’ দিল যুবদল

বিএনপি ক্ষমতায় এলে দোহার-নবাবগঞ্জে গ্যাস সরবরাহের প্রতিশ্রুতি দিলেন খন্দকার আবু আশফাক

ঘন ঘন ভূমিকম্প নিয়ে শায়খ আহমাদুল্লাহর সতর্কবার্তা

বিশ্বকাপের শিরোপা ধরে রাখল ভারত

ব্লুটুথ হেডফোন নাকি সাধারণ হেডফোন, কোনটি ভালো জানেন?

নুরুদ্দিন আহাম্মেদ অপুকে মনোনীত করায় আনন্দ মিছিল

ইকরা হবিগঞ্জের বার্ষিক চড়ুইভাতি অনুষ্ঠিত

মেট্রোরেলে গাঁজা পরিবহন, বাবা-মেয়ে আটক

১০

বাংলাদেশের জন্য এক লাখ টন চাল কিনছে পাকিস্তান

১১

পদ ফিরে পেলেন বিএনপির এক নেতা

১২

এশিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্টস ফোরামে সভাপতিত্ব করেন ড. মো. সবুর খান

১৩

উচ্ছেদ আশঙ্কায় ৪০০ পরিবার, আশ্রয় রক্ষার দাবি স্থানীয়দের

১৪

বাউল শিল্পীদের ওপর হামলার প্রতিবাদে টিএসসিতে ‘বাউল সন্ধ্যা’

১৫

ব্যাংক বন্ধে গ্রাহক তাৎক্ষণিক যত টাকা পাবেন

১৬

আমলাতান্ত্রিকতার কারণে শিক্ষকরা অনাহারে জীবন-যাপন করছেন : রিজভী

১৭

কখনও এক, কখনও তিন ম্যাচ: এমএলএস প্লে-অফের বিভ্রান্তিকর নিয়মের ব্যাখ্যা

১৮

থাইল্যান্ডের ই-ভিসা নিয়ে সতর্কবার্তা

১৯

সড়কে লবণ ফেলে, কাফনের কাপড় পরে চাষিদের প্রতিবাদ

২০
X